Adam finally allows Eve to go because he trusts her:
A
Strength
B
Innocence
C
Free will
D
Promise to return
উত্তরের বিবরণ
জন মিল্টনের Paradise Lost-এর Book IX-এ দেখা যায়, ইভ একা কাজ করার প্রস্তাব দিলে আদম প্রথমে তাতে সম্মতি দেন না। তিনি ভয় পান যে, ইভ সেই “malicious Foe”-এর কবলে পড়তে পারেন, যাঁর বিষয়ে তাদের সতর্ক করা হয়েছিল। তবে দীর্ঘ বিতর্কের পর আদম শেষ পর্যন্ত রাজি হন। তিনি রাজি হন না ইভের শক্তি বা নির্দোষিতায় আস্থা রেখে, বরং তার স্বাধীন ইচ্ছার (free will) প্রতি সম্মান দেখিয়ে।
-
আদমের শেষ বক্তৃতায় তার যুক্তি স্পষ্ট হয়। তিনি ব্যাখ্যা করেন যে, ঈশ্বর মানুষকে স্বাধীন ইচ্ছার অধিকার দিয়ে সৃষ্টি করেছেন: “But God left free the Will, for what obeys / Reason, is free; and Reason he made right” (Book IX, lines 351-352)।
-
তিনি বুঝতে পারেন, জোর করে ইভকে থামিয়ে রাখা মানে হবে তার মৌলিক স্বাধীন সত্তাকে অস্বীকার করা।
-
আদম মনে করেন, যদি আনুগত্য জোরপূর্বক আদায় করা হয়, তবে তা প্রকৃত আনুগত্য নয়।
-
তিনি ইভকে বলেন, “Go; for thy stay, not free, absents thee more” (Book IX, line 372)। অর্থাৎ, ইভ যদি অনিচ্ছা সত্ত্বেও তার পাশে থাকেন, তবে তিনি শারীরিকভাবে কাছেই থাকবেন বটে, কিন্তু আত্মিকভাবে অনুপস্থিত থাকবেন।
-
তাই আদম তাকে যেতে দেন এবং দায়িত্ব তুলে দেন তার নিজের ঈশ্বরপ্রদত্ত স্বাধীন ইচ্ছা ও গুণের উপর, যাতে সে প্রলোভনের মুখে টিকে থাকতে পারে।
-
এই সিদ্ধান্ত আসলে ইভের স্বায়ত্তশাসন (autonomy) স্বীকার করার এক প্রকাশ, যা তাদের ইডেনের অস্তিত্বের মৌলিক নীতির অংশ।

0
Updated: 9 hours ago
What change in Darcy impresses Elizabeth most at Pemberley?
Created: 2 weeks ago
A
His new wealth
B
His politeness and humility
C
His dislike for Wickham
D
His sympathy for Collins
Elizabeth অবাক হয় দেখে Darcy কীভাবে Gardiner পরিবারকে ভদ্রভাবে গ্রহণ করছে। Mrs. Reynoldsও Darcy-কে দয়ালু বলে বর্ণনা করেন। এখানে Darcy আর আগের অহংকারী মানুষ নয়, বরং বিনয়ী ও উদার। এই পরিবর্তন Elizabeth-কে প্রভাবিত করে। Austen দেখাতে চান—ভালোবাসা ও সম্পর্কের জন্য আত্মসংশোধন জরুরি।

0
Updated: 2 weeks ago
What is a common theme in Elegy?
Created: 6 days ago
A
Celebration of nature
B
The triumph of love
C
The glory of war
D
The mourning for death
Elegy হলো এক ধরনের গীতিকবিতা, যার মূল উদ্দেশ্য হলো কোনো ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করা বা কোনো মর্মান্তিক ঘটনার জন্য বিলাপ করা। সাধারণত এতে গভীর ভাবগাম্ভীর্য থাকে এবং এটি ধীর ও শোকপূর্ণ সুরে লেখা হয়।
-
সংজ্ঞা: A lyric poem mourning for death of an individual or lamenting over a tragic event is called Elegy.
-
এটি প্রিয়জনের মৃত্যুর শোক প্রকাশ দিয়ে শুরু হয়।
-
সাধারণত এর প্রকৃতি meditative এবং স্বরভঙ্গি grave হয়।
-
সমাপ্তিতে বক্তা প্রায়ই সান্ত্বনা ও শান্তনা খোঁজার চেষ্টা করেন।
English literature-এর বিখ্যাত elegy:
-
In Memoriam — Alfred Tennyson
-
Lycidas — John Milton
-
Adonais — P. B. Shelley
-
Elegy Written in a Country Churchyard — Thomas Gray
Lycidas (John Milton):
-
এটি একটি শোকগাথা, যা কবি তাঁর বিশ্ববিদ্যালয়ের বন্ধু বা সহপাঠীর জাহাজডুবিতে মৃত্যুর প্রেক্ষিতে রচনা করেছিলেন।
অতএব, Elegy কেবল শোক প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মৃত্যু, হারানো এবং জীবনের ক্ষণস্থায়ীতার ওপর গভীর দার্শনিক চিন্তাধারার প্রতিফলনও ঘটায়।
Source:

0
Updated: 6 days ago
There is _____ sugar in the kitchen.
Created: 2 weeks ago
A
many
B
a little
C
a many
D
a few
Topic: Use of Little / A little / The little
Example (Fill in the blanks)
-
There is a little sugar in the kitchen. ✅
Rule
-
Uncountable noun এর সাথে ব্যবহৃত হয়: little, a little, much, less...than ইত্যাদি।
-
যেমন: sugar একটি uncountable noun, তাই এখানে a little বসবে।
Difference
-
Little → নেই বললেই চলে (Negative sense)
-
Example: There is little water in the glass. (পানি নেই বললেই চলে)
-
-
A little → আছে, তবে খুব অল্প (Positive sense)
-
Example: There is a little sugar in the kitchen. (চিনি আছে কিন্তু অল্প)
-
-
The little → যতটুকু আছে, সবটুকুই
-
Example: The little knowledge he has is adequate to pass the test.
-
Extra Note
-
Few / A few / The few সবসময় Plural Countable Noun এর সাথে বসে।

0
Updated: 2 weeks ago