মঙ্গলপাণ্ডে কোন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলেন?
A
নীল বিদ্রোহ
B
সিপাহী বিদ্রোহ
C
ভারত ছাড়ো আন্দোলন
D
স্বদেশী আন্দোলন
উত্তরের বিবরণ
সিপাহি বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৮৫৭ সালে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মঙ্গলপাণ্ডে নামে এক সিপাহীর গুলির মাধ্যমে এই বিদ্রোহের সূচনা হয়। এটি দ্রুত ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও প্রভাব বিস্তার করে। যদিও শেষ পর্যন্ত বিদ্রোহ ব্যর্থ হয়, এর ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকারের হাতে চলে যায়।
-
সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে বিবেচনা করা হয়।
-
১৮৫৭ সালের ২৯ মার্চ পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মঙ্গলপাণ্ডে নামের এক সিপাহী কর্তৃক গুলি বর্ষণের মাধ্যমে বিদ্রোহের সূচনা ঘটে।
-
বিদ্রোহ দ্রুত মিরাট, কানপুর, পাঞ্জাব, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, বাংলা সহ ভারতের প্রায় সকল অঞ্চলে ছড়িয়ে পড়ে।
-
বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, যশোর, সিলেট, কুমিল্লা, পাবনা, রংপুর, দিনাজপুর, রাজশাহী এই বিদ্রোহে অংশগ্রহণ করে।
-
পরবর্তীতে বিদ্রোহ ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ে, তবে শেষ পর্যন্ত এটি ব্যর্থ হয়।
-
এই বিদ্রোহের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান ঘটে।
-
ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকারের হাতে চলে আসে।
0
Updated: 1 month ago
নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়?
Created: 2 months ago
A
মার্কিন যুক্তরাষ্ট্র
B
জাপান
C
দক্ষিণ কোরিয়া
D
জার্মানি
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন]
বৈদেশিক বিনিয়োগ
- মূলত বিদেশ থেকে যত বিনিয়োগ আসে এবং সেই সময়ে আগের বিনিয়োগের অর্থ পরিশোধ করার পর বিয়োজন করলে যা অবশিষ্ট থাকে সেটাই নিট বিনিয়োগ।
- বাংলাদেশ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (২০২৪-২৫ অর্থবছর) ৮৪৬.১২ মিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা পেয়েছে।
- অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে প্রাপ্ত ১.২৮ বিলিয়ন ডলার।
⇒ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, ২০২৩-২৪ অর্থবছর শেষে নেট বিদেশি বিনিয়োগ হয়েছে ১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার.
- বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে সর্বাধিক ৪৩৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে টেক্সটাইল ও পোশাক খাতে।
- তারপর, ব্যাংকিং খাতে দ্বিতীয় সর্বোচ্চ ২৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।
- অন্যান্য খাতের মধ্যে ওষুধ ও রাসায়নিক, বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম এবং খাদ্য খাতেও উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ দেখা গেছে।
⇒ বাংলাদেশে সবচেয়ে বেশি বিদেশী সাহায্য আসে জাপান থেকে। [নভেম্বর, ২০২৪]
- বৈদেশিক সংস্থা সমূহের মধ্যে সবচেয়ে বেশি সাহায্য আসে বিশ্বব্যাংক ও এডিবি থেকে।
অন্যদিকে,
- ২০২৩ সালে বংলাদেশে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ আসে যুক্তরাজ্য থেকে।
উৎস: অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ওয়েবসাইট
0
Updated: 2 months ago
সিপাহী বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয়েছিল?
Created: 1 month ago
A
কানপুর
B
ব্যারাকপুর
C
দিল্লি
D
মিরাট
সিপাহী বিদ্রোহ ভারতীয়দের প্রথম জাতীয় সংগ্রাম বা ‘স্বাধীনতা লড়াই’ হিসেবে পরিচিত, যা ব্রিটিশ শাসন অবসানের জন্য গুরুত্বপূর্ণ আন্দোলন হিসেবে ইতিহাসে রেকর্ড আছে। এই বিদ্রোহের বিস্তারিত তথ্যগুলো নিম্নরূপ:
-
১৮৫৭ সালের ২৯ মার্চ ব্যারাকপুরের সেনানিবাসে মঙ্গল পান্ডে নামক একজন সিপাহী প্রকাশ্যে বিদ্রোহ শুরু করেন।
-
ক্রমে এই বিদ্রোহ মিরাট, দিল্লি, বেরলী, ফতেহপুর, কানপুর, বুন্দেল খণ্ড, রোহিলা খণ্ড, এলাহাবাদ, অযোধ্যা, কলকাতা, বিহার, চট্টগ্রাম, ঢাকা, যশোর, দিনাজপুর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে।
-
বিদ্রোহীরা মোগল সম্রাট ২য় বাহাদুর শাহকে ভারতের বাদশাহ ও বিদ্রোহের নেতা ঘোষণা করে।
-
নানা সাহেব (মারাঠা নেতা), ঝাঁসির রাণি লক্ষ্মীবাঈ, মৌলভী লিয়াকত আলী, মৌলভী আহম্মদ উল্লাহ প্রমুখ বিদ্রোহে সক্রিয়ভাবে অংশ নেন।
-
সিপাহীরা জেলখানা ভেঙ্গে কয়েদিদের মুক্তি, খাজাঞ্চিখানা লুঠ এবং সর্বত্র ব্রিটিশদের আক্রমণ করে।
-
এ লড়াই শুধু সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না; ভারতের হিন্দু-মুসলমান নির্বিশেষে সাধারণ জনগণও সমর্থন ও সহানুভূতি প্রকাশ করে।
এ বিদ্রোহের কারণগুলোকে পরোক্ষ ও প্রত্যক্ষ এই দুই শ্রেণীতে ভাগ করা যায়:
-
পরোক্ষ কারণ:
-
রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সামরিক অসন্তোষ।
-
-
প্রত্যক্ষ কারণ:
-
১৮৫৬ সালে সেনাবাহিনীতে ‘এনফিল্ড রাইফেল’ প্রচলন।
-
কার্তুজ ব্যবহারের জন্য দাঁতে কেটে ভরা বাধ্যতামূলক করা হতো।
-
গুজব রটে যে কার্তুজে শুকর ও গরুর চর্বি মেশানো আছে।
-
এটি ধর্মনাশের একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে ভারতের হিন্দু-মুসলমান সিপাহীদের মধ্যে দারুণ বিক্ষোভের সূত্রপাত করে।
-
উৎস:
0
Updated: 1 month ago
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
Created: 3 months ago
A
সৈয়দ নজরুল ইসলাম
B
তাজউদ্দিন আহমেদ
C
শেখ মুজিবুর রহমান
D
ক্যাপটেন মনসুর আলী
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার নামে অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয়। এটি ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার।
এই সরকারের প্রধানদের নামগুলো হলো:
-
রাষ্ট্রপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
-
উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম
-
প্রধানমন্ত্রী: তাজউদ্দিন আহমেদ
-
স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী: এ এইচ এম কামরুজ্জামান
-
অর্থ ও বাণিজ্য মন্ত্রী: এম মনসুর আলী
-
পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী: খন্দকার মুশতাক আহমেদ
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী)
0
Updated: 3 months ago