Preamble means -
A
To make someone feel slightly frightened
B
Correct moral behavior or actions
C
An introduction to a speech or piece of writing
D
To provide, take, or use only a small amount of something
উত্তরের বিবরণ
Preamble (noun) শব্দের অর্থ হলো এমন একটি অংশ যা কোনো বক্তৃতা বা লেখার পরিচিতি বা ভূমিকা হিসেবে উপস্থাপন করা হয়। বাংলায় এর অর্থ হতে পারে (বিশেষত কোনো আনুষ্ঠানিক দলিলের) প্রস্তাবনা।
উদাহরণ বাক্য:
-
There has been much historical analysis of preambles and what has happened to them।
-
His early travels were just a preamble to his later adventures।
উৎস:
0
Updated: 1 month ago
What does "Call to account" mean?
Created: 1 month ago
A
Ignore
B
Reward
C
Criticize
D
Appreciate
Call to account একটি idiom, যা বোঝায় কাউকে জনসম্মুখে সমালোচনা করা বা আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রকাশ করা। সাধারণত ভুল কাজ বা দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে এ ধরনের সমালোচনা করা হয়।
-
Call to account (Idiom)
English Meaning: To criticize publicly / to express public or formal disapproval of
Bangla Meaning: জনসম্মুখে নিন্দা করা; সমালোচনা করা; অপমান করা -
Correct Answer: To criticize publicly
-
Other Options:
ক) Ignore (উপেক্ষা করা) → এটি বিপরীত অর্থ প্রকাশ করে
খ) Reward (পুরস্কৃত করা) → দায়বদ্ধতার সঙ্গে সম্পর্কিত নয়
ঘ) Appreciate (প্রশংসা করা) → ইতিবাচক কাজ, সমালোচনার বিপরীত -
Example Sentences:
-
The government is being called to account.
-
The government is being called to account for the economic disaster.
-
-
Source:
0
Updated: 1 month ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
The news are true.
B
The news is true.
C
The news have been true.
D
The news were true.
সঠিক উত্তর হলো খ) The news is true। "News" শব্দটি দেখতে বহুবচন মনে হলেও এটি একটি singular (uncountable) noun। তাই এর সঙ্গে is (singular verb) ব্যবহার করা হয়; are বা have ব্যবহার করা যাবে না। বাক্যটির অর্থ হলো "সংবাদটি সত্য।" The news are বা The news have বলা grammaticalভাবে ভুল।
-
ক) The news are true
-
ভুল, কারণ "news" singular noun হলেও "are" বহুবচন verb ব্যবহার করা হয়েছে।
-
-
গ) The news have been true
-
ভুল, কারণ "have" plural verb, যা "news" এর সঙ্গে ব্যবহার করা যায় না।
-
-
ঘ) The news were true
-
ভুল, কারণ "were" plural বা past plural verb, যা "news" এর জন্য উপযুক্ত নয়।
-
0
Updated: 1 month ago
Identify the word that represents the opposite of someone who is a “Laughing stock.”
Created: 1 month ago
A
Respected authority
B
Ridiculed person
C
Mocked individual
D
Clown
• The opposite of 'Laughing stock' is - Respected authority.
• Laughing stock (noun)
English Meaning: a person subjected to general mockery or ridicule.
Bangla Meaning: হাসির পাত্র; উপহাসের বস্তু।
অপশন আলোচনা:
- Respected authority - সম্মানিত কর্তৃপক্ষ; শ্রদ্ধেয় ব্যক্তি।
- Ridiculed person - উপহাসিত ব্যক্তি।
- Mocked individual - বিদ্রূপের পাত্র।
- Clown - ভাঁড়; হাস্যকর ব্যক্তি।
0
Updated: 1 month ago