Below the belt means -
A
In secret
B
Irrelevant
C
Disregarding the rules
D
Without question
উত্তরের বিবরণ
“Below the belt” phrase-এর অর্থ এবং ব্যবহার নিম্নরূপ:
-
English Meaning: disregarding the rules / unfair
-
Bangla Meaning: অন্যায়ভাবে
Example Sentence:
Do you think it's a bit below the belt what they're doing?
Bangla Meaning: তোমার কি মনে হয় যে তারা যা করছে তা অন্যায়।
Source:

0
Updated: 12 hours ago
'The Rainbow' is -
Created: 1 month ago
A
a short story by Somerset Maugham
B
a novel by D. H. Lawrence
C
a poem by W.B. Yeats
D
a play by Christopher Marlowe
The Rainbow (Novel)
-
রচয়িতা: D. H. Lawrence
-
প্রকাশ: 1915
-
যৌন উপাদান থাকার কারণে প্রকাশের পরপরই অশ্লীল ঘোষিত হয়ে নিষিদ্ধ হয়
-
থিম: আধুনিক সভ্যতা বনাম ঐতিহ্যের দ্বন্দ্ব, এর মানব মননে নেতিবাচক প্রভাব
-
বিবাহ প্রথার সমালোচনা
-
কাহিনী কেন্দ্র: Brangwen পরিবারের তিন প্রজন্ম
D. H. Lawrence
-
পরিচয়: ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার, সাহিত্য সমালোচক
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Lady Chatterley’s Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover
-
My Heart Leaps Up (Poem)
-
রচয়িতা: William Wordsworth
-
বিকল্প নাম: The Rainbow
-
প্রকাশ: 1802
-
ধরণ: সংক্ষিপ্ত লিরিক কবিতা

0
Updated: 1 month ago
Which of the following is correctly spelled?
Created: 12 hours ago
A
Jubeleant
B
Jubiliant
C
Jubelant
D
Jubilant
Jubilant শব্দের অর্থ হলো এমন অনুভূতি বা অবস্থা যখন কেউ বিশেষ করে কোনো সফলতার কারণে অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। বাংলায় এর অর্থ হতে পারে আনন্দে চিৎকাররত, বিজয়ানন্দে উৎফুল্ল।
উদাহরণ:
-
ভক্তরা তাদের দলের বিজয় উপলক্ষে উৎফুল্ল ছিলেন।
উৎস:

0
Updated: 12 hours ago
Who wrote the tragedy "Romeo and Juliet"?
Created: 5 days ago
A
William Shakespeare
B
Charles Dickens
C
Christopher Marlowe
D
George Bernard Shaw
Romeo and Juliet হলো William Shakespeare–এর রচিত একটি বিখ্যাত ট্র্যাজেডি, যা বিশ্বসাহিত্যের সবচেয়ে জনপ্রিয় প্রেমকাহিনিগুলোর মধ্যে অন্যতম। নাটকটি লেখা হয় ১৫৯৪–৯৬ সালে এবং প্রথম প্রকাশিত হয় ১৫৯৭ সালে একটি অনুমোদনবিহীন কোয়ার্টোতে। পরবর্তীতে ১৫৯৯ সালে অনুমোদিত ও দীর্ঘ সংস্করণ প্রকাশিত হয়। দ্বিতীয় কোয়ার্টোর ভিত্তিতে একটি তৃতীয় সংস্করণও প্রকাশিত হয়, যা ১৬২৩ সালের First Folio–তে ব্যবহৃত হয়।
Characters
-
Romeo Montague
-
Juliet Capulet
-
Friar Laurence
-
Mercutio
-
Tybalt
-
The Nurse
সারসংক্ষেপ
-
Romeo (Montague পরিবার) এবং Juliet (Capulet পরিবার) দুই শত্রু পরিবারের সন্তান হলেও একে অপরের প্রেমে পড়ে।
-
তারা Friar Laurence–এর সাহায্যে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
-
Juliet–এর চাচাতো ভাই Tybalt–এর সাথে দ্বন্দ্বে জড়িয়ে Romeo তাকে হত্যা করে এবং নির্বাসিত হয়।
-
Juliet–এর পরিবার তার বিয়ে অন্যত্র ঠিক করে দিলে সে মরণঘুমের ওষুধ খায়।
-
Romeo ভুলে ভাবে Juliet মারা গেছে এবং বিষ পান করে আত্মহত্যা করে।
-
Juliet জেগে উঠে Romeo–কে মৃত দেখে ছুরি দিয়ে আত্মহত্যা করে।
-
এভাবে তাদের প্রেম এক চিরন্তন ট্র্যাজেডিতে পরিণত হয়।
William Shakespeare (1564–1616)
-
পূর্ণ নাম: William Shakespeare
-
জন্ম: ২৬ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬, Stratford-upon-Avon
-
পরিচিত নাম: Bard of Avon বা Swan of Avon
-
তিনি ছিলেন ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
ইংরেজ জাতীয় কবি এবং বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচিত।
-
তাঁর মোট ৩৭টি নাটক রচিত হয়েছে।
Notable Works
Tragedy
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Titus Andronicus
-
Timon of Athens
-
Antony and Cleopatra
-
Coriolanus
-
Romeo and Juliet
Tragi-comedy
-
The Merchant of Venice
-
The Winter’s Tale
-
Cymbeline
-
Troilus and Cressida
-
Measure for Measure
Comedy
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
Love’s Labour’s Lost
-
A Comedy of Errors
-
The Taming of the Shrew
-
Much Ado About Nothing
-
All’s Well That Ends Well
-
A Midsummer Night’s Dream
-
The Merry Wives of Windsor
Historical Plays
-
Julius Caesar (Tragedy + Historical)
-
Henry IV (Part I & II)
-
Henry V
-
Henry VI (Part I, II, III)
-
Henry VIII
-
King John
-
Richard II
-
Richard III

0
Updated: 5 days ago