একটি ট্রেন ঘণ্টায় ৪৫ কিলোমিটার গতিতে একটি সেতু ৫০ সেকেন্ডে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ২৫০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
A
৩৭৫ মিটার
B
৩৪৫ মিটার
C
২৯০ মিটার
D
৩২০ মিটার
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৪৫ কিলোমিটার গতিতে একটি সেতু ৫০ সেকেন্ডে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ২৫০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
সমাধান:
এখানে,
৪৫ কিলোমিটার = (৪৫ × ১০০০) মিটার
= ৪৫০০০ মিটার
আমনা জানি,
১ ঘণ্টা = ৩৬০০ মিনিট
৩৬০০ সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে = ৪৫০০০ মিটার
∴ ৫০ সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে = (৪৫০০০ × ৫০)/৩৬০০ = ৬২৫ মিটার
আমরা জানি,
সেতু অতিক্রম করার জন্য ট্রেনকে তার নিজের দৈর্ঘ্য ও সেতুর দৈর্ঘ্যের সমান পথ অতিক্রম করতে হবে।
∴ সেতুটির দৈর্ঘ্য = (৬২৫ - ২৫০) মিটার
= ৩৭৫ মিটার
0
Updated: 1 month ago
Simple Harmonic Motion (SHM) এর সাধারণ
সমীকরণ কোনটি?
Created: 3 weeks ago
A
a = - kx
B
a = - ω2x
C
v = u + at
D
F = ma
Simple Harmonic Motion (SHM) হলো
এমন periodic motion যেখানে restoring force বা acceleration সর্বদা equilibrium থেকে displacement এর সাথে সমানুপাতিক
এবং বিপরীতমুখী।
a ∞ - x
or, a = -ω2 x
যেখানে, a = ত্বরণ, x = সরন , ω = angular
frequency
0
Updated: 3 weeks ago
১০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৬০ কি. মি./ঘণ্টা বেগে চলছে। একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ১৫ সেকেন্ড সময় নিলে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত?
Created: 1 month ago
A
১৩৫ মিটার
B
১৫০ মিটার
C
১৮০ মিটার
D
১২০ মিটার
সমাধান:
১ ঘণ্টা বা ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে ৬০ কি. মি. বা ৬০০০০ মিটার
১৫ সেকেন্ডে অতিক্রম করে (৬০০০০ × ১৫)/৩৬০০ = ২৫০ মিটার
প্রশ্নমতে,
ট্রেন + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = ২৫০
⇒ ১০০ + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = ২৫০
⇒ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = ২৫০ - ১০০ = ১৫০ মিটার
∴ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = ১৫০ মিটার
0
Updated: 1 month ago
এক মিটার সমান কত ইঞ্চি?
Created: 5 months ago
A
৩৭.৩৯ ইঞ্চি
B
৩৯.৩৭ ইঞ্চি
C
৩৯.৪৭ ইঞ্চি
D
৩৮.৫৫ ইঞ্চি
প্রশ্ন: এক মিটার সমান কত ইঞ্চি?
সমাধান:
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
0
Updated: 5 months ago