Choose the correct spelling.
A
Rastrictive
B
Restritive
C
Restriictive
D
Restrictive
উত্তরের বিবরণ
Restrictive (Adjective) সম্পর্কিত তথ্য নিম্নরূপ:
-
Correct spelling: Restrictive
-
English meaning: Preventing people from doing what they want
-
Bangla meaning: নিয়ন্ত্রণপ্রবণ / সীমাবদ্ধমূলক
Example Sentence:
-
English: The company has adopted restrictive policies on internet use during office hours.
-
Bangla: কোম্পানিটি অফিস সময়ের মধ্যে ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধমূলক নীতি গ্রহণ করেছে।

0
Updated: 14 hours ago
Choose the correct spelling.
Created: 1 month ago
A
Repeatition
B
Repeatation
C
Repetition
D
Ripitetion
Answer: গ) Repetition.
• Repetition:
English meaning: the act of doing or saying something again.
Bangla meaning: পুনরাবৃত্তি।
Example:
- His books are full of repetition.
- We want to prevent a repetition of last summer's fires, which destroyed more than 500,000 acres of land.
Source: Cambridge Dictionary.

0
Updated: 1 month ago
Choose the correctly spelt word:-
Created: 1 month ago
A
Liesure
B
Leisure
C
Leasure
D
Lesiure
Supersede (verb – ক্রিয়া)
English Meaning: নতুন বা ভালো কিছু দিয়ে পুরনো, কম কার্যকর বা কম গুরুত্বপূর্ণ কিছু প্রতিস্থাপন করা।
Bangla Meaning:
-
স্থান দখল করা
-
(কোনো ব্যক্তি বা জিনিসকে) সরিয়ে তার জায়গায় নতুন কিছু আনা
-
বাতিল বা পরিবর্তিত করা
উদাহরণ:
-
অনেক দূর যাত্রার জন্য এখন আর ঘোড়ার গাড়ি নয়, বাস ব্যবহৃত হয়। অর্থাৎ, বাস ঘোড়ার গাড়িকে সরিয়ে দিয়েছে।
Example Sentences:
-
একদিন তারবিহীন ব্রডব্যান্ড স্যাটেলাইট রেডিওর জায়গা নিতে পারে।
-
এই বইটির নতুন সংস্করণটি আগের সংস্করণকে প্রতিস্থাপন করেছে।
সমার্থক শব্দ (Synonyms):
-
Replace (প্রতিস্থাপন করা)
-
Supplant (স্থান দখল করা)
-
Override (উপেক্ষা করা/অগ্রাহ্য করা)
-
Displant (অন্য জায়গায় সরিয়ে দেওয়া)
বিপরীত শব্দ (Antonyms):
-
Keep (রাখা)
-
Retain (ধরে রাখা)
-
Stay (অবস্থানে থাকা)
-
Submit (জমা দেওয়া)
Other Form:
-
Supersession (noun): কারো বা কিছুর জায়গা নেওয়া, সরিয়ে দেওয়া, অপসারণ।

0
Updated: 1 month ago
Identify the correct spelling:
Created: 2 weeks ago
A
Obsolascent
B
Obsolascant
C
Obsolescent
D
Obsolesent
Obsolescent
Part of Speech: Adjective (বিশেষণ)
English Meaning: The process or state of becoming old-fashioned and no longer useful.
Bangla Meaning: সেকেলে হতে চলেছে এমন; প্রচলন হারাতে থাকা।
Examples:
Depreciation refers to the loss of value of an asset due to age, wear and tear, and obsolescence.
(অবচয় বলতে বোঝায় বয়স, ক্ষয়-ক্ষতি এবং সেকেলে হওয়ার কারণে সম্পদের মূল্যহ্রাস।)
Unless it changes, the industry faces the risk of technological obsolescence.
(এটি পরিবর্তিত না হলে, শিল্পটি প্রযুক্তিগত সেকেলে হওয়ার ঝুঁকির সম্মুখীন হবে।)
Source: Cambridge Dictionary

0
Updated: 2 weeks ago