’Transparency International’ কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা?
A
জাপান
B
কানাডা
C
যুক্তরাষ্ট্র
D
জার্মানি
উত্তরের বিবরণ
Transparency International হল জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা, যা বিশ্বব্যাপী দুর্নীতি মোকাবেলায় কাজ করে।
-
সংস্থার পূর্ণরূপ Transparency International (TI)।
-
প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে।
-
সংস্থার প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
-
সদর দপ্তর: বার্লিন, জার্মানি।
-
১৯৯৫ সাল থেকে প্রতি বছর সংস্থা বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (Corruption Perceptions Index - CPI) প্রকাশ করে আসছে।
0
Updated: 1 month ago
Asia-Pacific Economic Cooperation (APEC) কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
১৯৮৮ সাল
B
১৯৮৯ সাল
C
১৯৮৭ সাল
D
১৯৮৩ সাল
APEC (Asia-Pacific Economic Cooperation)
APEC হলো এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা জোট, যা সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং শুল্কমুক্ত বাণিজ্য এলাকা গড়ে তোলার উদ্দেশ্যে গঠিত।
মূল তথ্যসমূহ:
-
ধারণার প্রকাশ: ৩১ জানুয়ারি ১৯৮৯, কোরিয়ার সিউলে, অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বব হক।
-
প্রতিষ্ঠাকাল: ৬ নভেম্বর ১৯৮৯।
-
প্রতিষ্ঠার স্থান: ক্যানবেরা, অস্ট্রেলিয়া।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ সংখ্যা: ১২টি।
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ২১টি।
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: ১৯৮৯, ক্যানবেরা, অস্ট্রেলিয়া।
-
সদরদপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
0
Updated: 1 month ago
European Free Trade Association কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
১৯৫২ সালে
B
১৯৬০ সালে
C
১৯৬৬ সালে
D
১৯৪৮ সালে
EFTA হলো ইউরোপের একটি আঞ্চলিক বাণিজ্য সংস্থা, যা সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে গঠিত হয়েছে।
-
পূর্ণরূপ: European Free Trade Association
-
প্রতিষ্ঠা: ১৯৬০ সালে
-
সদর দপ্তর (সেক্রেটারিয়েট): জেনেভা, সুইজারল্যান্ড
-
অফিস: ব্রাসেলস ও লুক্সেমবার্গে
-
বর্তমান সদস্য সংখ্যা: ৪টি (সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী)
-
সদস্য দেশ: আইসল্যান্ড, লিচেস্টেন, নরওয়ে ও সুইজারল্যান্ড
অতিরিক্তভাবে বলা যায়, EFTA সদস্য রাষ্ট্রগুলো ইউরোপীয় ইউনিয়নের (EU) বাইরের দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করে, যা বৈশ্বিক বাজারে তাদের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করে।
0
Updated: 1 month ago
গ্রিন ক্লাইমেট ফান্ড কোন সংস্থার অধীনে গঠিত?
Created: 1 month ago
A
UNESCO
B
UNFCCC
C
UNEP
D
UNDP
Green Climate Fund (GCF)
প্রতিষ্ঠা: ২০১০, কপ-১৬ সম্মেলনে (মেক্সিকো, কানকুন)
উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর সহায়তা করা
সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
উল্লেখযোগ্য বিষয়:
কপ-১৫ সম্মেলনে GCF গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়
লক্ষ্য: প্রতি বছরে ১০০ বিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহ করা
0
Updated: 1 month ago