He is ill but he can run fast. [Simple]
A
If his being ill, he can run fast.
B
His being ill, he can run fast.
C
Although being ill, he can run fast.
D
In spite of his being ill, he can run fast.
উত্তরের বিবরণ
“But” যুক্ত Compound Sentence কে Simple Sentence-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
-
বাক্য শুরু হবে In spite of দিয়ে।
-
প্রথম Sentence-এর subject-এর possessive form ব্যবহার করতে হবে।
-
প্রথম Sentence-এর am/is/are/was/were এর পরিবর্তে being ব্যবহার করতে হবে; বা has/have/had এর পরিবর্তে having, অথবা মূল verb-এর সাথে -ing যোগ করতে হবে।
-
But এর পরিবর্তে comma (,) ব্যবহার করতে হবে।
-
দ্বিতীয় Sentence-টি 그대로 রেখে বাক্য সম্পূর্ণ করতে হবে।
Structure:
In spite of + subject (possessive) + verb(-ing/being/having) + , + second clause
উদাহরণ:
-
Compound: He is ill but he can run fast.
Simple: In spite of his being ill, he can run fast. -
Compound: I ran fast but I could not get the train.
Simple: In spite of my running fast, I could not get the train.
Source:

0
Updated: 12 hours ago
The central topic of Adam and Eve's debate before separating is:
Created: 9 hours ago
A
Love vs. Duty
B
Work vs. Rest
C
Free will vs. Security
D
Knowledge vs. Happiness
Paradise Lost-এর Book IX-এর শুরুতে আদম ও ইভের বিতর্ক একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা সরাসরি প্রলোভনের পূর্বে ঘটে। তাদের মতভেদ মূলত দুইটি পরস্পরবিরোধী মানের উপর ভিত্তি করে।
-
ইভের যুক্তি (Free Will):
-
ইভ তার স্বাধীনতা ও গুণের পরীক্ষা করার অধিকার দাবি করেন।
-
তার মতে, যদি তাদের আনুগত্য কখনো পরীক্ষিত না হয়, তা অর্থহীন।
-
তিনি বলেন: “And what is faith, love, virtue unassayed?”
-
ইভ চায় সম্ভাব্য বিপদের মুখোমুখি হয়ে নিজের শক্তি প্রমাণ করার সুযোগ, কারণ সত্যিকারের গুণ পরীক্ষার মুখোমুখি হয়ে স্বতঃস্ফূর্তভাবে বেছে নেওয়া স্বাধীন সিদ্ধান্তের মধ্যে নিহিত।
-
-
আদমের যুক্তি (Security):
-
আদম, স্বর্গদূত রাফায়েলের সতর্কতা মনে রেখে, নিরাপত্তা ও সুরক্ষা-কে অগ্রাধিকার দেন।
-
তিনি মনে করেন তারা একসাথে থাকলে বেশি শক্তিশালী ও নিরাপদ, এবং প্রলোভন অনুসন্ধান করা বুদ্ধিমানের কাজ নয়।
-
তার যুক্তি, সতর্ক থাকার মাধ্যমে ঈশ্বরের প্রতি আনুগত্য বজায় থাকে, কারণ তিনি বলেন, “no dishonor” তাদের সতর্ক থাকার মধ্যে নেই।
-
-
চূড়ান্ত সিদ্ধান্ত:
-
আদম রাজি হন না ইভের শক্তিতে বিশ্বাস রেখে, বরং তার স্বাধীন ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে।
-
তিনি বলেন, “stay, not free, absents thee more”, অর্থাৎ জোর করে তাকে রাখলে ঈশ্বর প্রদত্ত স্বাধীন সিদ্ধান্তের মূল নীতি লঙ্ঘন হতো।
-
-
এই বিতর্ক মূলত নিরাপত্তার আকাঙ্ক্ষা বনাম স্বাধীন ইচ্ছার ব্যবহার—দুটি পরস্পরবিরোধী মূল্যের সংঘর্ষ।

0
Updated: 9 hours ago
_____ his earlier study, the Professor's new study indicates a general warning trend in global weather.
Created: 1 month ago
A
In contrast of
B
In contrast to
C
In contrast by
D
In contrast as
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে 'in contrast to'.
- Complete sentence: In contrast to his earlier study, the Professor's new study indicates a general warning trend in global weather.
- Bangla Meaning: তার আগের অধ্যয়নের বিপরীতে, অধ্যাপকের নতুন গবেষণা বিশ্বব্যাপী আবহাওয়ায় একটি সাধারণ সতর্কতার প্রবণতা নির্দেশ করে।
In contrast to
English meaning: You say by contrast or in contrast, or in contrast to something, to show that you are mentioning a very different situation from the one you have just mentioned.
Bangla Meaning: In contrast to এর বাংলা অর্থ হলো এর বিপরীতে, এর তুলনায়, বা এর সাথে বিপরীতভাবে। এটি ব্যবহার করা হয় যখন কোনো কিছুর সাথে অন্য কিছুর ভিন্নতা বা বিপরীততা প্রকাশ করা হয়।
Example: In contrast to his earlier works, this novel is much more optimistic.
Bangla Meaning: পূর্বের কাজের তুলনায় নতুন উপন্যাসটি অনেক বেশি আশাবাদী।
Source: Collins Dictionary.

0
Updated: 1 month ago
In academic discourse, the term "nexus" most accurately refers to:
Created: 7 hours ago
A
A categorical separation of related concepts
B
A conclusion derived from inductive logic
C
A detailed framework of moral reasoning
D
A connection or link between two or more things
• The required answer
is - A connection or link between two or more things.
• Nexus (noun)
English Meaning: An important connection between the parts of a system or a
group of things.
Bangla Meaning: সংযোগ; বন্ধন; সম্বন্ধ; পরস্পরসম্বন্ধ শ্রেণি।
Example Sentence:
- Education is often the nexus between poverty and opportunity.
- This city serves as a nexus for trade routes between East and West.
- Her research explores the nexus of technology and ethics.

0
Updated: 7 hours ago