সিলেট কোননদীর তীরে অবস্থিত?
A
আড়িয়াল খাঁ
B
সুরমা
C
চন্দনা
D
রূপসা
উত্তরের বিবরণ
সিলেট:
- সিলেটের উত্তরে ভারতের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়, দক্ষিণে মৌলভীবাজার জেলা, পূর্বে ভারতের কাছাড় ও করিমগঞ্জ জেলা, পশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা।
- সিলেট জেলা ১৭৭২ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- সুলতানী আমলে সিলেটের নাম ছিল জালালাবাদ।
উল্লেখ্য,
⇒ সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত।
- সিলেটের প্রধান ও দীর্ঘতম নদী সুরমা, অপর বৃহৎ নদী হলো কুশিয়ারা।
- এ জেলায় ছোট বড় মিলিয়ে মোট ৮২টি হাওর-বিল রয়েছে। এগুলোর মধ্যে সিংগুয়া বিল (১২.৬৫ বর্গ কিমি), চাতলা বিল (১১.৮৬ বর্গ কিমি) উল্লেখযোগ্য।
উৎস: সিলেট জেলা ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
'দক্ষিণ তালপট্টি' দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
Created: 3 months ago
A
বালেশ্বর
B
হাড়িয়াভাঙ্গা
C
রূপসা
D
ভৈরব
দক্ষিণ তালপট্টি দ্বীপ
-
দক্ষিণ তালপট্টি দ্বীপের আরেক নাম হলো পূর্বাশা দ্বীপ।
-
এটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্গত একটি উপকূলবর্তী দ্বীপ, যা বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান এলাকায় অবস্থিত।
-
বাংলাদেশের সাতক্ষীরা জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার বশীরহাট থানার মধ্যে বয়ে যাওয়া হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় দক্ষিণে অবস্থিত এই ছোট দ্বীপটি গড়ে উঠেছে।
-
দ্বীপটির আকৃতি প্রায় গোলাকার হলেও ভাটার সময় সমুদ্রের পানি নেমে গেলে এটি অর্ধচন্দ্রাকৃতির মতো দেখতে লাগে।
-
দক্ষিণ তালপট্টির উত্তরে বাংলাদেশের মূল ভূখণ্ড তালপট্টি এবং দক্ষিণ দিকে বিস্তৃত বঙ্গোপসাগর অবস্থিত।
-
দ্বীপটির মোট আয়তন প্রায় ১০ বর্গকিলোমিটার, তবে জোয়ার-ভাটার পরিবর্তনের কারণে এর আয়তন ৭ থেকে ১৪ বর্গকিলোমিটারের মধ্যে ওঠানামা করে।
-
১৯৭০ সালের নভেম্বর মাসে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় গাঙ্গেয় বদ্বীপাঞ্চলের দক্ষিণ অংশে আঘাত হানার পর এই দ্বীপটি প্রথমবার দৃষ্টিগোচর হয়।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago
বাংলাদেশের কর্ণফুলি নদীর উৎপত্তিস্থল কোথায়?
