উদ্ভিদের দেহ থেকে বাষ্প আকারে পানি নির্গমনের প্রক্রিয়াকে কী বলে?
A
সালোকসংশ্লেষণ
B
প্রস্বেদন
C
ইমবাইবিশন
D
ব্যাপন
উত্তরের বিবরণ
প্রস্বেদন সম্পর্কিত তথ্য নিম্নরূপ:
-
প্রস্বেদন উদ্ভিদের একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া।
-
উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য পানি অপরিহার্য।
-
উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে প্রচুর পরিমাণ পানি শোষণ করে। শোষিত পানির কিছু অংশ উদ্ভিদ বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহার করে এবং বাকি অংশ বাষ্পাকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে।
-
উদ্ভিদের দেহভিত্তিক থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানির নির্গমনের প্রক্রিয়াকে প্রস্বেদন বা বাষ্পমোচন বলে।
-
প্রস্বেদন প্রধানত পত্ররন্ধ্রের মাধ্যমে সংঘটিত হয়।
-
এছাড়া কাণ্ড ও পাতার কিউটিক্স এবং কাণ্ডের ত্বকে অবস্থিত লেন্টিসেল নামক বিশেষ অঙ্গের মাধ্যমে অল্প পরিমাণ প্রস্বেদন হয়।
-
প্রস্বেদন সংঘটিত স্থানের ভিত্তিতে তিন প্রকার:
১. পত্ররন্ধ্রীয় প্রস্বেদন
২. ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন
৩. লেন্টিকুলার প্রস্বেদন

0
Updated: 14 hours ago