Who has organized the meeting? [passive]
A
By whom is the meeting been organized?
B
By whom has the meeting been organized?
C
By whom has the meeting being organized?
D
By whom has the meeting to be organized?
উত্তরের বিবরণ
“Who” যুক্ত Interrogative Sentence-কে Active Voice থেকে Passive Voice-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
-
Who-এর পরিবর্তে শুরুতে By whom বসাতে হবে।
-
Tense এবং Person অনুযায়ী auxiliary verb বসাতে হবে।
-
Active sentence-এর object কে passive sentence-এর subject হিসেবে নিতে হবে।
-
Tense অনুযায়ী be/being/been বসাতে হবে।
-
মূল verb-এর past participle (V3) ব্যবহার করতে হবে।
-
বাক্যের শেষে question mark (?) বসাতে হবে।
Structure:
By whom + auxiliary verb + subject (object from active) + be/being/been + main verb (past participle) ?
উদাহরণ:
-
Active: Who has answered the question?
Passive: By whom has the question been answered? -
Active: Who has organized the meeting?
Passive: By whom has the meeting been organized?
0
Updated: 1 month ago
Who is Mrs. Bennet’s favorite daughter?
Created: 2 months ago
A
Elizabeth
B
Jane
C
Lydia
D
Mary
Mrs. Bennet সবসময় Lydia-কে সবচেয়ে বেশি আদর করে। কারণ Lydia চঞ্চল, সামাজিক ও ফ্লার্টেশাস। কিন্তু তার এই বেপরোয়া স্বভাবই পরিবারকে লজ্জার মুখে ফেলে। Austen দেখান—অযথা প্রশ্রয় সন্তানকে নষ্ট করে। Mrs. Bennet-এর এই পক্ষপাত তার দায়িত্বহীন মাতৃত্বের প্রমাণ।
3
Updated: 2 months ago
Complete the proverb: A sleeping fox catches no ______.
Created: 1 month ago
A
Chick
B
Egg
C
Hen
D
Poultry
প্রবাদটি সম্পূর্ণ হলো: “A sleeping fox catches no poultry.”
-
Bangla meaning: অলস লোক জীবনে কোনো কাজ করতে পারে না।
মনে রাখা গুরুত্বপূর্ণ যে প্রবাদ বাক্যে শব্দের পরিবর্তন করা যায় না এবং কোনো শব্দের পরিবর্তে সমার্থক শব্দও ব্যবহার করা যায় না। তাই যেটি প্রচলিত রূপে ব্যবহৃত হয়, সেটিই সঠিক প্রবাদ।
0
Updated: 1 month ago
He is ill but he can run fast. [Simple]
Created: 1 month ago
A
If his being ill, he can run fast.
B
His being ill, he can run fast.
C
Although being ill, he can run fast.
D
In spite of his being ill, he can run fast.
“But” যুক্ত Compound Sentence কে Simple Sentence-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
-
বাক্য শুরু হবে In spite of দিয়ে।
-
প্রথম Sentence-এর subject-এর possessive form ব্যবহার করতে হবে।
-
প্রথম Sentence-এর am/is/are/was/were এর পরিবর্তে being ব্যবহার করতে হবে; বা has/have/had এর পরিবর্তে having, অথবা মূল verb-এর সাথে -ing যোগ করতে হবে।
-
But এর পরিবর্তে comma (,) ব্যবহার করতে হবে।
-
দ্বিতীয় Sentence-টি 그대로 রেখে বাক্য সম্পূর্ণ করতে হবে।
Structure:
In spite of + subject (possessive) + verb(-ing/being/having) + , + second clause
উদাহরণ:
-
Compound: He is ill but he can run fast.
Simple: In spite of his being ill, he can run fast. -
Compound: I ran fast but I could not get the train.
Simple: In spite of my running fast, I could not get the train.
Source:
0
Updated: 1 month ago