Change the sentence into a Simple Sentence:
Study regularly or you will fail the exams.
A
Studying regularly, you will fail the exams.
B
Without studying regularly, you will fail the exams.
C
Study regularly and you will fail the exams.
D
You will fail the exams and you will study regularly.
উত্তরের বিবরণ
Or যুক্ত Compound Sentence কে Simple Sentence-এ রূপান্তরের নিয়ম:
-
প্রথমে Without বসানো হবে।
-
প্রথম বাক্যের মূল verb এর সাথে -ing যোগ করা হবে।
-
Verb-এর পরের অংশ বসানো হবে।
-
Or এর পরিবর্তে Comma (,) ব্যবহার করা হবে।
-
দ্বিতীয় sentence অপরিবর্তিতভাবে থাকবে।
উদাহরণ:
-
Compound Sentence: Study regularly or you will fail the exams.
-
Simple Sentence: Without studying regularly, you will fail the exams.
0
Updated: 1 month ago
Though the man has many assets, he wants more. (make it simple)
Created: 2 months ago
A
In spite of his having many assets, the man wants more.
B
Despite of his having many assets, he wants more.
C
In spite of his being many assets, he wants more.
D
Because of his having many assets, he wants more.
Though/Although Clause থেকে Simple Sentence-এ রূপান্তর
Rule:
-
যদি Though/Although clause-এ has/have/had থাকে, তবে Simple Sentence-এ রূপান্তর করার নিয়ম হলো:
-
Though/Although → Despite/In spite of
-
Subject অনুসারে possessive form ব্যবহার করতে হবে
-
has/have/had → having
-
বাকী অংশ অপরিবর্তিত থাকবে
-
Example:
-
Complex Sentence: Though the man has much assets, he wants more.
-
Simple Sentence: In spite of his having much assets, he wants more.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition by Chowdhury & Hossain
0
Updated: 2 months ago
Transform it into a simple sentence:
Although he was poor, he was honest.
Created: 1 month ago
A
He was poor but honest.
B
He was honest in spite of being poor.
C
He was poor and honest.
D
He was poor so he was honest.
তোমার দেওয়া তথ্যগুলো ঠিক রেখে পরিষ্কারভাবে রি-রাইট করে দিলাম:
উত্তর: খ) He was honest in spite of being poor.
-
মূল বাক্যটি একটি Complex Sentence, কারণ এতে Although দিয়ে একটি subordinate clause আছে।
-
Simple sentence করার জন্য subordinate clause-কে phrase-এ রূপান্তর করতে হয়।
-
Although he was poor → in spite of being poor দ্বারা প্রকাশ করা যায়।
-
বাক্যের মূল অর্থ অক্ষুণ্ণ রেখে একটি মাত্র clause-এ রূপান্তর করা হয়।
-
তাই সঠিক simple sentence: He was honest in spite of being poor.
Other options:
-
ক) He was poor but honest. → এটি Compound Sentence, কারণ but দুইটি independent clause যুক্ত করছে।
-
গ) He was poor and honest. → এটি মূল বাক্যের contrast সম্পর্ক প্রকাশ করে না, অর্থ বদলে যায়।
-
ঘ) He was poor so he was honest. → এটি ভুল, কারণ এখানে cause-effect বোঝানো হয়েছে, যা মূল বাক্যের ভাবের সাথে মেলে না।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
0
Updated: 1 month ago
Change into a simple sentence:
If you run fast, you will catch the bus.
Created: 1 month ago
A
Running fast helps to catch the bus.
B
Run fast and you will catch the bus.
C
You run fast and you will catch the bus.
D
Running fast, you will catch the bus.
মূল বাক্য ছিল If you run fast, you will catch the bus। এটি একটি complex sentence, কারণ এখানে if ব্যবহার করে শর্ত প্রকাশ করা হয়েছে। একে simple sentence করতে হলে শর্তের ভাব অক্ষুণ্ণ রেখে বাক্যকে একত্রে সরল রূপে প্রকাশ করতে হবে। এজন্য if you run fast-এর পরিবর্তে Running fast ব্যবহার করা যায়। তাই সঠিক উত্তর হলো ক) Running fast, you will catch the bus। এখানে Running fast একটি participle phrase, যা মূল বাক্যকে simple sentence আকারে রূপান্তর করেছে।
তথ্যগুলো হলো:
-
অপশন ক) Running fast helps to catch the bus — ভুল, কারণ এখানে helps যুক্ত হয়ে মূল বাক্যের অর্থ পরিবর্তিত হয়েছে।
-
অপশন খ) Run fast and you will catch the bus — এটি একটি compound sentence, কারণ দুটি independent clause যুক্ত হয়েছে।
-
অপশন গ) You run fast and you will catch the bus — এটিও একটি compound sentence, simple নয়।
-
অপশন ঘ) Running fast, you will catch the bus — সঠিক উত্তর, কারণ এটি participle phrase ব্যবহার করে simple sentence আকারে রূপান্তর করেছে।
0
Updated: 1 month ago