বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
A
নীল নদ
B
ইয়াংসিকিয়াং
C
সিন্ধু নদী
D
হোয়াংহো
উত্তরের বিবরণ
নীল নদ হলো বিশ্বের দীর্ঘতম নদী, যা আফ্রিকার নদীগুলোর জনক হিসেবে পরিচিত এবং উত্তর-পূর্ব আফ্রিকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে মিশেছে।
-
দৈর্ঘ্য: প্রায় ৬,৬৫০ কিলোমিটার (৪,১৩২ মাইল)।
-
নীল অববাহিকায় অন্তর্ভুক্ত দেশসমূহ: তানজানিয়া, বুরুন্ডি, রুয়ান্ডা, গণতান্ত্রিক কঙ্গো, কেনিয়া, উগান্ডা, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, সুদান এবং মিশর।
-
সর্বাধিক দূরবর্তী উৎস: কাগেরা নদী, যা বুরুন্ডিতে অবস্থিত।
অন্যদিকে:
-
হোয়াংহো নদী: চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী এবং বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম নদী, দৈর্ঘ্য ৫,৪৬৪ কিলোমিটার। উৎপত্তি কুনলুন পর্বত থেকে এবং দক্ষিণ চীন সাগরে পতিত হয়েছে।
-
সিন্ধু নদী: উৎপত্তি তিব্বতের মালভূমি থেকে এবং আরব সাগরে পতিত হয়েছে।

0
Updated: 9 hours ago
সুরমা ও কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়েছে?
Created: 1 month ago
A
আজমিরীগঞ্জ
B
ভৈরববাজার
C
গোয়ালন্দ
D
ভিটগড়
মেঘনা নদী:
- মেঘনা বাংলাদেশের সবচেয়ে প্রশস্ততম নদী।
- মেঘনার উৎপত্তি: আসামের লুসাই পাহাড় হতে বরাক নদী নামে।
- বাংলাদেশে প্রবেশ: সুরমা ও কুশিয়ারা নামে সিলেট জেলা দিয়ে ।
- সুরমা ও কুশিয়ারা মিলিত হয়েছে আজমিরীগঞ্জে এবং নামধারণ করেছে কালনী।
- কালনী ও পুরাতন ব্রহ্মপুত্রের মিলিত স্রোতের নাম: মেঘনা (ভৈরববাজার)।
- উপনদী: ব্রহ্মপুত্র, গোমতী, শীতলক্ষা, ধলেশ্বরী, ডাকাতিয়া।

0
Updated: 1 month ago