When it is spring, the cuckoo sings. (make it simple)
A
In the beginning of spring the cuckoo sings.
B
The cuckoo sings in the spring.
C
At spring the cuckoo sings.
D
In spring the cuckoo sings.
উত্তরের বিবরণ
When যুক্ত Complex Sentence কে Simple Sentence-এ রূপান্তরের নিয়ম:
-
When উঠে যাবে এবং When-এর পরে যে Subject ও Verb আছে তা প্রথম clause থেকে সরিয়ে নেওয়া হবে।
-
সময় বোঝালে at / in ব্যবহার করা হবে।
-
ঋতু বোঝালে এর পূর্বে in বসানো হবে।
-
বয়স বোঝালে at the age of ব্যবহার করা হবে।
-
Comma (,) এর পরে অবশিষ্ট clause বসানো হবে।
উদাহরণ:
-
Complex Sentence: When it is spring, the cuckoo sings.
-
Simple Sentence: In spring, the cuckoo sings.
0
Updated: 1 month ago
Change to a simple sentence:
Although he was tired, he continued working.
Created: 1 month ago
A
He was tired but he continued working.
B
He was tired; however, he continued working.
C
He continued working despite being tired.
D
He continued working because he was tired.
Correct answer: He continued working despite being tired.
-
Although he was tired, he continued working.
-
মূল বাক্যটি একটি জটিল বাক্য যেখানে “Although” দিয়ে বিরোধ বা পরোক্ষ বিপরীততা দেখানো হয়েছে।
-
Simple sentence-এ রূপান্তরের জন্য “Although” ও তার clause বাদ দিয়ে “despite being tired” ব্যবহার করা হয়।
-
“Despite being tired” phrase দিয়ে একই অর্থ সংক্ষিপ্ত ও সরলভাবে প্রকাশ করা হয়।
-
Option C সঠিক কারণ এটি মূল অর্থ ঠিক রেখে simple sentence হিসেবে গঠিত।
-
অন্য optionগুলো compound sentence বা অর্থ পরিবর্তন করেছে, তাই সেগুলো সঠিক নয়।
0
Updated: 1 month ago
The obstacle is too hard for me to solve. (Make it Compound)
Created: 1 month ago
A
The obstacle is hard and I could solve it.
B
The obstacle is very hard and I cannot solve it.
C
The obstacle is so hard that I can solve it.
D
The obstacle is very hard that I cannot solve it.
Simple Sentence: The obstacle is too hard for me to solve।
Compound Sentence: The obstacle is very hard and I cannot solve it।
-
Too + to যুক্ত Simple Sentence কে Compound Sentence-এ রূপান্তর করার নিয়ম:
-
Too এর পরিবর্তে very ব্যবহার করা হয়
-
to এর পরিবর্তে and ব্যবহার করা হয়
-
Tense অনুযায়ী cannot / could not বসানো হয়
-
to এর পরের অংশটি রাখা হয়
-
-
More Examples:
-
Simple Sentence: He is too busy to attend the meeting.
-
Compound Sentence: He is very busy and cannot attend the meeting।
-
0
Updated: 1 month ago
Change the sentence into a Simple Sentence:
Created: 1 month ago
A
The sun was too hot, people stayed indoors.
B
People stayed indoors because the sun was too hot.
C
The sun being too hot, people stayed indoors.
D
The sun was too hot, so people stayed indoors.
দুটি clause এর subject ভিন্ন হলে এবং প্রথম clause-এ am/is/are/was/were/has/have/had থাকলে Complex Sentence কে Simple Sentence এ রূপান্তরের নিয়ম:
-
Since / As / When সর্বদা উঠিয়ে দেওয়া হবে।
-
প্রথম clause-এ am/is/are/was/were এর পরিবর্তে being বসানো হবে এবং has/have/had এর পরিবর্তে having বসানো হবে।
-
প্রথম clause-এর অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে।
-
দ্বিতীয় clause অপরিবর্তিতভাবে থাকবে।
উদাহরণ:
-
Complex Sentence: Since the sun was too hot, people stayed indoors.
-
Simple Sentence: The sun being too hot, people stayed indoors.
0
Updated: 1 month ago