বাংলা একাডেমির 'আধুনিক বাংলা অভিধানে'র সম্পাদক কে?
A
আনিসুজ্জামান
B
আবু ইসহাক
C
মনসুর মুসা
D
জামিল চৌধুরি
উত্তরের বিবরণ
বাংলা একাডেমির অভিধান সংক্রান্ত বিভিন্ন তথ্য নির্দিষ্ট সম্পাদক ও লেখকদের নামসহ জানা গুরুত্বপূর্ণ। নিচে সংশ্লিষ্ট তথ্যগুলো তালিকাভুক্ত করা হলো।
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এর সম্পাদক: জামিল চৌধুরী
-
আমার অভিধান – প্রণেতা: আনিসুজ্জামান
-
বাংলা একাডেমি সমকালীন বাংলা ভাষার অভিধান এর সম্পাদক: আবু ইসহাক
-
বাংলায় প্রচলিত ইংরেজী শব্দের অভিধান – প্রণেতা: মনসুর মুসা ও মনোয়ার ইলিয়াস
বাংলা একাডেমির কিছু উল্লেখযোগ্য অভিধান ও তাদের সম্পাদক:
-
বাংলা একাডেমি ঐতিহাসিক অভিধান – মনজুরুর রহমান
-
বাংলা একাডেমি আঞ্চলিক ভাষার অভিধান – ড. মুহম্মদ শহীদুল্লাহ্
-
বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান – আহমদ শরীফ
-
মধ্যযুগের বাংলা ভাষার অভিধান – মোহাম্মদ আবদুল কাইউম
-
বাংলা একাডেমি বাংলা সাহিত্যকোষ – সেলিনা হোসেন ও নূরুল ইসলাম
0
Updated: 1 month ago
বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রথম কবে প্রকাশ করে?
Created: 2 months ago
A
১৯৮৭
B
১৯৯০
C
১৯৯২
D
১৯৯৬
প্রমিত বাংলা বানানের নিয়ম
-
প্রণয়নকারী সংস্থা: বাংলা একাডেমি
-
প্রণয়নের সাল: ১৯৯২
-
কমিটির সভাপতি: ড. আনিসুজ্জামান
প্রণয়নকারী সংস্থা: বাংলা একাডেমি
প্রণয়নের সাল: ১৯৯২
কমিটির সভাপতি: ড. আনিসুজ্জামান
প্রণয়নের প্রেক্ষাপট
-
বাংলা একাডেমি বানানের নিয়ম নির্ধারণে একটি কমিটি গঠন করে।
-
কমিটি বিশ্বভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয় ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যপুস্তক-প্রচলিত বানানরীতি সমন্বয় করে একটি অভিন্ন নিয়ম তৈরি করে।
-
সেটিই হয় “বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম”।
বাংলা একাডেমি বানানের নিয়ম নির্ধারণে একটি কমিটি গঠন করে।
কমিটি বিশ্বভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয় ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যপুস্তক-প্রচলিত বানানরীতি সমন্বয় করে একটি অভিন্ন নিয়ম তৈরি করে।
সেটিই হয় “বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম”।
প্রকাশনা
-
প্রথম প্রকাশ: ডিসেম্বর ১৯৯২
-
পরিমার্জিত সংস্করণ: জানুয়ারি ১৯৯৪
-
একই কমিটির সদস্য জামিল চৌধুরী এই নিয়ম অনুসরণ করে প্রণয়ন করেন বাংলা বানান-অভিধান (প্রকাশ: জুন, ১৯৯৪)।
প্রথম প্রকাশ: ডিসেম্বর ১৯৯২
পরিমার্জিত সংস্করণ: জানুয়ারি ১৯৯৪
একই কমিটির সদস্য জামিল চৌধুরী এই নিয়ম অনুসরণ করে প্রণয়ন করেন বাংলা বানান-অভিধান (প্রকাশ: জুন, ১৯৯৪)।
গুরুত্ব
-
বিভ্রান্তি এড়াতে বাংলাদেশের সমসাময়িক সাহিত্য, পাঠ্যপুস্তক, পত্র-পত্রিকা প্রভৃতিতে এই বানানকে ‘প্রমিত’ হিসেবে অনুসৃত হয়।
বিভ্রান্তি এড়াতে বাংলাদেশের সমসাময়িক সাহিত্য, পাঠ্যপুস্তক, পত্র-পত্রিকা প্রভৃতিতে এই বানানকে ‘প্রমিত’ হিসেবে অনুসৃত হয়।
0
Updated: 2 months ago
বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
Created: 3 months ago
A
১৯৫৫ খ্রি.
B
১৩৫৫ বঙ্গাব্দ
C
১৯৫২ খ্রি.
D
১৩৫২ বঙ্গাব্দ
বাংলা একাডেমি
বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো বাংলা একাডেমি।
এটি প্রতিষ্ঠিত হয় ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ, অর্থাৎ ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর, ঢাকার বর্ধমান হাউসে।
১৯৫৬ সালের ১ ডিসেম্বর মুহম্মদ এনামুল হক বাংলা একাডেমির প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব নেন।
এরপর ১৯৭২ সালে প্রফেসর মাযহারুল ইসলাম বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক হন।
একাডেমির প্রথম সভাপতি ছিলেন মাওলানা আঁকরাম খাঁ, যিনি ১৯৬১ সালে এই দায়িত্ব পালন করেন।
উৎস: বাংলাপিডিয়া ও বাংলা একাডেমির ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
Created: 2 weeks ago
A
১৯৬৫
B
১৯৫৫
C
১৯৪৫
D
১৯৭৫
0
Updated: 2 weeks ago