How did Satan sneak back into Eden?
A
As a bird
B
Through the main gate
C
As a mist rising from a river
D
By digging a tunnel
উত্তরের বিবরণ
Paradise Lost-এর Book IX-এর সূচনায় মিল্টন বর্ণনা করেছেন কীভাবে শয়তান, Book IV-এ ইডেন থেকে বিতাড়িত হওয়ার পর, সাত দিন ধরে পৃথিবী প্রদক্ষিণ করে অবশেষে পুনরায় উদ্যানের ভেতরে প্রবেশের উপায় খুঁজে পায়।
-
তাকে এমন একটি প্রবেশপথ খুঁজতে হতো যা স্বর্গদূত প্রহরীদের চোখ এড়িয়ে যাবে।
-
সে সুযোগ খুঁজে পায় যেখানে ইডেন থেকে একটি নদী প্রবাহিত হয়ে মাটির নিচ দিয়ে গিয়ে অন্যত্র আবার ভেসে ওঠে।
-
শয়তান সেই নদীর প্রবাহে লুকিয়ে প্রবেশ করে এবং জলধারার সঙ্গে সঙ্গে উদ্যানের ভেতরে ফিরে আসে।
-
মিল্টন লিখেছেন, “in with the river sunk, and with it rose / Satan, involved in rising mist”—অর্থাৎ, নদীর ভেতরে ডুবে গিয়ে সে আবার উঠল, উঠন্ত কুয়াশায় আবৃত হয়ে।
-
এই গোপন কৌশলে শয়তান সম্পূর্ণ অদৃশ্যভাবে উদ্যানের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়, যেন সে প্রাকৃতিক দৃশ্যেরই একটি অংশ।
-
ভেতরে ঢুকে, কুয়াশায় আচ্ছাদিত অবস্থায়, সে সাপকে খুঁজে বের করতে থাকে—যে প্রাণীর দেহে প্রবেশ করে ইভকে প্রলুব্ধ করার পরিকল্পনা করেছিল।

0
Updated: 9 hours ago
Which of the following best defines "Irony" in literature?
Created: 6 days ago
A
An expression or statement where the real meaning is concealed or contradicted
B
Compressed form of simile
C
Negative statement in order to emphasize a positive meaning
D
Character suddenly understands their mistake
Irony হলো এমন একটি প্রকাশ বা বক্তব্য যেখানে প্রকৃত অর্থ আড়ালে থাকে বা উল্টোভাবে প্রকাশ করা হয়। এটি প্রায়শই বক্তব্যকে আরও শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়, যেখানে প্রকাশিত অর্থের বিপরীত অর্থই বোঝানো হয়।
Irony
-
এটি এমন একটি statement, situation বা action, যার আংশিক বা পুরো অর্থ সরাসরি বোঝানো কথার বিপরীত।
-
অনেক সময় প্রশংসার আড়ালে নিন্দা বা নিন্দার আড়ালে প্রশংসা প্রকাশ করা হয়।
-
সহজভাবে বললে, এটি এমন বক্তব্য যা যা বলা হচ্ছে তার বিপরীত অর্থ বোঝায়।
উদাহরণ
-
Jane Austen-এর Pride and Prejudice নাটকের প্রথম বাক্য:
“It is a truth universally acknowledged, that a single man in possession of a good fortune, must be in want of a wife.” -
Samuel Coleridge-এর Rime of the Ancient Mariner-এও দেখা যায়: নাবিক তৃষ্ণার্ত হয়ে মারা যাচ্ছে অথচ চারপাশে পানি।
অন্য বিকল্পগুলো কেন নয়
-
Litotes: কোনো ইতিবাচক অর্থকে জোরদার করতে নেতিবাচক রূপে প্রকাশ।
-
Metaphor: সংক্ষিপ্ত রূপে তুলনা প্রকাশ করা, simile-এর বিকল্প।
-
Epiphany: চরিত্র হঠাৎ করে নিজের ভুল বুঝে ফেলা।

0
Updated: 6 days ago
His speech was so _______ that it left the audience spellbound.
Created: 1 week ago
A
eloquent
B
emulate
C
egregious
D
elusive
Correct Option: ক) eloquent
Reasoning:
-
বাক্যটি বোঝাচ্ছে বক্তার ভাষণ খুব প্রাঞ্জল ও প্রভাবশালী ছিল, যা শ্রোতাদের মুগ্ধ করেছে।
-
বাক্য অনুযায়ী, eloquent (“বাকপটু, প্রাঞ্জল”) সঠিক ফিট।
Other Options Analysis:
-
খ) emulate → অনুকরণ করা; বাক্যের সাথে মানায় না।
-
গ) egregious → চরম খারাপ; বাক্যের সাথে মিল নেই।
-
ঘ) elusive → ধরা বা বোঝা কঠিন; বাক্যের অর্থের সাথে যায় না।
Complete Sentence:
-
English: His speech was so eloquent that it left the audience spellbound.
-
Bangla: তার ভাষণ এতই প্রাঞ্জল ছিল যে শ্রোতারা মুগ্ধ হয়ে গেল।

0
Updated: 1 week ago
"To err is human, to forgive, divine" - Who quoted it?
Created: 1 week ago
A
Alexander Pope
B
William Shakespeare
C
John Dryden
D
Ben Jonson
Answer: Alexander Pope
Quote: "To err is human, to forgive, divine."
Source: An Essay on Criticism
An Essay on Criticism:
-
এটি একটি didactic poem (শিক্ষামূলক কবিতা)।
-
লেখা হয়েছে heroic couplets (দ্বিপদী ছন্দে)।
-
কবিতাটি Horace-এর Ars Poetica থেকে অনুপ্রাণিত।
-
কবিতায় সাহিত্য ও সমালোচনার নিয়ম, মানুষের দুর্বলতা এবং মানবিক গুণাবলীর গুরুত্ব তুলে ধরা হয়েছে।
Alexander Pope:
-
ইংরেজি সাহিত্যের প্রখ্যাত epigrammatic poet।
-
Augustan Age এর কবি ও ব্যঙ্গরচয়িতা।
-
তাকে বলা হয় ‘Mock Heroic Poet’।
-
কবিতায় জটিল বিষয়বস্তু এবং সুরুচিপূর্ণ ভাষার ব্যবহার লক্ষ্য করা যায়।
Notable Works:
-
An Essay on Criticism
-
The Rape of the Lock
-
The Dunciad
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Windsor-Forest
Famous Quotes by Pope:
-
"A little learning is a dangerous thing."
-
"To err is human, to forgive, divine."
-
"Fools rush in where angels fear to tread."
-
"Blessed is the man who expects nothing, for he shall never be disappointed."
-
"Hope springs eternal in the human breast."
-
"The proper study of mankind is man."

0
Updated: 1 week ago