৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত ব্রিগেড ফোর্স কোনটি?
A
এম ফোর্স
B
কে ফোর্স
C
এস ফোর্স
D
জেড ফোর্স
উত্তরের বিবরণ
ব্রিগেড ফোর্স সম্পর্কিত তথ্য নিম্নরূপ:
মুক্তিযুদ্ধের সময় মোট ৩টি ব্রিগেড ফোর্স গঠন করা হয়:
-
জেড ফোর্স
-
কে ফোর্স
-
এস ফোর্স
জেড ফোর্স
-
নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান।
-
‘জেড ফোর্স’ নামে পরিচিত প্রথম নিয়মিত ব্রিগেড জুলাই মাসে গঠিত হয়।
-
ব্রিগেডটি ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত।
এস ফোর্স
-
নেতৃত্বে ছিলেন কে.এম. সফিউল্লাহ।
-
‘এস ফোর্স’ নামে পরিচিত দ্বিতীয় নিয়মিত ব্রিগেড অক্টোবর মাসে গঠিত হয়।
-
ব্রিগেডটি দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে গঠিত।
কে ফোর্স
-
নেতৃত্বে ছিলেন খালেদ মোশাররফ।
-
‘কে ফোর্স’ গঠিত হয় ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের নিয়ে।

0
Updated: 14 hours ago
বাংলাদেশের সরকারপ্রধান হলেন-
Created: 2 weeks ago
A
রাষ্ট্রপতি
B
সেনাপ্রধান
C
প্রধান বিচারপতি
D
প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর পদমর্যাদা
-
রাষ্ট্রপতি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সাংসদকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন।
-
বাংলাদেশে প্রধানমন্ত্রী হচ্ছেন সরকারপ্রধান এবং সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা।
-
তিনি সংসদ নেতা ও মন্ত্রিসভার প্রধান, একইসাথে মন্ত্রিসভা গঠন করার দায়িত্বও তাঁর ওপর বর্তায়।
-
প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা সংসদের আস্থা হারালে সরকারের পতন ঘটে।
-
দেশের সংসদীয় শাসনব্যবস্থা প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হয়ে থাকে।
-
সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পদ মর্যাদা অত্যন্ত উচ্চ।
-
যদিও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন, তবুও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য সম্পাদন করেন।
-
প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মূল স্তম্ভ এবং তিনি অত্যন্ত মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত।
-
সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তাঁর শাসন পরিচালনার জন্য সংসদের কাছে দায়বদ্ধ।
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম ও দশম শ্রেণি

0
Updated: 2 weeks ago
BIMSTEC -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
নয়া দিল্লি
B
জেনেভা
C
কলম্বো
D
ঢাকা
সাধারণ জ্ঞান
BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical & Economic Cooperation
সাধারণ জ্ঞান
BIMSTEC (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation)
-
প্রতিষ্ঠা: ১৯৯৭ সালে, থাইল্যান্ডে।
-
সদস্য রাষ্ট্রের সংখ্যা: ৭টি (মে ২০২৫ পর্যন্ত)।
-
সদস্য রাষ্ট্র: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মিয়ানমার।
-
সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
-
বর্তমান সভাপতি দেশ: বাংলাদেশ (আগস্ট ২০২৫ পর্যন্ত)।
-
প্রতিষ্ঠাকালীন সভাপতি দেশ: বাংলাদেশ।
উৎস: BIMSTEC ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
'কর্তব্যের জন্য কর্তব্য'-ধারণাটির প্রবর্তক কে?
Created: 4 days ago
A
অ্যারিস্টটল
B
ইমানুয়েল কান্ট
C
বার্ট্রান্ড রাসেল
D
জন লক
কর্তব্যের জন্য কর্তব্যের ধারণার প্রবর্তক হলেন ইমানুয়েল কান্ট, যিনি নৈতিকতা ও নীতিশাস্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
-
ইমানুয়েল কান্ট ছিলেন জার্মান নীতিবিজ্ঞানী।
-
তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি: সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য, এবং শর্তহীন আদেশ।
-
তিনি 'কর্তব্যমুখী নৈতিকতার' প্রবর্তক হিসেবে পরিচিত।
নীতিশাস্ত্রের উপর তাঁর রচিত গুরুত্বপূর্ণ বইগুলো:
-
Groundwork for Metaphysics of Morals
-
Critique of Pure Reason
-
Critique of Practical Reason
-
Critique of Judgement
উৎস:

0
Updated: 4 days ago