Satan's argument "I, a beast, became like man; you, a man, will become like God" is a form of:
A
Sound logic
B
A threat
C
Faulty reasoning
D
A prophecy
উত্তরের বিবরণ
জন মিল্টনের Paradise Lost-এ শয়তানের যুক্তি এক ক্লাসিক sophistry—অর্থাৎ চতুর কিন্তু ভ্রান্ত ও প্রতারণামূলক যুক্তি, যা মানুষকে প্রলুব্ধ করার উদ্দেশ্যে তৈরি। এই যুক্তি আসলে বৈধ বা সঠিক যুক্তি নয়, কারণ এটি মিথ্যা ও ভ্রান্ত তুলনার ওপর ভিত্তি করে গড়া।
-
এটি দাঁড়িয়েছে একটি ভুল পূর্বধারণার (false premise) ওপর: সাপ আসলে ফল খেয়ে কথা বলা ও যুক্তি করার ক্ষমতা পায়নি। বরং শয়তান নিজেই সাপকে অধিকার করে তার মাধ্যমে কথা বলছিল। অর্থাৎ পুরো কারণ-ফলাফলের গল্পটি ছিল শয়তানের তৈরি একটি কল্পনা।
-
এটি ব্যবহার করে একটি ভ্রান্ত উপমা (flawed analogy): শয়তান বোঝাতে চায়, যদি একটি পশু ফল খেয়ে মানুষের মতো হয়ে উঠতে পারে, তবে মানুষও ফল খেয়ে ঈশ্বরের মতো হয়ে উঠতে পারে। এই যুক্তি beast → man → God-এর মতো একটি আকর্ষণীয় ক্রম তৈরি করে, কিন্তু এর কোনো বাস্তব ভিত্তি নেই।
-
তাই এই যুক্তি প্রতারণামূলক: এটি যুক্তির কাঠামো ব্যবহার করে সত্যকে আড়াল করেছে।
-
এর উদ্দেশ্য ছিল ইভকে তার উচ্চাকাঙ্ক্ষা ও যুক্তিবোধের মাধ্যমে প্রলুব্ধ করা, অথচ এর ভিত ছিল সম্পূর্ণ মিথ্যা।

0
Updated: 9 hours ago
A speech of too many words is called -
Created: 2 weeks ago
A
A big speech
B
Maiden speech
C
An unimportant speech
D
A verbose speech
Verbose speech: শব্দে অতিরিক্ত এবং দীর্ঘ বক্তৃতাকে বলা হয় verbose speech।
-
Verbose (adjective) অর্থ: প্রয়োজনের চেয়ে বেশি শব্দ ব্যবহার করা।
-
বাংলায় অর্থ: বাগাড়ম্বরপূর্ণ, শব্দাড়ম্বরপূর্ণ।
-
উদাহরণ: a verbose speech / speaker / style – দীর্ঘ এবং অতিরিক্ত শব্দের বক্তৃতা বা ধরণ।
-
-
Maiden speech: পার্লামেন্টে একজন নবাগত সদস্যের প্রথম বক্তৃতাকে বলা হয় maiden speech।
-
ইংরেজিতে: First speech of a new member in parliament।
-
উৎস: Oxford Learner’s Dictionary

0
Updated: 2 weeks ago
'A Christmas Carol' is a _________ by Charles Dickens.
Created: 2 weeks ago
A
ballad
B
sketch story
C
historical novel
D
short novel
A Christmas Carol (Charles Dickens)
-
A Christmas Carol হলো চার্লস ডিকেন্সের লেখা একটি Novella (Short Novel)।
-
এটি প্রথম প্রকাশিত হয় 1843 সালে।
-
Novella বলতে বোঝায় ছোট উপন্যাস, যা Short Story-এর চেয়ে বড় এবং Full Novel-এর চেয়ে ছোট।
মূল চরিত্র
-
এই কাহিনীর নায়ক Ebenezer Scrooge, যিনি অত্যন্ত কৃপণ ও কঠোর স্বভাবের মানুষ।
-
তাঁকে তিনটি ভিন্ন ভিন্ন আত্মা (Ghost of Christmas Past, Present, Yet to Come) স্বপ্নে এসে শিক্ষা দেয় যে—
জীবনে সুখ আসে শুধু অর্থ-সম্পদে নয়, বরং উদারতা, দয়া ও মানবিকতায়।
প্রধান চরিত্রসমূহ
-
Ebenezer Scrooge
-
Jacob Marley
-
Bob Cratchit
-
Tiny Tim
-
Ghost of Christmas Past
-
Ghost of Christmas Present
-
Ghost of Christmas Yet to Come
-
Fred
-
Fezziwig
-
Mrs. Emily Cratchit
-
Martha Cratchit, ইত্যাদি।
লেখক পরিচিতি
-
Charles Dickens ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে পরিচিত।
-
তিনি “Boz” ছদ্মনামে লিখতেন।
তাঁর বিখ্যাত উপন্যাসসমূহ
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
উৎস: Britannica ও Live MCQ Lecture

0
Updated: 2 weeks ago
The Shepheardes Calender is a collection of:
Created: 1 month ago
A
Plays
B
Novels
C
Pastoral poems
D
Sonnets
The Shepheardes Calender হল একটি পাস্টোরাল কবিতার (Pastoral poems) সংকলন।
সংক্ষিপ্ত বিবরণ:
-
লেখক: Edmund Spenser
-
প্রকাশিত: ১৫৭৯
-
ধরণ: Pastoral poems (গ্রামীণ জীবন ও প্রকৃতি ভিত্তিক কবিতা)
-
বৈশিষ্ট্য:
-
মোট ১২টি কবিতা, প্রতিটি মাসকে উপস্থাপন করে
-
গ্রামীণ জীবন, মেষপালক, ঋতুর পরিবর্তন ও প্রকৃতির সৌন্দর্য চিত্রায়িত
-
প্রেম, ধর্ম ও নৈতিকতার বিষয়সমূহও ফুটে ওঠে
-
Edmund Spenser (1552–1599):
-
English poet, Renaissance-এর একজন প্রধান কবি
-
Long allegorical poem The Faerie Queene তার প্রধান কৃতিত্ব
-
Sonnets সংগ্রহ: Amoretti
-
তাকে বলা হয় poet of poets
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
The Faerie Queene
-
The Shepheardes Calender
-
Amoretti
-
Colin Clouts Come Home Again
-
Complaints
উত্তর: Pastoral poems

0
Updated: 1 month ago