অণুচক্রিকার প্রধান কাজ কী?
A
রক্তরস তৈরি
B
রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
C
রোগ প্রতিরোধ
D
অক্সিজেন পরিবহন
উত্তরের বিবরণ
রক্ত ঘন লাল রঙের এক ধরনের তরল পদার্থ যা একটি তরল যোজক টিস্যু হিসেবে কাজ করে। এর স্বাদ সামান্য ক্ষারধর্মী। রক্ত প্রধানত দুইটি উপাদান দিয়ে গঠিত— রক্তরস ও রক্তকণিকা।
রক্তকণিকা তিন প্রকারের হয়।
ক. লোহিত রক্তকণিকা (RBC)
-
রক্তের লাল রঙের জন্য লোহিত রক্তকণিকা দায়ী, কারণ এতে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে।
-
হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে তা দেহকোষে পৌঁছে দেয়।
-
এর আকার চাকতির মতো গোলাকার ও উভঅবতল (দুই পৃষ্ঠে খাদযুক্ত)।
-
পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস অনুপস্থিত।
-
এগুলো যকৃত ও অস্থিমজ্জায় তৈরি হয়।
খ. শ্বেত রক্তকণিকা (WBC)
-
আকারে লোহিত রক্তকণিকার তুলনায় বড়ো ও অনিয়মিত আকারের।
-
এতে নিউক্লিয়াস বিদ্যমান এবং এগুলো প্লীহা ও অস্থিমজ্জায় তৈরি হয়।
-
এরা রোগ-জীবাণুকে ধ্বংস করে দেহকে সুরক্ষা দেয়।
-
দেহকে রক্ষা করার কারণে শ্বেত রক্তকণিকাকে সৈনিকের সাথে তুলনা করা হয়।
গ. অণুচক্রিকা (Platelet)
-
আকারে লোহিত রক্তকণিকার চেয়ে ছোটো, দেখতে গোলাকার বা বৃত্তাকার।
-
এদের নিউক্লিয়াস থাকে না এবং সাধারণত গুচ্ছাকারে অবস্থান করে।
-
উৎপত্তি হয় লোহিত অস্থিমজ্জায়।
-
দেহের কোনো অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাই এদের প্লেটলেট বলা হয়।
অতিরিক্ত তথ্য: একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি ঘনমিলিমিটার রক্তে গড়ে প্রায় ৫০ থেকে ৬০ লাখ লোহিত রক্তকণিকা, ৫ হাজার থেকে ১০ হাজার শ্বেত রক্তকণিকা এবং ২ লাখ থেকে ৪ লাখ অণুচক্রিকা থাকে।

0
Updated: 9 hours ago
জোয়ার-ভাটা সংঘটিত হয়-
Created: 9 hours ago
A
পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণের ফলে
B
পৃথিবীর সাথে গ্রহ নক্ষত্রের আকর্ষণের ফলে
C
গ্রহ-নক্ষত্রের সাথে চন্দ্র ও সূর্যের আকর্ষণের ফলে
D
পৃথিবীর সাথে চন্দ্র ও সূর্যের আকর্ষণের ফলে
- পৃথিবীর সাথে চন্দ্র ও সূর্যের আকর্ষণের ফলে জোয়ার-ভাঁটা সংঘটিত হয়।
জোয়ার-ভাটা:
- মহাকর্ষ শক্তি এবং কেন্দ্রাতিগ শক্তির কারণে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় ব্যবধানে একই জায়গায় ফুলে ওঠে আবার অন্য সময় নেমে যায়। সমুদ্রের পানির এইরূপ ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে।
- সমুদ্রের একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার এবং দুইবার ভাটা সংঘটিত হয়।
- চন্দ্র অপেক্ষা সূর্য ২ কোটি ৬০ লক্ষ গুণ বড় এবং পৃথিবী অপেক্ষা সূর্য প্রায় ১৩ লক্ষ গুণ বড় হলেও পৃথিবী থেকে সূর্য গড়ে প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত এবং পৃথিবী থেকে চন্দ্র গড়ে প্রায় ৩৮.৪ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। এ কারণেই পৃথিবীর ওপর চন্দ্রের আকর্ষণ
উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 9 hours ago
নিচের কোনটি সবচেয়ে ছোট মান নির্দেশ করে?
Created: 1 day ago
A
পিকো
B
ফেমটো
C
ন্যানো
D
মাইক্রো
- ফেমটো = 10−15 যা সবচেয়ে ছোট মান নির্দেশ করে, কারণ এর সূচক সবচেয়ে বড় ঋণাত্মক (−15)।
উপসর্গ বা গুণিতক (Prefix):
- বিজ্ঞান বা পদার্থবিজ্ঞান চর্চা করার জন্য নানা কিছু পরিমাপ করতে হয়।
- কখনো হয়তো গ্যালাক্সির দৈর্ঘ্য মাপতে হয় (6 × 1024 m), আবার কখনো একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপতে হয় (1 × 10-15 m); দূরত্বের মাঝে এই বিশাল পার্থক্য মাপার জন্য সব সময়েই একই ধরনের সংখ্যা ব্যবহার করা বুদ্ধিমানের কাজ নয়, তাই আন্তর্জাতিকভাবে কিছু SI উপসর্গ বা গুণিতক (Prefix) তৈরি করে নেওয়া হয়েছে।
- এই গুণিতক থাকার কারণে একটা ছোট উপসর্গ লিখে অনেক বড় কিংবা অনেক ছোট সংখ্যা বোঝাতে পারা যায়।
- কিছু উপসর্গ নিচের টেবিলে দেখানো হয়েছে-


0
Updated: 1 day ago
যে তরঙ্গের জন্য জড় মাধ্যম প্রয়োজন হয় তাকে কী বলা হয়?
Created: 1 day ago
A
যান্ত্রিক তরঙ্গ
B
আলোক তরঙ্গ
C
বেতার তরঙ্গ
D
তাড়িতচুম্বকীয় তরঙ্গ
তরঙ্গ হলো এমন একটি পদার্থবিজ্ঞানিক ঘটনা যেখানে শক্তি একটি স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। তরঙ্গ বিভিন্ন প্রকারের হয়ে থাকে এবং তার প্রকার নির্ভর করে সঞ্চারণের জন্য মাধ্যমের প্রয়োজন এবং কণার স্পন্দনের দিকের ওপর।
-
যান্ত্রিক তরঙ্গ: যে তরঙ্গ সঞ্চারণের জন্য জড় মাধ্যমের প্রয়োজন, তাকে যান্ত্রিক তরঙ্গ বলা হয়।
-
তাড়িতচুম্বকীয় তরঙ্গ: যে তরঙ্গ সঞ্চারণের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তা তাড়িতচুম্বকীয় তরঙ্গ।
যান্ত্রিক তরঙ্গের মধ্যে কণার স্পন্দনের দিক অনুযায়ী দুটি ধরন থাকে:
-
অনুদৈর্ঘ্য তরঙ্গ: তরঙ্গ মাধ্যমের কণার স্পন্দনের দিকের সমান্তরালে অগ্রসর হয়।
-
উদাহরণ: শব্দ তরঙ্গ, স্প্রিং-এর তরঙ্গ।
-
-
অনুপ্রস্থ তরঙ্গ: তরঙ্গ মাধ্যমের কণার স্পন্দনের দিকের সাথে সমকোণে বা আড়াআড়ি অগ্রসর হয়।
-
উদাহরণ: আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ, পানির তরঙ্গ।
-
যেমন, পানির তরঙ্গে কণাগুলো উপরে-নিচে ওঠা-নামা করে, কিন্তু তরঙ্গ পানির পৃষ্ঠ বা তলের উপর দিয়ে সামনে ছড়িয়ে পড়ে।
-

0
Updated: 1 day ago