জসীম উদ্‌দীনের 'কবর' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?

A

বালুচর

B

রাখালী

C

ধানক্ষেত

D

মা যে জননী কান্দে

উত্তরের বিবরণ

img

কবি জসীম উদ্‌দীনের ‘কবর’ কবিতা, ‘রাখালী’ কাব্যগ্রন্থ এবং তাঁর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে নিচে সংক্ষেপে রিরাইট করা হলো। সব তথ্য অপরিবর্তিত রাখা হয়েছে এবং গুরুত্বপূর্ণ জায়গায় বোল্ড ব্যবহার করা হয়েছে।

‘কবর’ কবিতা জসীম উদ্‌দীনের প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ (১৯২৭)-এর অন্তর্গত। কবিতাটি প্রথম প্রকাশিত হয় ‘কল্লোল’ পত্রিকায়। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং এতে মোট ১১৮টি পঙ্‌ক্তি রয়েছে।

সহজ ও সরল ভাষায় রচিত এই কাহিনীধর্মী কবিতায় এক গ্রামীণ বৃদ্ধ তার জীবনের প্রিয়জন হারানোর বেদনার স্মৃতি ব্যক্ত করেছেন।

জীবনের শেষ প্রান্তে এসে তিনি আপনজনদের হারিয়ে ক্ষতবিক্ষত হৃদয়ে মৃত্যুর জন্য যে অপেক্ষা করছেন, কবি তা গভীর সহানুভূতি দিয়ে প্রকাশ করেছেন।

  • কবর কবিতার সংক্ষিপ্তাংশ
    এইখানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে,
    তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
    এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
    পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
    এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,
    সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা!
    সোনালি ঊষার সোনামুখ তার আমার নয়নে ভরি
    লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ও-পথ ধরি।

‘রাখালী’ কাব্যগ্রন্থ

  • জসীম উদ্‌দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।

  • প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে

  • বইটিতে মোট ১৯টি কবিতা রয়েছে।

  • প্রথম কবিতা হলো ‘রাখালী’

  • তাঁর বিখ্যাত ‘কবর’ কবিতাও এই গ্রন্থের অন্তর্ভুক্ত।

জসীম উদ্‌দীন

  • তিনি ছিলেন কবি, কাব্যোপন্যাসিক, ঔপন্যাসিক, গীতিকার, ভ্রমণকাহিনীকার, নাট্যকার, স্মৃতিকথক, প্রাবন্ধিক ও শিশুসাহিত্যিক।

  • জন্ম ১৯০০ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে। পৈতৃক নিবাস ছিল একই জেলার গোবিন্দপুর গ্রামে।

  • তাঁর ‘নকশী কাঁথার মাঠ’ এবং ‘সোজন বাদিয়ার ঘাট’ বাংলা ভাষার গীতি-কবিতার উৎকৃষ্ট নিদর্শন।

  • ‘বোবা কাহিনী’ তাঁর একমাত্র উপন্যাস।

রচিত কাব্যগ্রন্থ

  • রাখালী

  • নকশী কাঁথার মাঠ

  • বালুচর

  • ধানক্ষেত

  • সোজন বাদিয়ার ঘাট

  • হাসু

  • মাটির কান্না

  • এক পয়সার বাঁশী

  • সবিনা

  • মা যে জননী কান্দে

  • পদ্মা নদীর দেশে ইত্যাদি

রচিত নাটক

  • পদ্মাপার

  • বেদের মেয়ে

  • পাল্লীবধূ ইত্যাদি

রচিত আত্মকথা

  • যাদের দেখেছি

  • ঠাকুর বাড়ির আঙ্গিনায়

  • জীবনকথা ইত্যাদি

রচিত ভ্রমণকাহিনি

  • চাল মুসাফির

  • হলদে পরির দেশে

  • যে দেশে মানুষ বড় ইত্যাদি

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

মধ্যযুগের কোন কবির কাব্যকে 'রাজকণ্ঠের মণিমালা' বলে অভিহিত করা হয়েছে?


Created: 1 month ago

A

চণ্ডীদাস 


B

মুকুন্দরাম চক্রবর্তী 


C

গোবিন্দদাস 


D

বিদ্যাপতি


Unfavorite

0

Updated: 1 month ago

'সোনালী কাবিন' এর রচয়িতা কে?

Created: 5 months ago

A

 হাসান হাফিজুর রহমান 

B

আল মাহমুদ 

C

হুমায়ুন আজাদ 

D

শক্তি চট্টোপাধ্যায়

Unfavorite

0

Updated: 5 months ago

কোনটি কাব্যগ্রন্থ? 

Created: 3 months ago

A

কবিতা 

B

কাব্য পরিক্রমা 

C

কয়েকটি কবিতা 

D

বাঙলার কাব্য

Unfavorite

0

Updated: 3 months ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD