’আইএসআই (ISI)’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
A
ইরান
B
ভারত
C
ইসরায়েল
D
পাকিস্তান
উত্তরের বিবরণ
বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা
-
বাংলাদেশ →
-
NSI (National Security Intelligence)
-
CID (Criminal Investigation Department)
-
DB (Detective Branch)
-
-
ভারত →
-
RAW (Research and Analysis Wing)
-
CBI (Central Bureau of Investigation)
-
-
পাকিস্তান →
-
ISI (Inter-Services Intelligence)
-
FIA (Federal Investigation Agency)
-
-
রাশিয়া →
-
FSB (Federal Security Service)
-
-
ব্রিটেন →
-
SIS/MI6 (Secret Intelligence Service, Military Intelligence Section 6)
-
-
ইসরায়েল →
-
MOSSAD
-
-
ইরান →
-
SAVAK
-
0
Updated: 1 month ago
'মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 1 week ago
A
রাশিয়া
B
ইরাক
C
ইরান
D
ইসরায়েল
0
Updated: 1 week ago
'Inter-Services Intelligence (ISI)' নিম্নের কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 4 weeks ago
A
ভারত
B
পাকিস্তান
C
জাপান
D
জার্মানি
Inter Service Intelligence (ISI) হলো পাকিস্তানের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা, যা দেশের নিরাপত্তা ও কূটনৈতিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তখনকার পাকিস্তান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ রবার্ট কাউথম এর মাধ্যমে গঠিত হয়।
ISI মূলত দেশের বাহিরের (external) কর্মকাণ্ডে পাকিস্তানের স্বার্থ সংরক্ষণে নিযুক্ত থাকলেও দেশের অভ্যন্তরীণ (internal) রাজনীতিতেও এর প্রভাব অত্যন্ত বিস্তৃত।
সংস্থার নেতৃত্বে থাকেন একজন মহাপরিচালক (Director General, DG), যিনি সাধারণত লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল পদমর্যাদার একজন সেনাবাহিনী কর্মকর্তা এবং এখনও পর্যন্ত সক্রিয় (serving) অবস্থায় নিযুক্ত থাকেন।
-
প্রতিষ্ঠা: ১৯৪৮
-
প্রতিষ্ঠাতা: রবার্ট কাউথম, পাকিস্তান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ
-
মূল কাজ: দেশের বাহিরে পাকিস্তানের স্বার্থ সংরক্ষণ
-
অভ্যন্তরীণ প্রভাব: পাকিস্তানের রাজনীতিতে বিস্তৃত সংযুক্তি
-
নেতৃত্ব: মহাপরিচালক (DG), লেফটেন্যান্ট জেনারেল/মেজর জেনারেল
-
নিয়োগ: সক্রিয় সেনা কর্মকর্তা
অন্য দেশের তুলনায়:
-
জাপান: গোয়েন্দা সংস্থা Naicho
-
ভারত: গোয়েন্দা সংস্থা RAW
0
Updated: 4 weeks ago
Central Intelligence Agency কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
রাশিয়া
D
ইসরায়েল
CIA (Central Intelligence Agency)
-
পূর্ণরূপ: Central Intelligence Agency
-
প্রতিষ্ঠা: ১৯৪৭
-
সদর দপ্তর: ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
-
দায়িত্ব:
-
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা
-
উচ্চপদস্থ নীতিনির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করা
-
বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করা
-
-
উৎপত্তি: দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে গঠিত Office of Strategic Services (OSS)-এর উত্তরসূরী হিসেবে CIA-এর জন্ম।
0
Updated: 1 month ago