বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়?
A
৮ জুন
B
১৪ জুলাই
C
১১ জুলাই
D
৫ জুন
উত্তরের বিবরণ
বিশ্বের বিভিন্ন সময়কে ঘিরে নানা দিবস পালন করা হয়, যার মাধ্যমে মানবসভ্যতার গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে স্মরণ ও উপলব্ধি করা হয়। এ ধরনের দিবস শুধু সচেতনতা সৃষ্টি করে না, বরং মানুষের মধ্যে ঐক্য ও দায়িত্ববোধও জাগ্রত করে।
-
১১ জুলাই: বিশ্ব জনসংখ্যা দিবস।
-
দিবসটির ২০২৪ সালের প্রতিপাদ্য বিষয় ছিল: জেন্ডার সমতাই শক্তি নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন।
-
১৪ জুলাই: ঐতিহাসিক বাস্তিল দিবস।
-
১৫ জুলাই: বিশ্ব যুব দক্ষতা দিবস।
-
১৭ জুলাই: আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস।
-
৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস।
-
২১ মার্চ: বিশ্ব বন দিবস।
-
৮ জুন: বিশ্ব সমুদ্র দিবস।
-
৫ ডিসেম্বর: বিশ্ব মৃত্তিকা দিবস।
-
৪ অক্টোবর: বিশ্ব প্রাণী দিবস।
-
৮ মার্চ: বিশ্ব নারী দিবস।
-
৭ এপ্রিল: বিশ্ব স্বাস্থ্য দিবস।

0
Updated: 9 hours ago