Created: 1 month ago
A
লুসাই পাহাড়
B
সিকিমের পাবর্ত্য অঞ্চল
C
তিব্বতের মানোস সরোবর
D
নাগা-মনিপুর অঞ্চলের বোরাক নদী
কর্ণফুলী নদী
-
কর্ণফুলী নদী বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী।
-
এটি ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে।
-
এই নদীর মোহনায় চট্টগ্রাম বন্দর অবস্থিত, যা বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর।
-
নদীটির মোট দৈর্ঘ্য প্রায় ৩২০ কিলোমিটার।
-
এটি চট্টগ্রাম ও রাঙামাটির অন্যতম প্রধান নদী।
-
কর্ণফুলী হলো বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা (দ্রুতগামী ও স্রোতস্বীনি) নদী।
কর্ণফুলীর উপনদী
-
ইছামতি, হালদা, তুইলিয়ান পুই (সাজাল লুই), থেগা (কাওপুই), শুভলং-মরম ছড়া, ভান্দরজুরি খাল, শাইলক খাল, হীরার ছড়া।
শাখা নদী
-
কর্ণফুলীর কোনো শাখা নদী নেই।
কাপ্তাই বাঁধ
-
১৯৬৪ সালে কর্ণফুলী নদীর ওপর একটি বাঁধ তৈরি করা হয়, যার নাম কাপ্তাই বাঁধ। এটি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত।
-
এই বাঁধের পানির মাধ্যমে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
বিভিন্ন নদীর উৎপত্তিস্থল
-
পদ্মা নদী: ভারতের হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নামে উৎপন্ন হয়ে বাংলাদেশে এসে পদ্মা নামে পরিচিত।
-
মেঘনা নদী: ভারতের আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন।
-
যমুনা নদী: ভারতের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে ব্রহ্মপুত্র নামে উৎপন্ন হয়ে বাংলাদেশে যমুনা নামে পরিচিত।
-
করতোয়া নদী: ভারতের সিকিম রাজ্যের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন।
-
সাঙ্গু নদী: মিয়ানমার ও বাংলাদেশের সীমান্তে অবস্থিত আরাকান পাহাড় থেকে উৎপন্ন।
-
হালদা নদী: বাংলাদেশের খাগড়াছড়ি জেলার বাদানাতলী পাহাড় থেকে উৎপন্ন।
-
মহানন্দা নদী: ভারতের দার্জিলিং জেলার মহালড্রীম এলাকা থেকে উৎপন্ন।
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন (Bangladesh National Information Portal)

0
Updated: 1 month ago
গারো পাহাড় থেকে নিম্নের কোন নদীর উৎপত্তি?
Created: 4 weeks ago
A
সোমেশ্বরী
B
আত্রাই
C
নিতাই
D
বাঙালি
আন্তর্জাতিক বিষয়াবলি
বাংলাদেশ বিষয়াবলি
সাধারণ জ্ঞান
নদ নদীর উৎপত্তিস্থল
নদী সম্পর্কিত তথ্য
বাংলাদেশের পাহাড়
গারো পাহাড়
-
বাংলাদেশের বৃহত্তম ও সর্বোচ্চ পাহাড়।
-
অবস্থান: উত্তর-পূর্ব বাংলাদেশ, পূর্ব-পশ্চিম বরাবর বিস্তৃত।
-
পাদদেশে অবস্থিত জেলা: ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ।
-
মোট আয়তন: প্রায় ৮,১৬৭ বর্গকিমি।
-
সর্বোচ্চ শৃঙ্গ: নকরেক (ভারত অংশে)।
-
উচ্চতা: ৪,৬৫২ ফুট ≈ ১,৪০০ মিটার।
-
প্রধান শহর: তুরা।
-
প্রধান নদী: সোমেশ্বরী/সিমসাং নদী।
সোমেশ্বরী/সিমসাং নদী
-
উৎপত্তি: ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে।
-
প্রধান ঝর্ণাধারা: বিঞ্চুরীছড়া, বাঙাছড়া; পশ্চিম দিক থেকে রমফা নদী এর স্রোতধারা যুক্ত।
-
বাংলাদেশের প্রবেশ: নেত্রকোণার দুর্গাপুরে।
-
মোড়ল নদীতে মিলন: সুনামগঞ্জের জামালগঞ্জে বাউলাই নদী।
-
প্রাচীন নাম: সিমসাং।
অন্যান্য নদী
-
নিতাই নদী: ভারতের পশ্চিম ও দক্ষিণ গারো পাহাড় থেকে উৎপন্ন, বাংলাদেশের ময়মনসিংহ ও নেত্রকোণা দিয়ে প্রবাহিত।
-
বাঙালি নদী: উৎপত্তি নীলফামারী জেলার তিস্তা নদী, পরে গাইবান্ধা ও বগুড়া দিয়ে প্রবাহিত হয়ে বাঙালি নাম ধারণ।

0
Updated: 4 weeks ago