বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনকে কোন জেলায় সমাহিত করা হয়?
A
খুলনা
B
চাঁপাইনবাবগঞ্জ
C
রাজশাহী
D
সিলেট
উত্তরের বিবরণ
বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন ছিলেন একজন সাহসী নৌসেনা যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য ত্যাগ ও বলিদান প্রদর্শন করেন। তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন দেশের স্বাধীনতার জন্য এবং বাংলাদেশের নৌ বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
-
তিনি জন্মগ্রহণ করেন ১৯৩৫ সালে, এবং তাঁর জন্মস্থান বাঘচাপড়া, নোয়াখালী।
-
১৯৫৩ সালে তিনি নৌ বাহিনীতে জুনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন।
-
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে ২নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন।
-
সেপ্টেম্বর ১৯৭১ সালে, বাংলাদেশ নৌবাহিনী গঠনের জন্য সকল সেক্টর থেকে প্রাক্তন নৌসেনাদের আগরতলায় আনা হয় এবং নৌ বাহিনীর প্রাথমিক কাঠামো গঠন করা হয়।
-
ভারত সরকার বাংলাদেশ নৌবাহিনীকে দুটি টাগবোট উপহার দেয়, যা কোলকাতার গার্ডেনরীচ নৌ ওয়ার্কশপে বাফার গান ও মাইন পড লাগিয়ে গানবোটে রূপান্তরিত করা হয়।
-
গানবোট দুটির নামকরণ করা হয় 'পদ্মা' ও 'পলাশ'।
-
মোহাম্মদ রুহুল আমিনকে 'পলাশের' ইঞ্জিন রুম আর্টিফিশার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
-
১০ ডিসেম্বর, ১৯৭১ সালে সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন।
-
তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয় খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামে।
0
Updated: 1 month ago
লুসাইদের শস্য কাটার উৎসব কোনটি?
Created: 2 months ago
A
শর্মাকূত
B
পলকূত
C
মীমতূত
D
চাপচারকৃত
বাংলাদেশ বিষয়াবলি
উৎসব
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
লুসাই নৃগোষ্ঠী
-
উত্পত্তি: লুসাই নৃগোষ্ঠীর মূল উৎস বার্মা বলে ধারণা করা হয়। তারা নিজেদের মঙ্গোলীয় বংশের উত্তরসূরি হিসেবে পরিচয় দেয়।
-
আবাসস্থল: বাংলাদেশে রাঙ্গামাটি ও বান্দরবান জেলায়, ভারতের মিজোরাম রাজ্যে।
-
ধর্ম: শতভাগ খ্রিস্টান ধর্মাবলম্বী।
-
উৎসব: ধর্মীয় উৎসবের পাশাপাশি প্রধান তিনটি উৎসব পালন করে—
-
চাপচারকূত – বসন্ত উৎসব
-
মীমতূত – মৃত আত্মাদের স্মরণে
-
পলকূত – শস্য কাটার উৎসব
-
তথ্যসূত্র: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
স্বাধীন বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেন কে?
Created: 2 months ago
A
হুসেইন মুহাম্মদ এরশাদ
B
এ. এম. সয়েম
C
আ. এফ. মোসাদ্দেক
D
খন্দকার মোশতাক আহমদ
বাংলাদেশ বিষয়াবলি
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
স্বাধীন বিচার বিভাগ
বাংলাদেশের প্রথম সামরিক শাসন
-
ঘটনা: ১৯৭৫ সালের ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নির্মমভাবে হত্যা করার পর খন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রক্ষমতা দখল করেন।
-
শাসনকাল: প্রায় তিন মাসের জন্য ক্ষমতায় ছিলেন।
-
প্রভাব:
-
মোশতাকের স্বল্পকালীন শাসন বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করে।
-
মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে ধ্বংস করার চেষ্টা করা হয় এবং পাকিস্তানের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হয়।
-
-
সামরিক আইন: ক্ষমতা দখলের মাত্র পাঁচ দিনের মাথায় মোশতাক স্বাধীন বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেন।
তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি
0
Updated: 2 months ago
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোন স্থানে সমাহিত করা হয়?
Created: 4 weeks ago
A
চাঁপাইনবাবগঞ্জ
B
মৌলভীবাজার
C
যশোর
D
বরিশাল
মহিউদ্দিন জাহাঙ্গীর ছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এক অসাধারণ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ, যিনি তার অদম্য সাহস ও নেতৃত্বের জন্য দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন।
-
জন্ম: ৭ মার্চ ১৯৪৯ সালে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন।
-
শিক্ষা জীবন: ১৯৫৩ সালে পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবনের সূচনা হয়।
-
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক: ১৯৬৪ সালে মুলাদি মাহমুদ জান পাইলট হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ১৯৬৬ সালে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে এইচএসসি পাস করেন।
-
উচ্চশিক্ষা ও সেনাবাহিনীতে যোগদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত অবস্থায় ১৯৬৭ সালের ৩ অক্টোবর তিনি পাকিস্তান সেনাবাহিনীর ১৫তম শর্ট সার্ভিস কোর্সে যোগ দেন।
-
সামরিক কমিশন: ১৯৬৮ সালের ২ জুন তিনি ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন লাভ করেন।
-
মুক্তিযুদ্ধে অংশগ্রহণ: তিনি মুক্তিযুদ্ধের সময় ৭ নম্বর সেক্টরের মহোদিপুর সাব-সেক্টরের অধীনে যুদ্ধ করেন।
-
যুদ্ধ পরিচালনা: আরগরারহাট, কানসাট ও শাহপুর এলাকায় তিনি অসাধারণ বীরত্বের সাথে যুদ্ধ পরিচালনা করে মুক্তাঞ্চল প্রতিষ্ঠা করেন।
-
চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ: ১২ ডিসেম্বর তাঁর নেতৃত্বে মুক্তিবাহিনী চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ চালায়।
-
শহীদ হওয়া: যুদ্ধে অপরিসীম সাহসিকতা প্রদর্শনের পর ১৪ ডিসেম্বর সকালে পাকিস্তানি বাহিনীর স্নাইপার বুলেটে তিনি শহীদ হন।
-
সমাধি: পরদিন তাঁর সহযোদ্ধারা তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চত্বরে তাঁকে সমাহিত করেন।
0
Updated: 4 weeks ago