The serpent's "erect" and "towering" form is meant to mimic:
A
A tree
B
An angel
C
A human orator
D
A bolt of lightning
উত্তরের বিবরণ
Paradise Lost-এর Book IX-এ মিল্টন সাপকে তার শাস্তির আগে একটি মহিমাময় ও উঁচু প্রাণী হিসেবে বর্ণনা করেছেন। এর দেহভঙ্গি কেবল শারীরিক নয়, বরং প্রতীকী ও কার্যকরী, যা তাকে প্রলোভক হিসেবে আরও প্রভাবশালী করে।
-
সাপের “erect” ও “towering” অবস্থা তাকে ইভের কাছে একটি সাধারণ পশু নয়, বরং সমতুল্য হিসেবে উপস্থিত হতে দেয়। সে সরাসরি চোখে চোখ রেখে কথা বলতে পারে।
-
এই ভঙ্গি একটি শ্রেণীবদ্ধ বক্তা বা মানব ওরেটর-এর মতো—যিনি আত্মবিশ্বাসের সঙ্গে জনসমক্ষে দাঁড়িয়ে যুক্তিসঙ্গত ও প্রলোভনমূলক বক্তব্য প্রদান করেন।
-
সাপের প্রলোভন রীতিকথার (rhetoric) এক নিখুঁত উদাহরণ: এটি চাটুকারিতা, যুক্তিভ্রান্তি, এবং আবেগপ্রধান প্রভাব ব্যবহার করে ইভকে প্রলুব্ধ করে।
-
তার শারীরিক অবস্থান তার প্রধান অস্ত্র—বক্তৃতা-র সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। সাপকে কোনো সরু, ঘেঁষে চলা প্রাণী হিসেবে দেখালে তার মানবসদৃশ যুক্তি এবং প্রলোভন কম প্রভাবশালী হতো।
-
এর ফলে, সাপ শারীরিকভাবে আত্মবিশ্বাসী ও বক্তৃতাপ্রবণ এবং তার যুক্তি ইভের কাছে আরও বিশ্বাসযোগ্য ও প্রলুব্ধিকর মনে হয়।

0
Updated: 9 hours ago
"The Pilgrim's Progress" is a literary work from -
Created: 5 months ago
A
Renaissance period
B
Middle English period
C
The Neoclassical Period
D
Anglo-Saxon period
"The Pilgrim’s Progress" হলো John Bunyan-এর লেখা, সাহিত্যকর্মটি নিওক্লাসিক্যাল যুগের অন্তর্ভুক্ত।
The Pilgrim's Progress:
- ১৬৭৮ সালে লেখা John Bunyan এর The Pilgrim's Progress is a famous religious allegory prose.
- The Neoclassical Period এর অন্যতম সাহিত্যকর্ম এটি।
- এই religious allegory prose টি বিশদ ভাবে puritan religious outlook প্রকাশ করে।
- The work is a symbolic vision of the good man's pilgrimage through life.
- জনপ্রিয়তার দিক থেকে The Pilgrim's Progress সাধারণ পাঠকদের মধ্যে বাইবেলের পরে দ্বিতীয় ছিল।
- মুদ্রিত বই বা কপি সমূহের মধ্যে The Pilgrim's Progress এখন পর্যন্ত সব থেকে popular Christian allegory.
John Bunyan:
- তিনি জন্মগ্রহণ করেন 1628 সালে।
- Restoration period এর একজন স্বনামধন্য সাহিত্যিক তিনি।
- তিনি একাধারে English minister, preacher ও author.
Notable works:
- Grace Abounding,
- The Holy War,
- The Life and Death of Mr. Badman,
- The Pilgrim’s Progress.
Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

1
Updated: 5 months ago
What is the closest meaning of the word “Obloquy”?
Created: 2 days ago
A
High praise
B
Secret admiration
C
Kind encouragement
D
Public criticism and disgrace
Obloquy (noun) অর্থ হলো গণধিক্কার, সমালোচনা বা অপযশ যা সম্মান ও মর্যাদা কমায়।
-
ইংরেজি অর্থ:
-
Strong public criticism
-
Loss of respect and honour
-
-
বাংলা অর্থ: গণধিক্কার; নিন্দা; অপযশ
-
Synonyms: Insult (নিন্দা), Disgrace (সমালোচনা), Abuse (গালাগালি), Censure (তীর্যক মন্তব্য), Affront (অপমান করা)
-
Antonyms: Approval (অনুমোদন), Flattery (স্তাবকতা), Respect (সম্মান), Honor (সম্মান, মর্যাদা), Compliment (প্রশংসা)
-
উদাহরণ বাক্য:
-
It is a modern, sentimental fiction that always to ladle virtue over the working-class characters and obloquy over the rich ones.
-
I do not mean to suggest that these wide receivers are uniquely deserving of obloquy.
-
সঠিক অর্থ: Public criticism and disgrace

0
Updated: 2 days ago
Neither the students nor the teacher _________ happy with the classroom conditions.
Created: 7 hours ago
A
were
B
have been
C
was
D
were possibly
Complete sentence:
Neither the students nor the teacher was happy with the classroom conditions.
- Bangla Meaning: শিক্ষকও খুশি ছিলেন না, ছাত্ররাও শ্রেণিকক্ষের অবস্থায় সন্তুষ্ট ছিলেন না।
• Either...... or, Neither....nor, Not only....but also দ্বারা যুক্ত একাধিক subject-এর ক্ষেত্রে verb টি তার নিকটতম
subject অনুসারে বসে।
- অর্থাৎ, assertive sentence-এ or, nor, but also -এর পরে
singular subject থাকলে singular verb এবং plural subject থাকলে
plural verb বসবে।
- যেমন: Neither the teacher nor the students are
satisfied with the result.
- এখানে যেহেতু, শেষের অংশে
the students - Plural Noun, তাই
plural verb 'are' হবে।
• Structure:
- [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favour of the system.
- [Either/neither] + noun [or/nor] + plural noun + plural verb.
- Neither Rony nor his friends are going to the beach today.

0
Updated: 7 hours ago