He is ill but he can run fast. [Simple]
A
If his being ill, he can run fast.
B
His being ill, he can run fast.
C
Although being ill, he can run fast.
D
In spite of his being ill, he can run fast.
উত্তরের বিবরণ
“But” যুক্ত Compound Sentence কে Simple Sentence-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
-
বাক্য শুরু হবে In spite of দিয়ে।
-
প্রথম Sentence-এর subject-এর possessive form ব্যবহার করতে হবে।
-
প্রথম Sentence-এর am/is/are/was/were এর পরিবর্তে being ব্যবহার করতে হবে; বা has/have/had এর পরিবর্তে having, অথবা মূল verb-এর সাথে -ing যোগ করতে হবে।
-
But এর পরিবর্তে comma (,) ব্যবহার করতে হবে।
-
দ্বিতীয় Sentence-টি 그대로 রেখে বাক্য সম্পূর্ণ করতে হবে।
Structure:
In spite of + subject (possessive) + verb(-ing/being/having) + , + second clause
উদাহরণ:
-
Compound: He is ill but he can run fast.
Simple: In spite of his being ill, he can run fast. -
Compound: I ran fast but I could not get the train.
Simple: In spite of my running fast, I could not get the train.
Source:
0
Updated: 1 month ago
Let him come in, ____?
Created: 1 month ago
A
shall we?
B
will you?
C
won’t you?
D
can you?
এই প্রশ্নে imperative sentence-এর সাথে tag question নির্ধারণ করতে হবে। সঠিক উত্তর হলো— will you?
-
মূল বাক্য: Let him come in. এটি একটি imperative sentence যেখানে কাউকে অনুমতি বা আদেশ দেওয়া হচ্ছে।
-
Imperative বাক্যের শেষে সাধারণত tag হয় will you?
-
তাই সঠিক বাক্য হবে: Let him come in, will you?
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) shall we? → এটি কেবল তখন ব্যবহৃত হয় যখন বাক্য শুরু হয় Let’s (Let us) দিয়ে। যেমন: Let’s go, shall we?
-
গ) won’t you? → এটি polite request এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, তবে “Let him…” বাক্যের সঙ্গে প্রযোজ্য নয়।
-
ঘ) can you? → এটি ট্যাগ হিসেবে শুদ্ধ নয় এবং প্রচলিতও নয়।
0
Updated: 1 month ago
Before submitting the project, the manager asked her assistant to ______ the final draft for any errors.
Created: 2 months ago
A
look up
B
look into
C
look over
D
look after
Phrasal Verb: Look over
-
English Meaning: to quickly examine something
-
Bangla Meaning: পরিদর্শন করা; পরীক্ষা করা
ব্যবহার:
-
কোন বিষয়ে পরীক্ষা বা পরিদর্শন বোঝাতে look over ব্যবহৃত হয়।
Example Sentence:
-
English: Before submitting the project, the manager asked her assistant to look over the final draft for any errors.
-
Bangla: প্রজেক্ট জমা দেওয়ার আগে, ম্যানেজার তার সহকারীকে খসড়া কপিটি কোনো ভুল আছে কি না তা দেখে নিতে বললেন।
অন্যান্য Related Phrasal Verbs
-
Look after → দেখাশুনা করা
-
Look into → গভীর পর্যবেক্ষণ করা
-
Look upon → বিবেচনা করা
-
Look down upon → খারাপ দৃষ্টিভঙ্গি দেখা
-
Look up to → শ্রদ্ধা করা
-
Look out for → আশা করা বা খেয়াল রাখা
-
Look to → সতর্ক করা
-
Look on → বিবেচনা করা
-
Look up → অভিধানে খোঁজা বা তথ্য খোঁজা
-
Look in (on somebody) → অল্পক্ষণের জন্য দেখা করতে আসা
0
Updated: 2 months ago
Who is known as 'the poet of nature' in English literature?
Created: 3 months ago
A
Lord Tennyson
B
John Milton
C
William Wordsworth
D
John Keats
William Wordsworth (১৭৭০-১৮৫০) ছিলেন প্রকৃতির কবি হিসেবে খ্যাত। তিনি রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
তিনি মূলত প্রকৃতির কবি হিসেবে পরিচিত।
-
১৮৪৩ থেকে ১৮৫০ সাল পর্যন্ত ইংল্যান্ডের ‘Poet Laureate’ হিসেবে দায়িত্ব পালন করেন।
-
William Wordsworth ও Samuel Taylor Coleridge একসাথে Lyrical Ballads নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন, যা রোমান্টিক যুগের শুরু হিসেবে বিবেচিত।
-
এই যৌথ প্রকাশনায় William Wordsworth এর অবদান সবচেয়ে বেশি থাকায় তাকে রোমান্টিক যুগের জনক বা The Father of Romantic Age বলা হয়।
তার কিছু উপাধি:
-
Poet of Nature (প্রকৃতির কবি)
-
Poet of Childhood (শৈশবের কবি)
-
Lake Poet (হ্রদের কবি)
William Wordsworth এর বিখ্যাত কবিতা:
-
The Solitary Reaper
-
Peter Bell
-
The Recluse
-
The World is too Much with Us
-
Tintern Abbey
-
Rainbow
-
To The Cuckoo
-
Laodamia
-
Lucy Poems
-
The Daffodils
-
Ode on Immortality
-
The Excursion
-
Michael ইত্যাদি
একমাত্র নাটক:
-
The Borderers
উৎস: An ABC of English Literature - Dr M Mofizar Rahman ও Britannica
0
Updated: 3 months ago