Which of the following uses of "just" functions as an adjective?
A
I'll just finish this, then we can go.
B
The judge's sentence was perfectly just in the circumstances.
C
I can't help you just now.
D
"Where are you, Rony?" "I'm just coming."
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো: The judge's sentence was perfectly just in the circumstances।
এখানে ‘just’ শব্দটি adjective হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এটি ন্যায়সঙ্গত, সঠিক অর্থ প্রকাশ করছে।
just [adjective]
-
English meaning: fair; morally correct
-
Bangla meaning: সঠিক / ন্যায়সঙ্গত
উদাহরণ বাক্য:
-
The judge's sentence was perfectly just in the circumstances।
-
I don't really think he had just cause to complain।
অন্য বিকল্পের ব্যাখ্যা:
-
ক) I'll just finish this, then we can go. → এখানে ‘just’ একটি adverb।
-
গ) I can't help you just now. → এখানে ‘just’ একটি adverb, সময় বোঝাতে ব্যবহৃত — মানে “এইমাত্র/এখনই”।
-
ঘ) "Where are you, Rony?" "I'm just coming." → এখানেও ‘just’ হলো adverb, যা “coming” (verb)-কে modifies করছে।
just [adverb]
-
English meaning: now, very soon, or very recently
-
Example:
-
"Where are you, Jim?" "I'm just coming."
-
I'll just finish this, then we can go.
-
-
English meaning: exactly or equally
-
Example:
-
This carpet would be just right for the dining room.
-
I can't help you just now/yet.
-
উৎস:

0
Updated: 12 hours ago
What is the function of a topic sentence?
Created: 1 week ago
A
To introduce the topic
B
To analyse the topic
C
To present the main idea
D
To expand the idea
Paragraph হলো একটি ক্ষুদ্র রচনা যা একক idea বা theme প্রকাশ করে এবং সাধারণত এর মধ্যে তিনটি প্রধান অংশ থাকে।
-
Paragraph শুধুমাত্র একটি ধারণা বা থিম নিয়ে লেখা হয়।
-
Topic Sentence: এটি Paragraph-এর প্রধান বাক্য যা মূল ধারণা বা থিম প্রকাশ করে। সাধারণত Paragraph-এর শুরুতে লেখা হয় এবং এতে একটি Controlling Idea থাকে যা Paragraph-এর বাকি অংশকে নিয়ন্ত্রণ করে।
-
Body: Topic Sentence-এর পরে শুরু হয়ে শেষ বাক্যের আগে পর্যন্ত Paragraph-এর মূল অংশকে বোঝায়। এতে এমন বাক্যগুলো থাকে যা মূল ধারণা বা থিমকে ব্যাখ্যা করে এবং প্রধান ধারনাকে আরও স্পষ্ট করে তোলে।
-
Terminator: Paragraph-এর সমাপ্তি বা উপসংহার। এটি একটি সার্থক সমাপ্তি সূচক বাক্য যা Paragraph-এর শেষের অংশকে চিহ্নিত করে।

0
Updated: 1 week ago
Wuthering Heights is a ______ by Emily Bronte.
Created: 4 weeks ago
A
satire
B
poem
C
short story
D
novel
Wuthering Heights
Novelist: Emily Brontë
-
Wuthering Heights উপন্যাসটি লেখা হয়েছে Emily Brontë দ্বারা।
-
প্রকাশকাল: ১৮৪৭ সালে।
-
লেখক এতে Ellis Bell ছদ্মনাম ব্যবহার করেছেন।
-
এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় রোমান্টিক উপন্যাস।
Summary
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Heathcliff, একজন এতিম বালক।
-
Heathcliff অন্যের আশ্রয়ে বেড়ে ওঠে এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw-এর সাথে প্রেমে পড়েন।
-
Catherine অন্যের সঙ্গে বিয়ে করলে Heathcliff হারানো এবং ক্ষোভপূর্ণ হয়ে ফিরে আসে।
-
ফিরে আসার পর Heathcliff ধন সম্পদ অর্জন করে এবং Wuthering Heights ক্রয় করে।
-
সে Catherine-এর পরিবার এবং প্রাক্তন প্রেমিকদের প্রতি প্রতিশোধ নেয়।
-
পরবর্তীতে Catherine মারা যায়, তার ভাই Hindley ও মারা যায়।
-
কাহিনী প্রজন্মের মাধ্যমে এগিয়ে যায়, এবং Heathcliff-এর সন্তানও শেষ পর্যায়ে গল্পে যুক্ত হয়।
Main Characters
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Heathcliff (central character)
-
Lockwood
Emily Brontë (1818–1848)
-
Charlotte Brontë-এর ছোট বোন।
-
Wuthering Heights তার একমাত্র উপন্যাস, যা মূলত তার পরিচয় স্থাপন করে।
-
মাত্র ৩০ বছর বয়সে মারা যান।
Notable Works
-
Wuthering Heights
-
Poems by Currer, Ellis, and Acton Bell
Sources:
-
Britannica
-
An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 4 weeks ago
"To err is human, to forgive, divine" this quote is from -
Created: 2 weeks ago
A
The Dunciad
B
An Essay on Man
C
The Rape of the Lock
D
An Essay on Criticism
The quote “To err is human, to forgive, divine” is from An Essay on Criticism by Alexander Pope
Explanation:
-
An Essay on Criticism is a didactic poem written in heroic couplets.
-
Pope was inspired by Horace’s Ars Poetica, and the poem provides guidance on literary criticism and moral conduct.
About Alexander Pope:
-
A leading poet of the English Augustan Age, renowned for epigrammatic wit.
-
Known as a Mock-Heroic poet, his works combine intricate ideas with polished language.
Notable Works:
-
An Essay on Criticism
-
The Rape of the Lock
-
The Dunciad
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Windsor-Forest
Famous Quotes by Pope:
-
“A little learning is a dangerous thing.”
-
“To err is human, to forgive, divine.”
-
“Fools rush in where angels fear to tread.”
-
“Blessed is the man who expects nothing, for he shall never be disappointed.”
-
“Hope springs eternal in the human breast.”
-
“The proper study of mankind is man.”
Source: Britannica

0
Updated: 2 weeks ago