Choose the correct meaning of the phrase “At the outset”.
A
At the end
B
At the beginning
C
In the middle
D
After a while
উত্তরের বিবরণ
At the outset এর অর্থ এবং ব্যবহার নিম্নরূপ:
-
English Meaning: the beginning
-
Bangla Meaning: শুরুতেই / প্রারম্ভেই
Example Sentence:
I told him at the outset I wasn't interested.
Bangla Meaning: আমি তাকে শুরুতেই বলেছিলাম যে আমি আগ্রহী নই।
Source:

0
Updated: 12 hours ago
She started learning Spanish last month. Here, 'learning' is used as -
Created: 2 weeks ago
A
Participle
B
Gerund
C
Linking verb
D
Main verb
She started learning Spanish last month.
Here, 'learning' is used as a Gerund.
-
Gerund (verb + ing) একটি verb যা object হিসেবে ব্যবহৃত হতে পারে।
-
এই বাক্যে started verb-এর object হিসেবে learning ব্যবহার হয়েছে, তাই এটি Gerund।
Gerund:
-
Verb+ing যদি একই সাথে Verb এবং Noun এর কাজ করে, তাকে Gerund বলা হয়।
-
Noun হিসেবে ব্যবহৃত হলে সাধারণত বাংলা অর্থে আ-কার যুক্ত হয়।
-
A Gerund is a double part of speech – Noun এবং Verb একত্রিত।
-
Gerunds ক্রিয়া প্রকাশ করে না, বরং noun-এর মতো কাজ করে।
Functions of the Gerund:
-
As subject:
-
Rising early is a good habit.
-
-
As object:
-
I like playing Badminton.
-
-
As an object of a preposition:
-
The old woman is tired of walking.
-
-
As a complement of a verb:
-
Working is earning.
-

0
Updated: 2 weeks ago
Which is the latest period of English literature from the given options?
Created: 1 month ago
A
The Age of Sensibility
B
The Pre-Raphaelites
C
The Commonwealth period
D
The Georgian period
English Literature – Latest Period
-
সঠিক উত্তর: গ) Georgian period
Georgian Period (1910–1936)
-
সময়কাল: ১৯১০–১৯৩৬
-
এটি Modern Age-এর দ্বিতীয় পর্যায়
-
সাহিত্যিক বৈশিষ্ট্যগুলো আধুনিক যুগের অংশ, যা প্রায় ১৯৩৯ সাল পর্যন্ত চলে
-
১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় সাধারণভাবে Modern period শেষ ধরা হয়
Modern period-এর উপ-বিভাগ:
-
Edwardian period: 1901–1910
-
Georgian period: 1910–1936
অন্যান্য উল্লেখযোগ্য English Literature Periods:
-
The Age of Sensibility: 1745–1785
-
The Pre-Raphaelites: 1848–1860
-
The Commonwealth period: 1649–1660
Timeline সংক্ষেপে:
-
Old English: 450–1066
-
Middle English: 1066–1500
-
Anglo-Norman, Chaucer’s Age
-
-
Renaissance: 1500–1660
-
Elizabethan, Jacobean, Caroline, Commonwealth
-
-
Neoclassical: 1660–1785
-
Restoration, Augustan, Age of Sensibility
-
-
Romantic: 1798–1832
-
Victorian: 1832–1901
-
Pre-Raphaelites, Aestheticism & Decadence
-
-
Modern: 1901–1939
-
Edwardian, Georgian
-
-
Post Modern: 1939–present

0
Updated: 1 month ago
Very few cities are as romantic as Paris. [Comparative]
Created: 12 hours ago
A
Paris is more romantic then most other cities.
B
Paris is more romantic than any other cities.
C
Paris is more romantic than other cities.
D
Paris is more romantic than most other cities.
Positive এবং Comparative ডিগ্রিতে রূপান্তরের নিয়ম অনুযায়ী, যখন “Very few” যুক্ত Positive Degree কে Comparative Degree-তে রূপান্তর করা হয়, তখন ধাপগুলো হলো:
-
প্রদত্ত Sentence-এর শেষের Subject বসাতে হবে।
-
তারপর Verb বসাতে হবে।
-
Positive Degree এর Comparative form বসাতে হবে।
-
than most other বসাতে হবে।
-
very few এর পর থেকে verb-এর পূর্ব পর্যন্ত অংশ বসাতে হবে।
Structure:
প্রদত্ত Sentence-এর শেষের Subject + Verb + Positive Degree এর Comparative form + than most other + very few-এর পর থেকে verb-এর পূর্ব পর্যন্ত অংশ।
উদাহরণ:
-
Positive: Very few metals are as costly as gold.
-
Comparative: Gold is costlier than most other metals.
প্রশ্নের অপশন বিশ্লেষণ:
-
ক) Paris is more romantic then most other cities. → এখানে “then” ব্যবহার করা হয়েছে, যা ভুল। তুলনার জন্য than ব্যবহার করতে হবে।
-
খ) Paris is more romantic than any other cities. → “any other cities” plural form ব্যবহার করা হয়েছে, তাই এটি ভুল।
-
গ) Paris is more romantic than other cities. → “than most other” বসাতে হবে, তাই এটি ভুল।
উৎস:

0
Updated: 12 hours ago