’Transparency International’ কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা?
A
জাপান
B
কানাডা
C
যুক্তরাষ্ট্র
D
জার্মানি
উত্তরের বিবরণ
Transparency International হল জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা, যা বিশ্বব্যাপী দুর্নীতি মোকাবেলায় কাজ করে।
-
সংস্থার পূর্ণরূপ Transparency International (TI)।
-
প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে।
-
সংস্থার প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
-
সদর দপ্তর: বার্লিন, জার্মানি।
-
১৯৯৫ সাল থেকে প্রতি বছর সংস্থা বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (Corruption Perceptions Index - CPI) প্রকাশ করে আসছে।

0
Updated: 9 hours ago
বুদ্ধগয়া কোন ধর্মের সঙ্গে সম্বন্ধযুক্ত?
Created: 3 weeks ago
A
জৈনধর্ম
B
শিখধর্ম
C
বৌদ্ধধর্ম
D
ইহুদি ধর্ম
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
গৌতম বুদ্ধ ও বুদ্ধগয়া
-
ব্যক্তিগত নাম: সিদ্ধার্থ
-
জন্ম: খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ-৪র্থ শতাব্দী, লুম্বিনী, নেপালের কপিলাবস্তু অঞ্চলে
-
ধর্ম: বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা
বুদ্ধ উপাধির অর্থ
-
একজন আলোকিত সত্তা, যিনি অজ্ঞতার ঘুম থেকে জেগে ওঠেন এবং যন্ত্রণা থেকে মুক্তি পান।
গুরুত্বপূর্ণ স্থানসমূহ
-
বুদ্ধগয়া: বুদ্ধের দিব্যজ্ঞান লাভের স্থান
-
সারনাথ: গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে চিন্তাভাবনা করেন; ভারতের বারানাশি থেকে ১৩ কিমি উত্তর-পূর্বে অবস্থিত
-
কুশিনারা: বুদ্ধের মৃত্যুস্থান, মাল্লা প্রজাতন্ত্র, মগধ রাজ্যে
-
তক্ষশীলা: পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান
উৎস: Britannica

0
Updated: 3 weeks ago
'Earth Hour' কোন সংস্থা দ্বারা আয়োজিত হয়?
Created: 1 week ago
A
UNEP
B
WWF
C
IUCN
D
IPCC
Earth Hour
সংস্থা: WWF (World Wide Fund for Nature)
উদ্দেশ্য: পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
মূল বৈশিষ্ট্য:
-
বিশ্বব্যাপী উদ্যোগ, যেখানে মানুষ, সম্প্রদায় ও ব্যবসায় এক ঘণ্টার জন্য অপ্রয়োজনীয় আলো ও বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে পরিবেশ সুরক্ষার বার্তা দেয়।
-
প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার পালিত হয়।
-
প্রথম Earth Hour অনুষ্ঠিত হয় ৩১ মার্চ ২০০৭, সিডনি, অস্ট্রেলিয়ায়, যেখানে ২২ লক্ষের বেশি মানুষ অংশগ্রহণ করেছিলেন।
-
২০২৫ সালে Earth Hour অনুষ্ঠিত হবে ২৯ মার্চ, রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত।
লক্ষ্য: শক্তি সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধি।

0
Updated: 1 week ago
"Clean Development Mechanism" নিম্নের কোন চুক্তির অংশ?
Created: 3 weeks ago
A
প্যারিস জলবায়ু চুক্তি
B
কিয়োটো প্রোটোকল
C
রটারডাম কনভেনশন
D
কার্টাগেনা প্রোটোকল
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
কিয়োটো চুক্তি
কিয়োটো প্রটোকল (Kyoto Protocol)
-
সংজ্ঞা: কিয়োটো প্রটোকল হলো জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় শিল্পোন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাসের (GHG) নির্গমন হ্রাসে বাধ্যতামূলক করা আন্তর্জাতিক চুক্তি।
-
স্বাক্ষরিত: ১১ ডিসেম্বর, ১৯৯৭
-
কার্যকর: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
-
স্থান: কিয়োটো, জাপান
-
স্বাক্ষরকারী দেশ: ৮৩টি
-
অনুমোদনকারী দেশ: ১৯২টি
লক্ষ্য ও উদ্দেশ্য
-
গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস:
-
প্রোটোকলের অধীনে শিল্পোন্নত দেশগুলোকে নির্দিষ্ট হারে GHG নির্গমন হ্রাসের লক্ষ্য দেওয়া হয়েছে।
-
নীতি: “common but differentiated responsibility and respective capabilities”
-
উন্নত দেশগুলোকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে, কারণ তারা ইতিহাসে বেশি GHG নির্গমনের জন্য দায়ী।
-
-
Clean Development Mechanism (CDM):
-
কিয়োটো প্রটোকলের ১২ অনুচ্ছেদের আওতায় CDM চালু।
-
উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশে বিনিয়োগ করে বা প্রকল্প বাস্তবায়ন করে GHG নির্গমন কমাতে পারে।
-
এর মাধ্যমে দেশগুলো নিজেদের নির্গমন হ্রাসের বাধ্যবাধকতা পূরণ করতে পারে।
-
উৎস: UNFCCC ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago