I know what your problem is. [Simple]
A
I know about your problem.
B
I know the problem what you have.
C
I know your problem.
D
I know you have a problem.
উত্তরের বিবরণ
“What” যুক্ত complex sentence কে simple sentence-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
যখন আমরা complex sentence যেমন I know what his name is কে simple sentence-এ রূপান্তর করি, তখন পদক্ষেপগুলো হলো:
-
মূল subject রাখতে হবে।
-
মূল verb রাখতে হবে।
-
What অপসারণ করতে হবে।
-
প্রদত্ত possessive রাখতে হবে।
-
possessive-এর পরে noun বসাতে হবে।
Structure:
Subject + verb + possessive + noun
উদাহরণ:
Complex: I know what his name is.
Simple: I know his name.
Complex: I know what your problem is.
Simple: I know your problem.
Source:
0
Updated: 1 month ago
Identify the word that serve as both a noun and an adjective.
Created: 2 months ago
A
Content
B
Triumph
C
Victory
D
Conquer
Content (noun)
-
English Meaning:
-
The things that are held or included in something.
-
A list of the chapters or sections given at the front of a book or periodical.
-
The material dealt with in a speech, literary work, etc., as distinct from its form or style.
-
A happy and satisfied feeling.
-
-
Bangla Meaning:
-
অভ্যন্তরস্থ বস্তু; আধেয়; বই কিংবা সাময়িকপত্রের সূচিপত্র; ধারণক্ষমতা; কোনো পাত্রে যে পরিমাণ জিনিস ধরে: সারমর্ম; কোনো বই, বক্তৃতা ইত্যাদির মূলকথা; কোনো কিছুর অংশ; উপাদান।
-
তুষ্টি; পরিতৃপ্তি; সন্তোষ।
-
-
Example Sentences:
-
I showed him the contents of my pocket.
-
The content of a barrel / the silver content of a coin.
-
Content (adjective)
-
English Meaning: Pleased with your situation and not hoping for change or improvement.
-
Bangla Meaning: তৃপ্ত; পরিতৃপ্ত; যা আছে তাই নিয়ে খুশি।
-
Example Sentence: I am content with my present job.
Other options discussion:
-
Conquer (verb-transitive)
-
English Meaning: To take control or possession of foreign land, or a group of people, by force; or to defeat someone in a game or competition.
-
Bangla Meaning: জয় করা; শক্তিবলে দখল করা; পরাজিত করা; কারো ভালোবাসা, প্রশংসা ইত্যাদি অর্জন করা।
-
Adjective form: Conquerable
-
Example: Akbar conquered the whole of India. / She has conquered the hearts of many men.
-
-
Victory (noun)
-
English Meaning: An act of defeating an enemy or opponent in a battle, game, or other competition.
-
Bangla Meaning: জয়; বিজয়।
-
Adjective form: Victorious
-
Example: The general led the troops to victory.
-
-
Triumph (noun)
-
English Meaning: A great victory or achievement.
-
Bangla Meaning: বিজয়; সাফল্য; বিজয়োল্লাসে।
-
Adjective forms:
-
Triumphal (বিজয়ঘটিত)
-
Triumphant (বিজয়দৃপ্ত; বিজয়োন্মত্ত)
-
-
Example: A garden built to celebrate Napoleon's many triumphs.
-
-
Triumph (verb)
-
English Meaning: Achieve a victory; be successful.
-
Bangla Meaning: (কারো উপর) বিজয় অর্জন করা; (কাউকে) পরাভূত করা।
-
Example: Spectacle has once again triumphed over content.
-
Source:
-
Oxford Learner's Dictionary
-
Cambridge Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 2 months ago
Choose the antonym of “Feeble.”:
Created: 2 months ago
A
Weak
B
Fragile
C
Mighty
D
Delicate
Correct Answer
গ) Mighty ✅
Explanation:
-
Feeble
-
Bangla Meaning: দুর্বল, নিস্তেজ, ক্ষীণ।
-
English Meaning: markedly lacking in strength.
-
-
Mighty
-
Bangla Meaning: পরাক্রমশালী।
-
English Meaning: possessing might; powerful.
-
Other Options
ক) Weak → দুর্বল, ভঙ্গুর; lacking strength।
খ) Fragile → ভঙ্গুর, ক্ষণভঙ্গুর; easily broken or destroyed।
ঘ) Delicate → সুকুমার, পেলব; pleasing to the senses।
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary
0
Updated: 2 months ago
"Songs of Innocence" was written by -
Created: 1 month ago
A
Lord Byron
B
Jane Austen
C
G. B. Shaw
D
William Blake
“Songs of Innocence” হলো William Blake-এর লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, যা প্রকাশিত হয় ১৭৮৯ সালে। এটি শিশুদের সরলতা, নিষ্পাপতা এবং ধর্মীয় বিশ্বাস নিয়ে লেখা এবং পৃথিবীকে কোমল ও আত্মিক দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করে। Blake-এর আরেকটি কাব্যগ্রন্থ Songs of Experience (1794) হলো এর প্রত্যুত্তর, যেখানে ২৬টি কবিতা রয়েছে। ১৭৯৪ সালে তিনি দুটি কাব্যগ্রন্থকে একত্রিত সংস্করণে প্রকাশ করেছিলেন।
-
Songs of Innocence-এ ১৯টি কবিতা রয়েছে।
-
কবিতাগুলি শিশুদের নির্দোষ দৃষ্টিভঙ্গি ও মানবিক ভাবনাকে কেন্দ্র করে।
William Blake (1757–1827)
-
ইংরেজ কবি, চিত্রশিল্পী এবং দার্শনিক।
-
Early Romantic era-এর একজন প্রখ্যাত visionary।
-
তার মূল পেশা ছিল engraver এবং watercolor artist/painter।
-
Blake-এর কবিতা ও চিত্রশিল্পে ধর্ম, প্রতীকী ভাষা এবং কল্পনাশক্তি লক্ষ্য করা যায়।
-
জীবদ্দশায় কম জনপ্রিয় হলেও, মৃত্যুর পর ইংরেজ সাহিত্যে তিনি গুরুত্বপূর্ণ কবি হিসেবে স্বীকৃতি পান।
উল্লেখযোগ্য কাজসমূহ:
-
Songs of Innocence
-
Songs of Experience
-
The Marriage of Heaven and Hell
-
Milton, a poem
-
The Divine Image
-
A Vision of the Last Judgment
-
Jerusalem
-
London
-
The Tyger
-
The Lamb
-
The Everlasting Gospel
-
The First Book of Urizen
-
Visions of the Daughters of Albion
0
Updated: 1 month ago