সৈয়দ ওয়ালীউল্লাহ্র 'চাঁদের অমাবস্যা' উপন্যাসে কোন জীবনদর্শনের রূপায়ণ ঘটেছে?
A
মার্কসবাদ
B
বাস্তববাদ
C
অস্তিত্ববাদ
D
পরাবাস্তববাদ
উত্তরের বিবরণ
সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ (১৯৬৪) উপন্যাসে অস্তিত্ববাদী জীবনদর্শনের প্রতিফলন দেখা যায়। লেখক পাশ্চাত্য অস্তিত্ববাদী দর্শনকে আত্মস্থ করে উপন্যাসে ব্যক্তির অস্তিত্ব সংকট, মানসিক দ্বন্দ্ব, একাকীত্ব এবং জীবনের অর্থহীনতা তুলে ধরেছেন।
চেতনাপ্রবাহ শৈলীর মাধ্যমে নায়ক আরেফ আলীর মানসিক যাত্রা উপস্থাপন করা হয়েছে, যেখানে ব্যক্তি সমাজের বাইরে নিজের অস্তিত্ব ও স্বাধীনতার সন্ধান পান। সমালোচকরা এটিকে অস্তিত্ববাদী উপন্যাস হিসেবে চিহ্নিত করেছেন।
মূল বিষয়বস্তু ও বৈশিষ্ট্যসমূহ:
• নায়ক আরেফ আলী, একজন স্কুল মাস্টার, অপরাধমূলক ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মানসিক দ্বন্দ্ব ও অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যান।
• তার মনোগত ক্রিয়া-প্রতিক্রিয়া উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয়।
• মানসিক দ্বন্দ্ব, জীবনের অর্থহীনতা, একাকীত্ব এবং স্বাধীনতার অনুসন্ধান হলো অস্তিত্ববাদী দর্শনের মূল উপাদান।
• উপন্যাসে সামন্ত-সমাজ প্রভাবিত গ্রামীণ জীবনের অসঙ্গতি এবং মানুষের অন্তর্জীবনের জটিলতাও ফুটে উঠেছে।
• চেতনাপ্রবাহ শৈলীর মাধ্যমে ব্যক্তি, নৈতিক দ্বন্দ্ব এবং সমাজের সঙ্গে সম্পর্ক এর প্রশ্ন প্রকাশ পায়।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
• মার্কসবাদ: কিছু শ্রেণিবৈষম্যের উল্লেখ থাকলেও উপন্যাস মার্কসীয় দর্শনের উপর কেন্দ্রীভূত নয়।
• বাস্তববাদ: উপন্যাসে মানসিক ও অস্তিত্বগত অনুসন্ধান প্রাধান্য পায়; বাস্তববাদী নয়।
• পরাবাস্তববাদ: কিছু অদ্ভুত বা অপ্রাকৃতিক ঘটনা থাকলেও মূল দর্শন অস্তিত্ববাদী।

0
Updated: 9 hours ago
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ইংরেজি উপন্যাস কোনটি?
Created: 1 week ago
A
দি ফিউচার এশিয়া
B
দি মুন নাইট
C
দি নেকেড ট্রুথ
D
দি আগলি এশিয়ান
‘The Ugly Asian’ (দি আগলি এশিয়ান) — সৈয়দ ওয়ালীউল্লাহ
-
শিরোনাম: The Ugly Asian বা বাংলা অনুবাদে কদর্য এশীয়
-
প্রকৃতি: মৌলিক ইংরেজি উপন্যাস
-
প্রধান বিষয়: রাজনৈতিক উপন্যাস, মূলত তৃতীয় বিশ্বের দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক উৎকণ্ঠা প্রকাশ।
-
বিশেষ লক্ষণ: যদিও গল্পটি কল্পিত এশিয়ার দেশের কথা বলে, বাস্তবে পাঠকরা এটিকে বাংলাদেশের প্রেক্ষাপটের সঙ্গে সংযুক্ত করেন।
সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২–১৯৭১)
-
জন্মস্থান ও তারিখ: ১৫ আগস্ট ১৯২২, চট্টগ্রামের ষোলশহর, সৈয়দ বাড়ি
-
পিতা: সৈয়দ আহমদ উল্লাহ (সরকারি কর্মকর্তা)
-
বৈবাহিক জীবন: ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে বিবাহ; মেরি ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস লালসালু ফরাসিতে অনুবাদ করেন এবং পরে ইংরেজিতে Tree Without Roots নামে প্রকাশিত হয়
সৈয়দ ওয়ালীউল্লাহর সাহিত্যকর্ম
উপন্যাস:
-
লালসালু
-
চাঁদের অমাবস্যা
-
কাঁদো নদী কাঁদো
-
The Ugly Asian / কদর্য এশীয়
গল্পগ্রন্থ:
-
নয়নচারা
-
দুই তীর ও অন্যান্য গল্প
নাটক:
-
বহিপীর
-
তরঙ্গভঙ্গ
-
সুড়ঙ্গ
উল্লেখযোগ্য মন্তব্য:
-
The Ugly Asian কেবল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নয়, বরং সমগ্র তৃতীয় বিশ্বের রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা তুলে ধরে।
-
সৈয়দ ওয়ালীউল্লাহ এখানে একজন নতুন মাত্রার শিল্পী হিসেবে প্রকাশ পেয়েছেন।

0
Updated: 1 week ago