অণুচক্রিকার প্রধান কাজ কী? 

A

রক্তরস তৈরি

B

রক্ত জমাট বাঁধতে সাহায্য করা

C

রোগ প্রতিরোধ

D

অক্সিজেন পরিবহন

উত্তরের বিবরণ

img

রক্ত ঘন লাল রঙের এক ধরনের তরল পদার্থ যা একটি তরল যোজক টিস্যু হিসেবে কাজ করে। এর স্বাদ সামান্য ক্ষারধর্মী। রক্ত প্রধানত দুইটি উপাদান দিয়ে গঠিত— রক্তরসরক্তকণিকা

রক্তকণিকা তিন প্রকারের হয়।

ক. লোহিত রক্তকণিকা (RBC)

  • রক্তের লাল রঙের জন্য লোহিত রক্তকণিকা দায়ী, কারণ এতে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে।

  • হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে তা দেহকোষে পৌঁছে দেয়।

  • এর আকার চাকতির মতো গোলাকার ও উভঅবতল (দুই পৃষ্ঠে খাদযুক্ত)।

  • পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস অনুপস্থিত

  • এগুলো যকৃত ও অস্থিমজ্জায় তৈরি হয়।

খ. শ্বেত রক্তকণিকা (WBC)

  • আকারে লোহিত রক্তকণিকার তুলনায় বড়ো ও অনিয়মিত আকারের।

  • এতে নিউক্লিয়াস বিদ্যমান এবং এগুলো প্লীহা ও অস্থিমজ্জায় তৈরি হয়।

  • এরা রোগ-জীবাণুকে ধ্বংস করে দেহকে সুরক্ষা দেয়।

  • দেহকে রক্ষা করার কারণে শ্বেত রক্তকণিকাকে সৈনিকের সাথে তুলনা করা হয়।

গ. অণুচক্রিকা (Platelet)

  • আকারে লোহিত রক্তকণিকার চেয়ে ছোটো, দেখতে গোলাকার বা বৃত্তাকার।

  • এদের নিউক্লিয়াস থাকে না এবং সাধারণত গুচ্ছাকারে অবস্থান করে।

  • উৎপত্তি হয় লোহিত অস্থিমজ্জায়।

  • দেহের কোনো অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাই এদের প্লেটলেট বলা হয়।

অতিরিক্ত তথ্য: একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি ঘনমিলিমিটার রক্তে গড়ে প্রায় ৫০ থেকে ৬০ লাখ লোহিত রক্তকণিকা, ৫ হাজার থেকে ১০ হাজার শ্বেত রক্তকণিকা এবং ২ লাখ থেকে ৪ লাখ অণুচক্রিকা থাকে।

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

আর্কিমিডিসের সূত্র কোন অবস্থায় প্রযোজ্য? 

Created: 1 month ago

A

কেবল বায়ুর জন্য

B

কেবল কঠিন বস্তুর জন্য

C

কেবল সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর জন্য

D

তরল বা বায়ুতে নিমজ্জিত বস্তুর জন্য

Unfavorite

0

Updated: 1 month ago

বংশগতির বাহক জিনের রাসায়নিক কী দিয়ে তৈরি?

Created: 1 month ago

A

অ্যামিনো অ্যাসিড

B

কার্বোহাইড্রেট

C

ডিএনএ

D

ফ্যাটি অ্যাসিড

Unfavorite

0

Updated: 1 month ago

চোখের লেন্সের ধরণ কোনটি?

Created: 1 month ago

A

উত্তল

B

অবতল

C

দ্বি-উত্তল

D

 দ্বি-অবতল

Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD