What is the first thing that shocks Eve about the serpent?
A
Its size
B
Its ability to speak
C
Its color
D
Its speed
উত্তরের বিবরণ
জন মিল্টনের Paradise Lost-এ ইভ প্রথমে বিস্মিত হন সাপের কথা বলার ক্ষমতা দেখে। Book IX-এ শয়তান যখন সাপের দেহে প্রবেশ করে ইভের কাছে আসে, তখন সে প্রথমেই তাকে চাটুকারিতা করতে শুরু করে। ইভ হতবাক হয়ে যান এই ভেবে যে, “Language of man pronounced / By tongue of brute, and human sense expressed?”—অর্থাৎ, একটি নির্বাক প্রাণী কীভাবে মানুষের মতো ভাষা ও জ্ঞান প্রকাশ করতে পারে।
-
ইভ জানতেন যে, ইডেন উদ্যানের প্রাণীরা নির্বাক, তাই সাপের মুখে মানুষের ভাষা শোনা ছিল তার কাছে এক অভূতপূর্ব ও বিস্ময়কর ঘটনা।
-
তার বিস্ময় ফুটে ওঠে যখন তিনি প্রশ্ন করেন, “cam’st thou speakable of mute?”—মানে, তুমি কীভাবে নির্বাক থেকে কথা বলার যোগ্য হয়ে উঠলে?
-
এই অলৌকিক ক্ষমতাই প্রথমে ইভের দৃষ্টি আকর্ষণ করে এবং তার কৌতূহল জাগায়।
-
সাপ ব্যাখ্যা করে যে, একটি বিশেষ ফল খেয়ে সে ভাষা ও বুদ্ধির ক্ষমতা অর্জন করেছে।
-
এই দাবি ইভকে ধীরে ধীরে Tree of Knowledge-এর দিকে টেনে নিয়ে যায় এবং তাকে প্রলোভনের জন্য প্রস্তুত করে।

0
Updated: 9 hours ago
'Portia' is a character from-
Created: 4 weeks ago
A
Hamlet
B
The Tempest
C
The Merchant of Venice
D
Othello
‘The Merchant of Venice’ এবং তার চরিত্র ‘Portia’
• The Merchant of Venice:
-
উইলিয়াম শেকসপিয়ার রচিত একটি কমেডি নাটক।
-
গল্পের কেন্দ্রে রয়েছে একজন ইহুদি সুদখোর Shylock এবং একজন বণিক Antonio।
-
Shylock একজন অর্থঋণদাতা (moneylender)।
-
নাটকটি পাঁচটি অঙ্ক (five acts) নিয়ে গঠিত।
-
এটি ১৫৯৬-৯৭ সালের দিকে লেখা হয়।
• প্রধান চরিত্রসমূহ:
-
Antonio: ভেনিসের একজন বণিক
-
Shylock: ইহুদি অর্থঋণদাতা
-
Portia: প্রধান নারী চরিত্র / নায়িকা
-
Bassanio
-
Jessica, ইত্যাদি
• উইলিয়াম শেকসপিয়ার (William Shakespeare):
-
জন্ম Stratford-upon-Avon এ।
-
তিনি একজন ইংরেজি কবি, নাট্যকার ও অভিনেতা।
-
তাকে ইংরেজি জাতীয় কবি বলা হয়।
-
‘Bard of Avon’ উপাধিতে পরিচিত।
-
তাকে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করা হয়।
• উল্লেখযোগ্য রচনা:
Tragedy (ট্রাজেডি):
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy (কমেডি):
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
The Merchant of Venice
-
A Midsummer Night's Dream
Source:
-
Britannica
-
An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman

0
Updated: 4 weeks ago
Which sentence uses "Splendid" correctly?
Created: 4 weeks ago
A
The splendid weather ruined our picnic.
B
The splendid decorations made the hall look magnificent.
C
That splendid of mistake cost us the game.
D
His splendid made the room dark.

0
Updated: 4 weeks ago
The 'Poet Laureate' is -
Created: 1 month ago
A
A classical poet
B
The best poet of the country
C
A winner of the Nobel Prize in poetry
D
The Court Poet of England
সঠিক উত্তর: ঘ) the Court Poet of England.
• Poet Laureate:
- This title first granted in England in the 17th century for poetic excellence.
- যিনি এই উপাধি লাভ করেন, তিনি ব্রিটিশ রাজপরিবারের একজন বেতনভুক্ত সদস্য হন, যদিও বর্তমানে তাঁর নির্দিষ্ট কোনো কবিতা-সংক্রান্ত দায়িত্ব নেই।
- "Poet Laureate" হচ্ছেন একটি দেশের সরকার-নিযুক্ত সরকারি কবি। ব্রিটেনে, যিনি এই উপাধি পান, তিনি বাকি জীবনের জন্য সরকারের পক্ষ থেকে সম্মানসূচক বেতন পান।
- ব্রিটেনে Poet Laureate পদটি ধারাবাহিকতার দিক থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর সূচনা হয় ১৬১৬ সালে, যখন King James I, Ben Jonson কে একটি পেনশন প্রদান করেন।
• যুক্তরাষ্ট্রে ১৯৩৬ সালে এ ধরনের একটি পদ সৃষ্টি করা হয়, এবং বিশ্বের অনেক দেশেই একজন "Poet Laureate" বা জাতীয় কবির সমপর্যায়ের পদে কাউকে নিযুক্ত করা হয়।

0
Updated: 1 month ago