Eve argues that their virtue is meaningless without a-
A
Reward
B
Test
C
Witness
D
Follower
উত্তরের বিবরণ
জন মিল্টনের মহাকাব্য Paradise Lost-এ একটি গুরুত্বপূর্ণ দার্শনিক দিক হলো ইভের যুক্তি যে, চ্যালেঞ্জ বা পরীক্ষার অভাব থাকলে প্রকৃত গুণ (virtue) অর্থহীন হয়ে পড়ে। এই আলোচনা Book IX-এর একটি কেন্দ্রীয় মুহূর্ত, যা ইভের শয়তান কর্তৃক প্রলোভনের পূর্বে ঘটে। সেখানে ইভ আদমকে উদ্দেশ্য করে বলেন: “And what is faith, love, virtue unassayed / Alone, without exterior help sustained?” (Book IX, lines 335-336)।
-
ইভের যুক্তি অনুযায়ী, যদি তাদের বিশ্বাস (faith), প্রেম (love) এবং গুণ (virtue) কখনো “assayed” বা পরীক্ষিত না হয়, তবে সেগুলো প্রকৃত গুণ নয়; বরং তা কেবল অন্ধ আনুগত্য মাত্র।
-
তিনি মনে করেন, প্রকৃত গুণ হলো প্রলোভনের মুখে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে সঠিককে বেছে নেওয়া।
-
যদি পরীক্ষার সুযোগই না থাকে, তবে তাদের গুণ কেবল ইডেন উদ্যানের নিরাপদ আশ্রয়ে গড়ে ওঠা এক ধরণের কৃত্রিম অবস্থা মাত্র।
-
এই দৃষ্টিভঙ্গি মিল্টনের স্বাধীন ইচ্ছা (free will) ধারণাকে তুলে ধরে, কারণ প্রকৃত ভক্তি তখনই অর্থবহ হয় যখন তা বিকল্প থাকার পরও সচেতনভাবে বেছে নেওয়া হয়।
-
তাই ইভের বক্তব্য ইঙ্গিত করে যে, গুণের প্রকৃত স্বকীয়তা ও দৃঢ়তা প্রমাণের জন্য পরীক্ষার উপস্থিতি অপরিহার্য।

0
Updated: 9 hours ago
In Book X of Paradise Lost, what are the two primary punishments God pronounces specifically upon Eve for her act of disobedience?
Created: 9 hours ago
A
She will be banished from the Garden of Eden and must work the soil
B
Her beauty will fade and she will be eternally at war with the Serpent
C
She will suffer great pain in childbirth and be subject to her husband's rule
D
She will lose her ability to speak with angels and will die immediately
Paradise Lost-এর Book X-এ আদম ও ইভের অবাধ্যতার পর ঈশ্বর উদ্যানের কাছে এসে বিচার দেন। যদিও তাদের উভয়ের জন্য কিছু সাধারণ ফলাফল আছে—যেমন মরণশীলতা এবং প্যারাডাইস থেকে বহিষ্কার—তবুও ঈশ্বর প্রতিটি দোষীর জন্য পৃথক শাস্তি দেন।
-
ইভের শাস্তি:
-
সন্তান প্রসবের যন্ত্রণা:
-
ঈশ্বর বলেন: “I will greatly multiply / Thy sorrow and thy conception; in sorrow / Thou shalt bring forth Children.”
-
এর অর্থ, জীবনের সৃষ্টির আনন্দ এখন তীব্র যন্ত্রণার সঙ্গে যুক্ত।
-
-
স্বামীর অধীনে জীবন:
-
তিনি আরও বলেন: “…and to thy Husband's will / Thine shall submit, he over thee shall rule.”
-
এর মাধ্যমে মানুষের সঙ্গে মহিলার নতুন স্তরবিন্যাসমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়, যা ইডেনে তাদের সমান অংশীদারিত্বের জায়গা নেয়।
-
-
-
অন্যান্য বিকল্পগুলো ভুল, কারণ সেগুলো হয় শাস্তির ভুল বর্ণনা বা অন্যের জন্য নির্ধারিত শাস্তি ইভের সাথে মিলিয়ে দেখানো হয়েছে।
-
উদাহরণস্বরূপ, মাটি চাষ করার শাস্তি ( “cursed is the ground for thy sake; ... In the sweat of thy Face shalt thou eat Bread” ) হলো আদমের জন্য।
-
সাপের সঙ্গে বৈরিতা হলো মূলত সাপের শাস্তি, যদিও এতে ইভের বংশধরের (“seed”) ভূমিকা আসে।
-

0
Updated: 9 hours ago
The Romantic Period began with the publication of -
Created: 6 days ago
A
Lyrical Ballads
B
Biographia Literaria
C
The Rime of the Ancient Mariners
D
Pride and Prejudice
Romantic Period ইংরেজি সাহিত্যে ১৭৯৮ সাল থেকে ১৮৩২ সাল পর্যন্ত সময়কালকে নির্দেশ করে। এই যুগের সূচনা ঘটে ১৭৯৮ সালে William Wordsworth এবং Samuel Taylor Coleridge-এর যৌথ প্রকাশনা Preface to Lyrical Ballads-এর মাধ্যমে।
Lyrical Ballads:
-
এটি একটি poetry collection।
-
প্রথম প্রকাশ: ১৭৯৮
-
Romantic period-এর সূচনা এই কাব্যগ্রন্থের প্রকাশের মাধ্যমে।
-
Romantic কবিতার সংকলন হিসেবে পরিচিত।
-
প্রকাশিত কবিতাগুলো বিষয়বস্তুর দিক দিয়ে সরল এবং শব্দ ব্যবহারে উচ্চাঙ্গ নয়।
-
অর্থাৎ, কবিতাগুলো অলংকারবিহীন এবং কৃত্রিমতা-মুক্ত।
-
সাধারণ মানুষের মুখে প্রচলিত ভাষা ব্যবহার করা হয়েছে।
-
কাব্যগ্রন্থে মোট ২৩টি কবিতা রয়েছে, যার মধ্যে ১৯টি রচনা করেছেন William Wordsworth এবং ৪টি Samuel Taylor Coleridge।
Source:

0
Updated: 6 days ago
How does Hamlet attempt to confirm his uncle Claudius's guilt for the murder of his father?
Created: 3 weeks ago
A
He hires a spy to follow Claudius.
B
He forges a letter that details the crime.
C
He has a group of traveling actors perform a play reenacting the murder.
D
He confronts Claudius directly in front of Gertrude
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
To confirm his uncle Claudius's guilt, Hamlet devises a clever plan using a troupe of traveling actors who have arrived at Elsinore. He names their play "The Mousetrap," which includes a scene that mirrors exactly how the ghost of his father described being murdered.
Hamlet’s goal is to observe Claudius's reaction, believing that if his uncle is guilty, he will display signs of distress. He instructs his trusted friend Horatio to watch Claudius closely during the performance.
As the actors enact a king being poisoned in the ear while sleeping in the garden, Claudius becomes visibly agitated, rises, and abruptly leaves the room. This reaction confirms Hamlet’s suspicions, proving that the ghost was truthful and that Claudius indeed murdered his father.

0
Updated: 3 weeks ago