ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?
A
১৫টি
B
১৭টি
C
১৪টি
D
১২টি
উত্তরের বিবরণ
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
বাংলাদেশের বিভাগসমূহ
বাংলাদেশ আটটি প্রধান প্রশাসনিক অঞ্চলে বিভক্ত যাদের বাংলায় বিভাগ হিসেবে অভিহিত করা হয়।
⇒ বাংলাদেশের ৮টি বিভাগে জেলার সংখ্যা:
- ঢাকা বিভাগে জেলার সংখ্যা: ১৩টি।
- চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা: ১১টি।
- খুলনা বিভাগে জেলার সংখ্যা: ১০টি।
- রাজশাহী বিভাগে জেলার সংখ্যা: ৮টি।
- রংপুর বিভাগে জেলার সংখ্যা: ৮টি।
- বরিশাল বিভাগে জেলার সংখ্যা: ৬টি।
- সিলেট বিভাগে জেলার সংখ্যা: ৪টি।
- ময়মনসিংহ বিভাগে জেলার সংখ্যা: ৪টি।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 2 months ago
বাংলাদেশ কত সালে বিশ্ব অলিম্পিক এসোসিয়েশনের সদস্য পদ লাভ করে?
Created: 1 week ago
A
১৯৭৫ সালে
B
১৯৭৬ সালে
C
১৯৭৭ সালে
D
১৯৮০ সালে
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন:
-
‘বাংলাদেশের জাতীয় অলিম্পিক কমিটি’ নামেও পরিচিত।
-
সদর দফতর: ঢাকা।
-
প্রতিষ্ঠিত: ১৯৭৬ খ্রিষ্টাব্দ।
-
১৯৮০ সালে বিশ্ব অলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে।
-
বর্তমানে ২৭টি জাতীয় ফেডারেশন ও সমিতি (অলিম্পিক ও অ-অলিম্পিক উভয়) অধিভুক্ত।
-
বাংলাদেশ প্রথমবার ১৯৭৬ সালে অলিম্পিকে অংশগ্রহণ করে।

0
Updated: 1 week ago
জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত?
Created: 1 month ago
A
সপ্তম
B
নবম
C
একাদশ
D
ত্রয়োদশ
জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান নবম।
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
উল্লেখ্য,
- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে UNFPA.
- সর্বশেষ ২০২৪ সালের রিপোর্ট অনুসারে, বাংলাদেশের অবস্থান ৮ম।
⇒ বাংলাদেশ:
- বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উত্তর পূর্ব অংশে অবস্থিত।
- বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে ভারতের ত্রিপুরা, মিজোরাম রাজ্য এবং মায়ানমারের পাহাড়ী এলাকা এবং দক্ষিণে বঙ্গোপসাগর।
- সাংবিধানিক নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ,
- আন্তর্জাতিক ডায়ালিং কোড: +৮৮০,
- আন্তর্জাতিক সময় অঞ্চল: বিএসটি (জিএমটি +৬ ঘণ্টা),
- জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন,
- জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ।
উৎস: UNFPA ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?
Created: 1 month ago
A
IDA credit-এর মাধ্যমে
B
IMF-এর bailout package-এর মাধ্যমে
C
প্রবাসীদের পাঠানাে remittance-এর মাধ্যমে
D
বিশ্ব ব্যাংকের budgetary support-এর মাধ্যমে
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) অন্যতম কাজ - সদস্য দেশগুলোর বাণিজ্য ঘাটতি দূর করণে ব্যবস্থা করা।
- বাণিজ্য ঘাটতি দূর করার জন্য IMF তার সদস্য দেশগুলোকে বড় আকারের ঋণ প্রদান করে থাকে (Bailout Package - এর মাধ্যমে)।
- বাংলাদেশও IMF এর সদস্য হিসাবে Bailout Package - এর মাধ্যমে ঋণ গ্রহণ করে বাণিজ্য ঘাটতি পূরণ করে থাকে।
উল্লেখ্য,
- প্রবাসীদের পাঠানাে remittance বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করে, কিন্তু পুরোপুরি ভারসাম্য আনতে পারে না।
উৎস: ব্রিটানিকা, OSMBA প্রোগ্রাম- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago