In which sentence 'like' is used as a preposition?
A
He likes to eat fish.
B
He laughs like his father does.
C
He climbed the tree like a cat.
D
Like minded people are necessary to start a business.
উত্তরের বিবরণ
“He climbed the tree like a cat” বাক্যে “like”-এর বিশ্লেষণ নিম্নরূপ:
Preposition হিসেবে like:
-
এখানে like বোঝাচ্ছে “মত, রকম”, অর্থাৎ in the manner of, similarly to, having the characteristics of।
-
বাক্যের অর্থ: সে একটি বিড়ালের মতো গাছে উঠেছিল।
-
Like এখানে a cat (noun)-এর আগে অবস্থান করছে এবং বাক্যের অন্যান্য word-এর সাথে noun-এর সম্পর্ক স্থাপন করছে, তাই এটি preposition হিসেবে ব্যবহৃত হয়েছে।
অন্য উদাহরণগুলোতে like-এর ব্যবহার:
-
He likes to eat fish.
-
এখানে like একটি verb, অর্থাৎ “পছন্দ করা”।
-
অনুবাদ: সে মাছ খেতে পছন্দ করে।
-
-
He laughs like his father does.
-
এখানে like conjunction হিসেবে ব্যবহার হয়েছে।
-
অর্থ: in the same way that; এই ক্ষেত্রে like একটি clause-এর সাথে আরেকটি clause সংযুক্ত করছে।
-
-
Like-minded people are necessary to start a business.
-
এখানে like একটি adjective হিসেবে compound adjective like-minded-এ ব্যবহৃত হয়েছে।
-
অর্থ: similar; এটি preposition নয়।
-
Source:

0
Updated: 12 hours ago
Choose the correct spelling:
Created: 4 weeks ago
A
Proceding
B
Proclamation
C
Proffession
D
Protactor
Correct Spelling: Proclamation
• Answer:
-
খ) Proclamation
• Proclamation (Noun)
-
English Meaning: A public or official announcement dealing with a matter of great importance.
-
Bangla Meaning: ঘোষণা-পত্র; ইশতাহার; প্রচার
• Other Options:
-
ক) Proceding → Proceeding — কর্মপন্থা; কাজের ধারা; আচরণ
-
গ) Proffession → Profession — পেশা; জীবিকা (বিশেষত যে জীবিকায় উচ্চমানের শিক্ষাদীক্ষা ও বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন; যেমন আইন, স্থাপত্য, চিকিৎসা)
-
ঘ) Protactor → Protector — রক্ষক; সংরক্ষক; রক্ষাকারী বস্তু বা ব্যক্তি
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 4 weeks ago
Who strongly warns Elizabeth about Wickham’s intentions?
Created: 2 weeks ago
A
Mr. Bennet
B
Mrs. Gardiner
C
Lady Catherine
D
Caroline Bingley
Elizabeth-এর খালা Mrs. Gardiner তাকে সাবধান করেন যে Wickham শুধু টাকার জন্য ধনী মেয়েদের খোঁজে। তিনি Elizabeth-কে সতর্ক করেন যেন আবেগে সিদ্ধান্ত না নেয়। Austen এখানে প্রমাণ করেন—Gardiner পরিবার Bennet পরিবারের তুলনায় অনেক বেশি বিচক্ষণ ও দায়িত্বশীল। তাদের উপস্থিতি Elizabeth-কে সঠিক পথে সাহায্য করে।

4
Updated: 2 weeks ago
Following the successful temptation of mankind in Paradise Lost, what do the figures of Sin and Death build?
Created: 9 hours ago
A
A broad bridge connecting Hell to Earth
B
A new prison within Hell for the souls of men
C
A throne for Satan on Earth to establish his kingdom
D
A wall around the Garden of Eden to trap mankind.
Paradise Lost-এর Book X-এ একটি মহৎ নির্মাণকর্ম ঘটে। শয়তান আদম ও ইভকে পতিত করার পর, তার বিজয়ের মানসিক সংকেত পৌঁছায় তার সন্তানরা—Sin ও Death-এর কাছে, যারা নরকের দ্বার পাহারা দিচ্ছিল।
-
তারা তাদের নতুন ক্ষমতা ও প্রবৃত্তি অনুভব করে এবং তাদের পোস্ট ত্যাগ করে, নরক থেকে নতুন সৃষ্ট পৃথিবীর মধ্যে বিশাল causeway বা সেতু নির্মাণ শুরু করে।
-
মিল্টন এটিকে বর্ণনা করেছেন “stupendous” এবং “wondrous” হিসেবে।
-
সেতুর প্রতীকী অর্থ:
-
অপবিত্রের সহজ প্রবেশ:
-
এটি শয়তান ও অন্যান্য দানবদের জন্য স্থায়ী ও প্রশস্ত পথ তৈরি করে, যাতে তারা পৃথিবীতে প্রবেশ করে মানুষের নৈতিক পতন ও প্রলোভন চালিয়ে যেতে পারে।
-
-
প্রলুব্ধ মানুষের আত্মার নরকের পথ:
-
এটি সেই পথও তৈরি করে যার মাধ্যমে পাপী মানুষের আত্মারা নরকে টেনে নিয়ে যাওয়া হবে।
-
-
-
উপসংহার:
-
সেতুটি হলো প্রথম পাপের ফলাফলের শারীরিক প্রকাশ, যা একসময় নির্দোষ মানুষের পৃথিবীকে পুরোপুরি শয়তানের অধীন অঞ্চলের সাথে যুক্ত করে।
-
এর ফলে পাপ এবং নরকের পথে যাত্রা স্থায়ী ও সুগম হয়ে যায়।
-

0
Updated: 9 hours ago