He was hungry and he ate immediately. [Complex]
A
He was hungry, he ate immediately.
B
Since he was hungry, so he ate immediately.
C
As he was hungry, so he ate immediately.
D
As he was hungry, he ate immediately.
উত্তরের বিবরণ
Compound এবং Complex বাক্য রূপান্তরের নিয়ম অনুযায়ী, যখন “and” যুক্ত Compound sentence কে Complex sentence এ রূপান্তর করা হয়, ধাপগুলো হলো:
-
Sentence-এর শুরুতে since/as/when বসানো হয়।
-
প্রথম বাক্যটি বসানো হয়।
-
and এর পরিবর্তে comma (,) বসানো হয়।
-
দ্বিতীয় বাক্যটি বসানো হয়।
Structure: Since/As/When + প্রথম Sentence + comma (,) + দ্বিতীয় Sentence।
উদাহরণসমূহ:
-
Compound: He was hungry and he ate immediately.
Complex: As he was hungry, he ate immediately। -
Compound: She was tired and could not complete the assignment.
Complex: As she was tired, she could not complete the assignment।
উৎস:

0
Updated: 12 hours ago
In the structure of a formal letter, which section comes immediately after the salutation?
Created: 2 days ago
A
Body
B
Heading
C
Signature
D
Subscription
একটি Formal Letter/Official Letter/Application-এ সাধারণত ৬টি অংশ থাকে। আনুষ্ঠানিক চিঠিতে Salutation (যেমন Dear Sir, Respected Madam)-এর পরে লেখা হয় চিঠির মূল অংশ বা Body, যেখানে মূল বক্তব্য, তথ্য বা বার্তা উপস্থাপন করা হয়।
তথ্যগুলো হলো:
-
Heading: চিঠির তারিখ, প্রাপকের পদবী (Designation) এবং ঠিকানা।
-
Salutation (সম্বোধন): প্রাপককে সম্ভাষণ জানানোর অংশ, যেমন Dear Sir/Madam।
-
Body (মূল বক্তব্য): চিঠির মূল বিষয়বস্তু এখানে লেখা হয়।
-
The Subscription (বিনীত সমাপ্তি): বিদায় বা সমাপ্তি বাক্যাংশ, যেমন Yours faithfully/ I remain, Sir।
-
Signature of the Writer (স্বাক্ষর): লেখকের নাম ও স্বাক্ষর।
-
Superscription (খামের উপর বিবরণ): খামে প্রাপকের বিস্তারিত পদবী ও ঠিকানা লেখা হয়।
অর্থাৎ, Salutation-এর পরে Body লেখা হয়, যা চিঠির মূল বার্তা প্রকাশ করে।

0
Updated: 2 days ago
Americans do not object ____ by their first names.
Created: 1 week ago
A
my calling them
B
to my calling them
C
been called
D
me calling them
সঠিক উত্তর হলো – খ) to my calling them.
Complete sentence: Americans do not object to my calling them by their first names.
• Verb ‘object’ সাধারণত to + gerund (-ing form) এর সাথে ব্যবহার হয়।
- “object” verb-এর পর to + noun/gerund.
- “calling” হলো gerund (verb-এর noun রূপ)।
- তাই সঠিক গঠন: object to my calling them.
অন্যান্য অপশন ভুল:
ক) my calling them
→ “object” এর পরে to প্রয়োজন।
গ) been called
→ passive voice, কিন্তু এখানে gerund দরকার।
ঘ) me calling them
→ grammatically “to” ছাড়া ভুল।

0
Updated: 1 week ago
Choose the correct tense-
Created: 2 months ago
A
Javed was so exhausted that he lain down for a sleep.
B
Javed was so exhausted that he had laid down for a sleep.
C
Javed was so exhausted that he was lying down for a sleep.
D
Javed was so exhausted that he will lay down for a sleep.
• সঠিক বাক্যটি হচ্ছে - Javed was so exhausted that he was lying down for a sleep.
- This sentence uses the past continuous tense "was lying," which correctly describes an ongoing action in the past, fitting the context of Javed being exhausted and lying down.
• Lie - শয়ন করা, অবস্থান করা।
- এর past form হচ্ছে - Lay এবং participle form হচ্ছে - Lain.
• অন্যদিকে, Lay - স্থাপন করা, ডিম পাড়া।
- এর past form এবং participle form হচ্ছে - Laid.
অপশন অনুযায়ী,
ক) বাক্যটি ভুল কারণ এখানে past participle lain ব্যাবহৃত হলেও তার পূর্বে have বসে নি।
- সঠিক বাক্য - Javed was so exhausted that he had lain down for a sleep.
খ) তে laid down ব্যাবহৃত হয়েছে যার অর্থ ডিম পারা যার সাথে ঘুমানোর কোনো সম্পর্ক নেই।
ঘ) অপশনে tense এর ভুল ব্যাবহার হয়েছে।

0
Updated: 2 months ago