'Glossary' শব্দের বাংলা পরিভাষা-
A
জ্ঞাপনপত্র
B
সর্বসাকল্যে
C
শব্দার্থপঞ্জি
D
গুদামজাত
উত্তরের বিবরণ
‘Glossary’ শব্দটি একটি বিশেষ্য, যার অর্থ বাংলায় টীকাপুঞ্জ বা শব্দার্থপঞ্জি। এটি সাধারণত এমন একটি তালিকা যেখানে পরিভাষায় ব্যবহৃত বা অপ্রচলিত শব্দগুলোর ব্যাখ্যা দেওয়া থাকে। একে টীকাগ্রন্থ বা শব্দকোষও বলা যায়।
-
Glossary (noun): টীকাপুঞ্জ, শব্দার্থপঞ্জি, ব্যাখ্যাবিশিষ্ট শব্দের তালিকা, টীকাগ্রন্থ বা শব্দকোষ
-
Hand out: জ্ঞাপনপত্র
-
Collectively / In all / In total: সর্ব-সাকল্যে
কিছু পারাভাষিক শব্দ হলো
-
Hand-bill: ইশতেহার বা প্রচারপত্র
-
Paragraph: অনুচ্ছেদ
-
Pamphlet: পুস্তিকা
-
Notification: প্রজ্ঞাপন
-
Broadcast: সম্প্রচার
-
Advertisement: বিজ্ঞাপন
0
Updated: 1 month ago
Epicurism’-এর যথার্থ পরিভাষা –
Created: 3 months ago
A
নিয়তিবাদ
B
অস্তিত্ববাদ
C
ভোগবাদ
D
পরিবেশবাদ
‘Epicurism’ একটি দার্শনিক মতবাদ যা ভোগ-বিলাস বা ইন্দ্রিয়সুখকেই জীবনের মূল উদ্দেশ্য হিসেবে দেখায়। এটি গ্রিক দার্শনিক এপিকিউরাসের চিন্তাভাবনার উপর ভিত্তি করে গঠিত। বাংলায় একে “ভোগবাদ” বলা হয়।
সঠিক উত্তর: গ) ভোগবাদ
0
Updated: 3 months ago
'Hand out' -এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে-
Created: 2 months ago
A
হস্তপত্র
B
জ্ঞাপনপত্র
C
তথ্যপত্র
D
প্রচারপত্র
কিছু ইংরেজি শব্দের বাংলা পারিভাষিক রূপ
বাংলা একাডেমি ও ড. হায়াৎ মামুদের ভাষা-শিক্ষা গ্রন্থ অনুযায়ী কিছু সাধারণ ইংরেজি শব্দের বাংলা পরিভাষা নিচে দেওয়া হলো—
-
Hand out → জ্ঞাপনপত্র
-
Hand-bill → প্রচারপত্র
-
Hand-book → তথ্যপুস্তিকা
-
Handicraft → হস্তশিল্প
-
Mortgage → বন্ধক
-
Deposit → আমানত
-
Lease → ইজারা
-
Security → জামানত
সহজ ব্যাখ্যা
এগুলো হলো প্রশাসনিক ও শিক্ষাক্ষেত্রে বহুল ব্যবহৃত কিছু শব্দের বাংলা রূপ।
যেমন, Hand-book মানে এমন একটি বই যাতে প্রয়োজনীয় তথ্য সহজভাবে দেওয়া থাকে। আবার Mortgage মানে হলো কোনো সম্পত্তি বন্ধক রাখা।
উৎস: ভাষা-শিক্ষা — ড. হায়াৎ মামুদ
0
Updated: 2 months ago