Which of the following is correctly spelled?
A
Kaleidoscope
B
Kaleidoskop
C
Kaliedoscope
D
Kaleidoskope
উত্তরের বিবরণ
Kaleidoscope হলো একটি চোঙাকৃতি খেলনা, যার ভিতরে অনেক রঙের কাচ এবং আয়না থাকে। যখন এটি ঘোরানো হয়, তখন ক্রমাগত পরিবর্তনশীল রঙ ও নকশা দেখা যায়। বাংলায় এর অর্থ হতে পারে এক ধরনের চোঙাকৃতি খেলনা যার ভিতরে অনেক রঙের কাচ ও আয়না থাকে এবং যা ঘোরালে ক্রমাগত পরিবর্তনশীল বর্ণ ও নকশা দেখা যায়।
উদাহরণসমূহ:
-
ময়ূরের পালকের মধ্যে প্রদর্শিত রঙের জীবন্ত ক্যালেইডোস্কোপ।
-
বিভিন্ন জোট, গ্রুপিং এবং স্বার্থের একটি ক্যালেইডোস্কোপ।
উৎস:

0
Updated: 12 hours ago
'He was a rather disagreeable man.' Here the underlined word is a/an-
Created: 1 month ago
A
Noun
B
Adjective
C
Adverb
D
Preposition
উদাহরণ:
He was a rather disagreeable man.
-
এখানে disagreeable শব্দটি হলো adjective।
-
কারণ এটি man নামক noun-এর আগে বসে সেই noun-এর বৈশিষ্ট্য বা মানে সম্পর্কে তথ্য দিচ্ছে।
-
অর্থাৎ disagreeable এই শব্দটি noun কে modify করছে, তাই এটি adjective।
Adjectives সম্পর্কে সহজ ব্যাখ্যা:
-
Adjectives হলো সেই শব্দগুলো যা noun বা pronoun-এর বিশেষণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে।
-
সাধারণত এগুলো noun-এর আগে আসে, যেমন: a tall building, a happy child।
-
Adjectives মানুষের চরিত্র, জায়গার বৈশিষ্ট্য বা জিনিসের ধরন এবং পরিমাণ ইত্যাদি প্রকাশ করতে ব্যবহৃত হয়।
-
সংক্ষেপে, যে শব্দ noun/pronoun-এর অবস্থা, বৈশিষ্ট্য, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে তাকে adjective বলে।
উৎস: Advanced Learner's Grammar and Composition – Chowdhury & Hossain

0
Updated: 1 month ago
Which “but” is a preposition?
Created: 1 week ago
A
It is but right to admit our faults.
B
What can we do but sit and wait?
C
We tried hard, but did not succeed.
D
There is no one but likes him.
“What can we do but sit and wait?”
এখানে but হলো একটি preposition, কারণ এটি except অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ বাক্যটি বোঝায়: “আমরা *কিছুই করতে পারি না, শুধু বসে অপেক্ষা ছাড়া।”
But (Preposition):
Used as except, apart from, or other than.
উদাহরণ:
-
In Dhaka, we were never anything but poor.
-
I trusted no one but him.
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
It is but right to admit our faults.
-
এখানে but right শব্দকে modify করছে, তাই এটি preposition নয়।
-
-
We tried hard, but did not succeed.
-
এখানে but হলো conjunction, কারণ এটি দুটি clause কে যুক্ত করেছে।
-
-
There is no one but likes him.
-
এখানে but pronoun-এর কাজ করছে, কারণ এটি no one কে modify করছে।
-
উৎস: Macmillan Dictionary, Cambridge Dictionary and Brainly.in

0
Updated: 1 week ago
Hardly ______ the gate when the dog jumped over it.
Created: 1 week ago
A
I closed
B
I had closed
C
had I closed
D
have I closed
Complete Sentence:
Hardly had I closed the gate when the dog jumped over it.
বিশ্লেষণ:
-
এখানে Hardly had যুক্ত অংশটি Past Perfect Tense এ আছে → Hardly had I closed…
-
এরপর clause শুরু হয়েছে when দিয়ে এবং তা Past Indefinite Tense এ → the dog jumped…
-
অর্থ দাঁড়াচ্ছে: আমি গেট বন্ধ করা মাত্রই কুকুরটি সেটার উপর দিয়ে লাফ দিলো।
Grammar Rule (Hardly/Scarcely/No sooner):
-
Structure:
-
Hardly/Scarcely had + subject + past participle + when + past indefinite
-
No sooner had + subject + past participle + than + past indefinite
-
সহজ কৌশল:
-
Hardly/Scarcely → when
-
No sooner → than
-
প্রথম clause → Past Perfect
-
দ্বিতীয় clause → Past Indefinite
উদাহরণ:
-
Hardly had she entered the room when the bell rang.
-
Scarcely had they finished dinner when the guests arrived.
-
No sooner had I reached the station than the train left.

0
Updated: 1 week ago