Who has organized the meeting? [passive]
A
By whom is the meeting been organized?
B
By whom has the meeting been organized?
C
By whom has the meeting being organized?
D
By whom has the meeting to be organized?
উত্তরের বিবরণ
“Who” যুক্ত Interrogative Sentence-কে Active Voice থেকে Passive Voice-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
-
Who-এর পরিবর্তে শুরুতে By whom বসাতে হবে।
-
Tense এবং Person অনুযায়ী auxiliary verb বসাতে হবে।
-
Active sentence-এর object কে passive sentence-এর subject হিসেবে নিতে হবে।
-
Tense অনুযায়ী be/being/been বসাতে হবে।
-
মূল verb-এর past participle (V3) ব্যবহার করতে হবে।
-
বাক্যের শেষে question mark (?) বসাতে হবে।
Structure:
By whom + auxiliary verb + subject (object from active) + be/being/been + main verb (past participle) ?
উদাহরণ:
-
Active: Who has answered the question?
Passive: By whom has the question been answered? -
Active: Who has organized the meeting?
Passive: By whom has the meeting been organized?

0
Updated: 12 hours ago
Who wrote The Ant and The Grasshopper?
Created: 2 weeks ago
A
Charles Perrault
B
James Joyce
C
E.M. Forster
D
William Somerset Maugham
The Ant and The Grasshopper
-
Renaissance: William Somerset Maugham-এর লেখা একটি short story।
-
Inspiration: গল্পটির নামকরণ করা হয়েছে Aesop-এর প্রখ্যাত fable “The Ant and the Grasshopper”-এর অনুকরণে।
-
Theme: গল্পটি জীবনের বাস্তবতা এবং বিশ্বের প্রতি সমন্বিত দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে।
William Somerset Maugham
-
ইংরেজি প্রখ্যাত লেখক, নাট্যকার এবং উপন্যাসিক।
-
জন্ম: 25 জানুয়ারি 1874, প্যারিস।
-
মৃত্যু: 16 ডিসেম্বর 1965।
-
তার রচনায় মানব প্রকৃতি, সামাজিক সম্পর্ক এবং জীবনের জটিলতা বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি পাওয়া যায়।
Short Stories
-
The Ant and the Grasshopper
-
The Luncheon
Notable Novels
-
Of Human Bondage
-
The Sacred Flame
-
The Razor's Edge
-
Cakes and Ale
-
The Musician
-
The Moon and Sixpence
-
Lady Frederick
Source: Britannica, SparkNotes

0
Updated: 2 weeks ago
Choose the correctly spelled word:
Created: 1 month ago
A
Heirarchy
B
Hierarcy
C
Hierarchy
D
Hiararchy
• Correct option: গ) Hierarchy.
• Hierarchy
- Bangla Meaning: ক্রমাধিকারতন্ত্র; আধিপত্য-পরম্পরা; প্রাধান্যপরম্পরা।
- English Meaning: a body of persons in authority.
- “Hierarchy” is the correct spelling; others are phonetically wrong.

0
Updated: 1 month ago
"For Love, all love of other sights controls, And makes one little room an everywhere."
Who phrased this?
Created: 1 week ago
A
John Keats
B
John Donne
C
Lord Byron
D
T. S. Eliot
“For love, all love of other sights control And make a little room an everywhere” হলো John Donne-এর লেখা The Good-Morrow কবিতার একটি উক্তি, যা প্রেমের গভীরতা ও তার পরিবর্তনশীল ক্ষমতাকে প্রতিফলিত করে।
-
The Good-Morrow কবিতাটি John Donne রচনা করেছেন।
-
এটি ১৬৩৩ সালে প্রকাশিত হয়।
-
কবিতার মূল বিষয় হলো প্রেম।
-
এটি একটি metaphysical poem, যা কবির গভীর প্রেম এবং প্রেমের রূপান্তরমূলক শক্তি প্রকাশ করে।
-
কবিতার মূল কাঠামো হলো বক্তা এবং তার প্রেমিকার মধ্যে একটি কথোপকথন।
John Donne-এর কিছু গুরুত্বপূর্ণ উদ্ধৃতি
-
“For God's sake hold your tongue, and let me love” (The Canonization)
-
“As well a well-wrought urn becomes The greatest ashes, as half-acre tombs.” (The Canonization)
-
“For love, all love of other sights control And make a little room an everywhere.” (The Good-Morrow)
-
“I am two fools, I know, For loving, and for saying so In whining Poetry.” (The Triple Fool)
-
“Death be not proud, though some have called thee mighty and dreadful, for thou art not so.” (Holy Sonnet X)
-
“Our two souls therefore, which are one, though I must go, endure not yet a breach, but an expansion.” (A Valediction: Forbidding Mourning)
John Donne (1572–1631)
-
Renaissance যুগের একজন বিখ্যাত কবি।
-
তিনি Metaphysical poetry-এর জনক হিসেবে পরিচিত।
-
আধ্যাত্মিক কবিতার সূচনা করায় তাকে Father of Metaphysical poetry বলা হয়।
-
এছাড়াও তিনি Poet of Love and Religious হিসেবে পরিচিত।
-
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর John Donne-এর কবিতা দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন।
তার কিছু বিখ্যাত কবিতা
-
The Good-Morrow
-
The Canonization
-
The Flea
-
The Ecstasy
-
The Sun Rising
-
Twicknam Garden
-
For Whom The Bell Tolls

0
Updated: 1 week ago