'নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে'-এখানে 'নিত্য' শব্দের প্রতিশব্দ কোনটি?
A
অতিশয়
B
চিরন্তন
C
প্রকৃতি
D
অহরহ
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো ঘ) অহরহ।
‘নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে’—এই পঙ্ক্তিতে ‘নিত্য’ শব্দের অর্থ হলো ‘প্রতিনিয়ত’ বা ‘নিয়মিতভাবে’। এটি এমন কিছু বোঝায় যা বারবার বা প্রতিদিন ঘটে। এর উপযুক্ত প্রতিশব্দ হলো ‘অহরহ’, যার অর্থ ‘নিরন্তর’ বা ‘প্রতিনিয়ত’।
• অভিধান অনুসারে ‘অহরহ’ মানে হলো এমন কিছু যা বিরামহীন বা নিয়মিতভাবে ঘটে।
অন্যান্য অপশনের বিশ্লেষণ:
-
অতিশয়: এর অর্থ ‘অত্যন্ত’ বা ‘খুব বেশি’। এটি কোনো কিছুর তীব্রতা বা পরিমাণ বোঝায়, কিন্তু ‘নিত্য’র প্রতিশব্দ নয়।
-
চিরন্তন: এর অর্থ ‘অনন্তকাল’ বা ‘চিরস্থায়ী’। এটি সময়ের স্থায়িত্ব প্রকাশ করে, তবে ‘নিত্য’র মতো প্রতিদিনের ধারাবাহিকতা বোঝায় না।
-
প্রকৃতি: এর অর্থ ‘স্বভাব’ বা ‘প্রকৃতিগত বৈশিষ্ট্য’। এটি ‘নিত্য’র অর্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

0
Updated: 9 hours ago
৩৩) 'উদক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
পর্বত
B
পানি
C
মেঘ
D
হাতি
পানি’ শব্দের সমার্থক শব্দ
-
জল
-
নীর
-
উদক
-
সলিল
-
পানি
-
অপ
-
প্রানদ
-
তোয়
-
জীবন
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago
'অনল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
আকাশ
B
পানি
C
সমুদ্র
D
আগুন
• 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ:
আগুন, পাবক, বৈশ্বানর, সর্বশুচি, হুতাশন, বহ্নি, অনল প্রভৃতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 3 weeks ago
‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
অন্তরীক্ষ
B
বিভু
C
প্রভাকর
D
সুধাকর
‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ: খলোক, ব্যোম, নভঃ, অন্তরীক্ষ, দ্যুলোক, শূণ্য, নভোমণ্ডল ইত্যাদি। অন্যদিকে, ‘বিভু’ শব্দের অর্থ— আল্লাহ, ঈশ্বর; বিধাতা। ‘প্রভাকর’; ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ ‘সুধাকর’; ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ।

0
Updated: 3 weeks ago