Mr. Yamin is a man of great patience. Here, the underlined phrase is -
A
Noun phrase and Preposition phrase
B
Prepositional phrase and Adverb phrase
C
Prepositional phrase and Adjective phrase
D
Phrasal verb and Adverb phrase
উত্তরের বিবরণ
“Mr. Yamin is a man of great patience” বাক্যে “of great patience” phrase-এর বিশ্লেষণ নিম্নরূপ:
Prepositional Phrase:
-
যে phrase একটি preposition দিয়ে শুরু হয় এবং adjective বা adverb-এর কাজ করে, তাকে Prepositional Phrase বলা হয়।
-
এখানে of great patience একটি preposition দিয়ে শুরু হয়েছে এবং adverbial বা modifier হিসেবে কাজ করছে, তাই এটি Prepositional Phrase।
Adjective Phrase:
-
যে phrase গুলো sentence-এ adjective-এর মত কাজ করে, অর্থাৎ noun/pronoun-কে modify করে, সেগুলোকে Adjective Phrase বলা হয়।
-
যদি noun/pronoun-এর পরে কোনো clause বা phrase বসে এবং সেটি noun/pronoun-কে modify করে, তা Adjective Phrase হবে।
-
এখানে of great patience Mr. Yamin-কে modify করছে, তাই এটি Adjective Phrase।
অতএব, এই বাক্যে of great patience একসাথে Prepositional Phrase এবং Adjective Phrase-এর কাজ করছে।
Source:

0
Updated: 12 hours ago
Americans do not object ____ by their first names.
Created: 1 week ago
A
my calling them
B
to my calling them
C
been called
D
me calling them
সঠিক উত্তর হলো – খ) to my calling them.
Complete sentence: Americans do not object to my calling them by their first names.
• Verb ‘object’ সাধারণত to + gerund (-ing form) এর সাথে ব্যবহার হয়।
- “object” verb-এর পর to + noun/gerund.
- “calling” হলো gerund (verb-এর noun রূপ)।
- তাই সঠিক গঠন: object to my calling them.
অন্যান্য অপশন ভুল:
ক) my calling them
→ “object” এর পরে to প্রয়োজন।
গ) been called
→ passive voice, কিন্তু এখানে gerund দরকার।
ঘ) me calling them
→ grammatically “to” ছাড়া ভুল।

0
Updated: 1 week ago
'Mutton' is a/an
Created: 2 weeks ago
A
Common noun
B
Abstract noun
C
Material noun
D
Proper noun
Mutton (ভেড়া/খাসির মাংস) হলো Material noun.
- কারণ এটি পদার্থ বা বস্তু বাচক।
• Materiel noun:
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়। একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.
• Classification of Nouns:
1. Proper Noun
- Proper Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম বুঝায়।
- যেমন: Titanic, Dhaka, Moon ইত্যাদি
2. Common Noun:
- A common noun is one which is common to each member of class of persons or things/A noun that names a general class of persons, place or things.
- যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
- যেমন: The words "teacher," "river," and "table" are common nouns.
3. Collective Noun:
A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
Ex: Crowd, mob, gang, team, flock, herd, army, fleet, jury, family, nation parliament committee etc.
4. Abstract Noun:
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবন দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।
- Honesty দ্বারা একটি অবস্তুগত ধারনা বা গুণকে নির্দেশ করছে বিধায় এটি হচ্ছে Abstract noun.

0
Updated: 2 weeks ago
Which of the following is an antonym of “coax”?
Created: 2 days ago
A
Lure
B
Repel
C
Finite
D
Adept
Coax (verb & noun) অর্থ হলো মিষ্ট কথায় প্রলুব্ধ বা ভুলানো, কাউকে কিছু করতে উৎসাহিত করা।
-
ইংরেজি অর্থ:
-
To persuade somebody to do something by talking to them in a kind and gentle way.
-
উদাহরণ:
-
She coaxed the horse into coming a little closer.
-
He was coaxed out of retirement to help the failing company.
-
Police managed to coax the man down from the ledge.
-
‘Nearly there,’ she coaxed.
-
-
-
বাংলা অর্থ: মিষ্ট কথায় ভুলানো; প্রলুব্ধ করা
-
Synonyms: Entice (প্রলুব্ধ করা), Tease, Flatter (তেলতেলে কথা বলা), Badger (জ্বালাতন করা), Lure (পটানো, টোপ দেওয়া)
-
Antonyms: Discourage (নিরুৎসাহিত করা), Repel (বিতাড়ন), Disgust (বিরক্তি), Admonish (তিরস্কার করা), Caution (সতর্কবার্তা)
-
অন্যান্য রূপ: Coaxing (noun)
-
অন্যান্য বিকল্প:
-
Finite → সীমাবদ্ধ; সসীম
-
Adept → সুদক্ষ, কুশলী
-
-
উদাহরণ বাক্য:
-
He took a lot of coaxing before he agreed to take her to the theatre.
-
He coaxed her into going along.
-
সঠিক বিপরীত শব্দ: Repel

0
Updated: 2 days ago