He is a man to depend on. The underlined part is
A
a noun phrase
B
an adjective phrase
C
an adverbial phrase
D
a prepositional phrase
উত্তরের বিবরণ
“He is a man to depend on” বাক্যে “to depend on” phrase-এর বিশ্লেষণ নিম্নরূপ:
Adjective Phrase:
-
Underlined phrase to depend on noun ‘man’-কে modify করছে।
-
এটি Adjective Phrase, কারণ এটি noun-এর বৈশিষ্ট্য বা ক্ষমতা বোঝাচ্ছে।
-
এখানে to হলো infinitive marker, preposition নয়। তাই এই phrase কে Prepositional Phrase বলা যাবে না।
Infinitive Marker:
-
ইংরেজি ব্যাকরণে, “to” শব্দটি কোনো verb-এর আগে বসে infinitive তৈরি করে।
-
উদাহরণ: to go, to eat, to depend ইত্যাদি।
সংক্ষেপে:
-
Noun-এর পরে যদি কোনো clause বা phrase বসে এবং সেটি noun modify করে, তাহলে তা Adjective Clause/Phrase হবে।
-
Adjective Clause-এর অন্য নাম হলো Relative Clause।
-
এখানে underlined phrase ‘man’-কে modify করছে, তাই এটি Adjective Phrase।
অনুবাদ: সে এমন একজন মানুষ যার উপর নির্ভর করা যায়।

0
Updated: 12 hours ago
'Subject-Verb Agreement' refers to-
Created: 1 month ago
A
person only
B
number, person and gender
C
number and person
D
number only
Subject–Verb Agreement Rules
1. If the subject is singular, the verb must be singular too.
- He/She writes every day.
2. If the subject is plural, the verb must also be plural.
- They write every day.
3. When the subject of the sentence is composed of two or more nouns or pronouns connected by and, use a plural verb.
- The doctoral student and the committee members write every day.
অর্থাৎ, Subject–Verb Agreement 'Number and person' নিয়ে আলোচনা করে, Gender এর সঙ্গে এটি সংযুক্ত নয়।
তাই সঠিক উত্তর হবে Number and person.

0
Updated: 1 month ago
Why does Darcy interfere in Jane and Bingley’s relationship at first?
Created: 2 weeks ago
A
He dislikes Jane personally
B
He doubts Jane’s affection
C
He envies Bingley
D
He wants Jane for himself
Darcy মনে করেছিল Jane আসলে Bingley-কে তেমন ভালোবাসে না। তার শান্ত স্বভাবকে Darcy উদাসীনতা ভেবেছিল। এছাড়া Bennet পরিবারের লজ্জাজনক আচরণ (Mrs. Bennet-এর উচ্ছ্বাস, Lydia ও Kitty-র ফ্লার্ট) তাকে বিরক্ত করেছিল। এজন্য Darcy বন্ধুকে দূরে সরিয়ে নেয়। Austen দেখান—ভুল বিচার সম্পর্ক ভাঙতে পারে। তবে পরে Darcy ভুল বুঝতে পেরে Jane–Bingley-এর মিল ঘটাতে সাহায্য করে।

0
Updated: 2 weeks ago
'Child is the father of man' is taken from the poem of-
Created: 4 weeks ago
A
W. Wordsworth
B
S. T. Coleridge
C
P.B. Shelley
D
A.C. Swinburne
“My Heart Leaps Up” কবিতার কিছু তথ্য
-
উইলিয়াম ওয়ার্ডসওর্থ এর ১৮০২ সালের ছোট্ট এই কবিতাটির অন্য নাম “The Rainbow”।
-
কবিতাটিতে কবি একটি সহজ সাধারন রংধনুর ছবি দেখে যে আনন্দ অনুভব করেন তা বর্ণনা করেছেন।
-
কবিতার মূল ভাব হল, বাচ্চাদের মত উৎসাহ আর বিস্ময় বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবন জুড়ে সেই অনুভূতিই আমাদের শক্তি দেয়।
-
কবি এই ধারণাটি তার অনেক কবিতায় প্রকাশ করেছেন।
উইলিয়াম ওয়ার্ডসওর্থ সম্পর্কে:
-
তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
ইংরেজি রোমান্টিক আন্দোলনের শুরুতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তার কিছু পরিচিত উক্তি:
-
“Child is the father of the man” (বাচ্চাই মানুষের প্রেরণা)
-
“Our birth is but a sleep and a forgetting” (আমাদের জন্ম এক ধরনের নিদ্রা আর ভুলে যাওয়া)
-
“Nature never did betray the heart that loved her” (প্রকৃতি কখনো হৃদয়কে ঠকায় না যারা তাকে ভালোবাসে)
-
“Poetry is a spontaneous overflow of powerful feelings” (কবিতা হল অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ)
-
“Poet is the breath and final speed of knowledge” (কবি হল জ্ঞানের প্রাণশক্তি ও গতি)
-
“Come forth into the light of things, let nature be your teacher” (জীবনের আলোয় এসো, প্রকৃতিকে তোমার শিক্ষক করো)
তথ্যের উৎস: Sparksnotes.com এবং Britannica

0
Updated: 4 weeks ago