Change the sentence into Complex form:
Robin called me at the time of cycling.
A
Robin called me when I am cycling.
B
Robin called me when I was cycling.
C
Robin called me and I was cycling.
D
Robin called me when I was being cycling.
উত্তরের বিবরণ
Simple sentence থেকে complex sentence গঠনের নিয়ম “at the time of” ব্যবহারের ক্ষেত্রে নিম্নরূপ:
-
প্রথম clause অপরিবর্তিত থাকবে।
-
“at the time of” এর পরিবর্তে “when” বসানো হবে।
-
প্রথম clause-এর tense অনুযায়ী পরবর্তী clause-এর verb form ঠিক করা হবে।
উদাহরণ:
-
Simple Sentence: Robin called me at the time of cycling.
-
Complex Sentence: Robin called me when I was cycling.

0
Updated: 14 hours ago
In case of studying regularly, you will do well in the exam. [Make it complex]
Created: 12 hours ago
A
If you study regularly, you will do well in the exam.
B
Unless you don't study regular, you will do well in the exam.
C
Unless you study regularly, you will do well in the exam.
D
Studying regularly, you will do well in the exam.
Simple এবং Complex বাক্য রূপান্তরের নিয়ম অনুযায়ী, যখন “by/in case of” যুক্ত Simple sentence কে Modal auxiliary সহ Complex sentence এ রূপান্তর করা হয়, তখন নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হয়:
-
“in case of” এর পরিবর্তে “if” ব্যবহার করতে হবে।
-
Subject + Verb বসাতে হবে।
-
প্রয়োজনে Adjective/Noun বসানো যাবে।
-
Clause শেষ হলে **comma (,) ** ব্যবহার করতে হবে।
-
বাক্যের অপর অংশটি মূল বাক্য হিসেবে বসাতে হবে।
-
মূল Clause যদি Future বা Present Tense এ থাকে, তাহলে if যুক্ত Clause টি Present Tense এ হবে।
উদাহরণসমূহ:
-
Simple: In case of studying regularly, you will do well in the exam.
Complex: If you study regularly, you will do well in the exam. -
Simple: In case of working hard, you will prosper in life.
Complex: If you work hard, you will prosper in life.

0
Updated: 12 hours ago
Change into a complex sentence:
Created: 2 days ago
A
He worked hard and passed the exam.
B
He worked hard because he wanted to pass the exam.
C
Working hard, he passed the exam.
D
He worked hard; therefore, he passed the exam.
মূল বাক্যটি ছিল He worked hard to pass the exam, যা একটি উদ্দেশ্যসূচক বাক্য। একে Complex Sentence-এ রূপান্তর করতে হলে কারণ বা উদ্দেশ্য প্রকাশ করা প্রয়োজন। সঠিক উত্তর হলো খ) He worked hard because he wanted to pass the exam। এখানে কারণবাচক যোগসূত্র because ব্যবহার করে বাক্যটিকে complex আকারে রূপান্তর করা হয়েছে।
তথ্যগুলো হলো:
-
অপশন ক) He worked hard and passed the exam — দুটি সমান গুরুত্বপূর্ণ বাক্যাংশ যুক্ত করেছে, তাই এটি একটি যৌগিক বাক্য (Compound Sentence)।
-
অপশন খ) He worked hard because he wanted to pass the exam — এখানে কারণ প্রকাশকারী because ব্যবহৃত হয়েছে, তাই এটি একটি জটিল বাক্য (Complex Sentence)।
-
অপশন গ) Working hard, he passed the exam — এখানে participle phrase ব্যবহার করা হয়েছে, তাই এটি একটি সরল বাক্য (Simple Sentence)।
-
অপশন ঘ) He worked hard; therefore, he passed the exam — দুটি স্বাধীন বাক্য যুক্ত করা হয়েছে, তাই এটি একটি যৌগিক বাক্য (Compound Sentence)।

0
Updated: 2 days ago
In spite of his poverty, he is honest. (complex)
Created: 1 month ago
A
Because he is poor, he is honest.
B
Though he is poor, he is honest.
C
He is poor and he is honest.
D
He is honest although he is rich.
সঠিক উত্তর: খ) Though he is poor, he is honest. ✅
বিবরণ:
-
Simple sentence: In spite of his poverty, he is honest.
-
Complex sentence রূপান্তর: Though he is poor, he is honest.
নিয়ম:
-
Simple sentence-এ যদি In spite of থাকে → Complex sentence-এ Though/Although ব্যবহার করতে হয়।
-
Complex sentence-এ Though/Although থাকলে → Simple sentence-এ In spite of বসাতে হয়।
উদাহরণসমূহ:
-
Simple: In spite of the bad weather, we went there.
Complex: Though the weather was bad, we went there. -
Simple: In spite of his cruelty, I love him.
Complex: Though he is cruel, I love him.
অন্য অপশনগুলো ভুল কারণ:
-
ক) কারণ-ফল সম্পর্ক বোঝাচ্ছে, বিপরীত অবস্থা নয়।
-
গ) শুধু দুটি তথ্য যোগ করেছে, বিপরীত ভাব প্রকাশ হয়নি।
-
ঘ) “rich” বলা হয়েছে, অর্থ সম্পূর্ণ পরিবর্তিত।

0
Updated: 1 month ago