CAMELS মডেল মূলত কোন খাতের মূল্যায়নে ব্যবহৃত হয়?
A
Capital Adequacy
B
Cash Flow
C
Current Ratio
D
Collateral Value
উত্তরের বিবরণ
CAMELS সম্পর্কিত তথ্য নিম্নরূপ:
CAMELS ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য ও ঝুঁকি মূল্যায়নের একটি পদ্ধতি। এতে ছয়টি মানদণ্ড বিবেচনা করা হয়।
-
Capital Adequacy (মূলধনের পর্যাপ্ততা): কোনো ব্যাংকের কাছে যথেষ্ট মূলধন আছে কিনা তা বোঝায়, যা দিয়ে তারা আর্থিক ক্ষতি, ঋণ খেলাপি বা বাজার ঝুঁকির মতো পরিস্থিতি সামাল দিতে পারবে। মূলধন যত বেশি মজবুত হবে, ব্যাংক তত বেশি নিরাপদ ও স্থিতিশীল থাকবে। এই মূল্যায়ন ব্যাংকের দীর্ঘমেয়াদি টিকে থাকা এবং গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে।
-
Asset Quality (সম্পদের মান): ব্যাংকের সম্পদ বা ঋণের মান।
-
Management Quality (ব্যবস্থাপনার মান): ব্যাংকের পরিচালন দক্ষতা ও নীতি।
-
Earnings (আয়): ব্যাংকের আয় এবং লাভজনকতা।
-
Liquidity (তরলতা): ব্যাংকের অর্থ বা নগদ প্রবাহের সহজলভ্যতা।
-
Sensitivity to Market Risk (বাজার ঝুঁকির প্রতি সংবেদনশীলতা): ব্যাংকের বাজার ঝুঁকির প্রতি প্রতিক্রিয়া বা সংবেদনশীলতা।
CAMELS এর পূর্ণরূপ:
C = Capital Adequacy
A = Asset Quality
M = Management Quality
E = Earnings
L = Liquidity
S = Sensitivity to Market Risk
0
Updated: 1 month ago
প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোন সালে?
Created: 4 weeks ago
A
২০০২ সাল
B
১৯৯৮ সাল
C
১৯৯৬ সাল
D
১৯৯২ সাল
প্রথম ধরিত্রী সম্মেলন হলো একটি আন্তর্জাতিক সম্মেলন, যা পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত বৈশ্বিক নীতি নির্ধারণের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। এটি জাতিসংঘের উদ্যোগে ৩–১৪ জুন ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয় এবং রিও সামিট, রিও-কনফারেন্স বা Earth Summit নামে পরিচিত।
• সম্মেলনে ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, মিডিয়া প্রতিনিধি এবং বেসরকারি সংস্থা (এনজিও) অংশগ্রহণ করে।
• সম্মেলনে জলবায়ু পরিবর্তন কনভেনশন (Climate Change Convention) বিষয়ক চুক্তি হয়, যা পরবর্তীতে কিয়েটো প্রোটোকল (Kyoto-Protocol) নামে পরিচিত হয়।
• দীর্ঘ আলোচনার মাধ্যমে ২৭টি নীতিমালা অনুমোদিত হয়, যা বিশ্ব পরিবেশ ও উন্নয়নের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্য নির্ধারণ করে।
• উল্লেখযোগ্য নীতিগুলোর মধ্যে একটি হলো ‘Polluter Pays Principle’, অর্থাৎ দূষণকারীকে দায়ভার বহন করতে হবে।
• পরবর্তীতে, বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন বা দ্বিতীয় ধরিত্রী সম্মেলন ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে অনুষ্ঠিত হয়।
0
Updated: 4 weeks ago
শেনজেন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
১৯৮৫ সালে
B
১৯৮৩ সালে
C
১৮৮৫ সালে
D
১৯৮১ সালে
শেনজেন চুক্তি ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চুক্তি, যার মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ শিথিল করে নাগরিকদের অবাধ চলাচল নিশ্চিত করা হয়েছে। এটি ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ ঐক্য ও আঞ্চলিক সংহতির ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত।
-
শেনজেন চুক্তি হলো ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত প্রবেশের চুক্তি।
-
১৯৮৫ সালের ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেন শহরে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।
-
স্বাক্ষরকারী দেশগুলো ছিল বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডস।
-
মূল লক্ষ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ কমিয়ে অবাধ চলাচল নিশ্চিত করা।
-
এর আওতায় ভিসা ও আশ্রয় নীতিমালা সমন্বয় করা হয় এবং তথ্য বিনিময়ের জন্য শেনজেন ইনফরমেশন সিস্টেম (SIS) চালু হয়।
-
চুক্তি কার্যকর হয় ১৯৯৫ সালে; তখন ইতালি, স্পেন, পর্তুগাল ও গ্রিস এতে যোগ দেয়।
-
পরবর্তীতে অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেন যুক্ত হয়।
-
যদিও প্রথমে এটি ইউরোপীয় ইউনিয়নের বাইরে শুরু হয়েছিল, আমস্টারডাম চুক্তি (১৯৯৯) শেনজেন চুক্তিকে ইইউ আইনের অংশ করে।
-
পরবর্তী সময়ে একে একে বিভিন্ন দেশ যুক্ত হয়: চেক প্রজাতন্ত্রসহ একাধিক দেশ (২০০৭), সুইজারল্যান্ড (২০০৮), লিচেনস্টাইন (২০১১) ও ক্রোয়েশিয়া (২০২৩)।
-
বর্তমানে শেনজেনভুক্ত দেশ সংখ্যা ২৯টি।
0
Updated: 1 month ago
Which planet is known as the “Red Planet”?
Created: 1 month ago
A
Venus
B
Jupiter
C
Mars
D
Mercury
মঙ্গল গ্রহ (Mars):
- মঙ্গল গ্রহ পৃথিবীর নিকটতম প্রতিবেশী।
- বছরের অধিকাংশ সময় একে দেখা যায়।
- খালি চোখে মঙ্গল গ্রহকে লালচে দেখায়।
- এ জন্য এটা লাল গ্রহ নামে পরিচিত।
- সূর্য থেকে এর গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার।
- এর ব্যাস ৬,৭৮৭কিলোমিটার এবং পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক।
- এই গ্রহে দিনরাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান।
- সূর্যের চারদিকে একবার ঘুরতে মঙ্গলের সময় লাগে ৬৮৭ দিন।
- মঙ্গল গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি।
- মঙ্গলে ফোবোস ও ডিমোস নামে দুটি উপগ্রহ রয়েছে।
0
Updated: 1 month ago