জাতীয় বাজেট ২০২৫-২৬ এর শিরোনাম কোনটি?
A
উন্নয়নমুখী বাজেট: আগামীর বাংলাদেশ
B
সামাজিক নিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়ন
C
বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়
D
অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সমৃদ্ধির পথ
উত্তরের বিবরণ
জাতীয় বাজেট ২০২৫-২৬ বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ও সরকারের পরিকল্পনার একটি সংক্ষিপ্ত চিত্র উপস্থাপন করে, যেখানে বিভিন্ন খাতের বরাদ্দ, বাজেট ঘাটতি, জিডিপি এবং অন্যান্য অর্থনৈতিক সূচক অন্তর্ভুক্ত রয়েছে।
-
বাজেটের ক্রম: ৫৪তম (অন্তর্বর্তীকালীন সহ ৫৫তম)
-
বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'
-
বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)
-
বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫
-
অনুমোদন: ২২ জুন, ২০২৫
-
কার্যকর হওয়ার তারিখ: ১ জুলাই, ২০২৫
-
জিডিপির আকার: ৬২,৪৪,৫৭৮ কোটি টাকা
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%
-
বাজেটের আকার: ৭,০০,০০০ কোটি টাকা
-
অনুদান ব্যতীত বাজেট ঘাটতি: ২,২৬,০০০ কোটি টাকা
-
অনুদানসহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা
-
সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন
-
উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ
-
অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ
-
মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৩০,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৭%)
-
উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%

0
Updated: 10 hours ago
২০২৫–২৬ অর্থবছরে, বাজেটের মোট পরিমাণ কত?
Created: 2 weeks ago
A
৬ লাখ ৫০ হাজার কোটি টাকা
B
৮ লাখ ১০ হাজার কোটি টাকা
C
৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা
D
৭ লাখ ৫০ হাজার কোটি টাকা
বাজেট ২০২৫-২৬
-
বাজেট ঘোষণা: অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
-
বাজেট বক্তৃতার শিরোনাম: ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’
-
বাজেটের মোট পরিমাণ: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি): ২,৩০,০০০ কোটি টাকা
-
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা: ৫,৬৪,০০০ কোটি টাকা
-
বাজেটে ঘাটতি: জিডিপির ৩.৬২%
-
পরিচালন ব্যয়: ৫,৬০,০০০ কোটি টাকা
-
উন্নয়ন ব্যয়: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৫.৫%
-
মূল্যস্ফীতির লক্ষ্য: ৬.৫%
-
উন্নয়ন বাজেটে বরাদ্দ: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
পরিচালন বাজেটে বরাদ্দ: ৫,৪৪,৩৯১ কোটি টাকা
-
সামাজিক অবকাঠামো বরাদ্দ: ২,০৭,৬২৯ কোটি টাকা
উৎস: বাজেট ২০২৫-২০২৬

0
Updated: 2 weeks ago
২০২৫–২৬ অর্থবছরে, মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয়সীমা কত নির্ধারণ করা হয়েছে?
Created: 2 weeks ago
A
৩ লক্ষ ৫০ হাজার টাকা
B
৪ লক্ষ টাকা
C
৪ লক্ষ ৫০ হাজার টাকা
D
৫ লক্ষ টাকা
২০২৫-২০২৬ অর্থবছরের করমুক্ত আয়সীমা
করদাতার ধরন | করমুক্ত আয়সীমা (টাকা) |
---|---|
সাধারণ করদাতা | ৩,৫০,০০০ |
মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা | ৪,০০,০০০ |
প্রতিবন্ধী ব্যক্তি করদাতা | ৪,৭৫,০০০ |
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা | ৫,০০,০০০ |
তৃতীয় লিঙ্গ করদাতা | ৪,৭৫,০০০ |
উৎস: বাজেট ২০২৫-২৬

0
Updated: 2 weeks ago
নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়?
Created: 1 month ago
A
মার্কিন যুক্তরাষ্ট্র
B
জাপান
C
দক্ষিণ কোরিয়া
D
জার্মানি
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন]
বৈদেশিক বিনিয়োগ
- মূলত বিদেশ থেকে যত বিনিয়োগ আসে এবং সেই সময়ে আগের বিনিয়োগের অর্থ পরিশোধ করার পর বিয়োজন করলে যা অবশিষ্ট থাকে সেটাই নিট বিনিয়োগ।
- বাংলাদেশ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (২০২৪-২৫ অর্থবছর) ৮৪৬.১২ মিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা পেয়েছে।
- অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে প্রাপ্ত ১.২৮ বিলিয়ন ডলার।
⇒ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, ২০২৩-২৪ অর্থবছর শেষে নেট বিদেশি বিনিয়োগ হয়েছে ১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার.
- বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে সর্বাধিক ৪৩৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে টেক্সটাইল ও পোশাক খাতে।
- তারপর, ব্যাংকিং খাতে দ্বিতীয় সর্বোচ্চ ২৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।
- অন্যান্য খাতের মধ্যে ওষুধ ও রাসায়নিক, বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম এবং খাদ্য খাতেও উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ দেখা গেছে।
⇒ বাংলাদেশে সবচেয়ে বেশি বিদেশী সাহায্য আসে জাপান থেকে। [নভেম্বর, ২০২৪]
- বৈদেশিক সংস্থা সমূহের মধ্যে সবচেয়ে বেশি সাহায্য আসে বিশ্বব্যাংক ও এডিবি থেকে।
অন্যদিকে,
- ২০২৩ সালে বংলাদেশে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ আসে যুক্তরাজ্য থেকে।
উৎস: অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ওয়েবসাইট

0
Updated: 1 month ago