একটি পাইপ ৪ ঘন্টায় একটি ট্যাংক পূর্ণ করতে পারে এবং অপর একটি পাইপ ট্যাংকটি ৬ ঘন্টায় খালি করতে পারে। যদি প্রথম পাইপটি ২ ঘন্টা চলার পর দ্বিতীয় পাইপটি চালু করা হয়, তাহলে দুইটি পাইপ চালু অবস্থায় পুরো ট্যাংকটি ভর্তি হতে মোট কত সময় লাগবে?
A
৮ ঘণ্টা
B
১০ ঘণ্টা
C
৬ ঘণ্টা
D
৭ ঘণ্টা
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি পাইপ ৪ ঘন্টায় একটি ট্যাংক পূর্ণ করতে পারে এবং অপর একটি পাইপ ট্যাংকটি ৬ ঘন্টায় খালি করতে পারে। যদি প্রথম পাইপটি ২ ঘন্টা চলার পর দ্বিতীয় পাইপটি চালু করা হয়, তাহলে দুইটি পাইপ চালু অবস্থায় পুরো ট্যাংকটি ভর্তি হতে মোট কত সময় লাগবে?
সমাধান:
প্রথম পাইপ দ্বারা,
৪ ঘণ্টায় পূর্ণ হয় = ১ অংশ
∴ ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/৪ অংশ
∴ ২ ঘণ্টায় পূর্ণ হয় = ২/৪ অংশ = ১/২ অংশ
∴ ২ ঘণ্টা পর অবশিষ্ট থাকবে = ১ - (১/২) = ১/২ অংশ
দ্বিতীয় পাইপ দ্বারা,
৬ ঘণ্টায় খালি হয় = ১ অংশ
∴ ১ ঘণ্টায় খালি হয় = ১/৬ অংশ
দুইটি পাইপ একসাথে চললে ট্যাংকটি ১ ঘণ্টায় পূর্ণ হবে = (১/৪) - (১/৬)
= (৩ - ২)/১২
= ১/১২
১/১২ অংশ পূর্ণ হয় = ১ ঘণ্টায়
∴ ১/২ অংশ পূর্ণ হয় = (১ × ১২)/২ = ৬ ঘণ্টায়
∴ ট্যাংকটি পূর্ণ হতে মোট সময় লাগবে = (২ + ৬) ঘণ্টা = ৮ ঘণ্টা
0
Updated: 1 month ago
জাইন একা ১২ দিনে একটি কাজ করতে পারে। সে কাজটির ২/৩ অংশ শেষ করার পর অবশিষ্ট কাজটি হামিদ ৭ দিনে শেষ করে। কাজটির ৩/৭ অংশ মেষ করতে হামিদের একার কতদিন লাগবে?
Created: 3 days ago
A
৩
B
৬
C
৯
D
৭
অবশিষ্ট কাজ = (১- ২/৩) বা ১/৩ অংশ
হামিদ ১/৩ অংশ কাজ করে ৭ দিনে
∴ হামিদ ১ অংশ কাজ করে (৩৭) দিনে
∴ হামিদ ৩/৭ অংশ কাজ করে ৩৭৩/৭ দিনে
= ৯ দিনে।
0
Updated: 3 days ago
A can complete a piece of work in 6 days working 8 hours a day, and B can complete the same work in 12 days working 8 hours a day. How long will it take them to complete the work together if they work 4 hours a day?
Created: 2 months ago
A
6 days
B
5 days
C
10 days
D
8 days
Question: A can complete a piece of work in 6 days working 8 hours a day, and B can complete the same work in 12 days working 8 hours a day. How long will it take them to complete the work together if they work 4 hours a day?
Solution:
A can complete the work in 8 × 6 = 48 hours
1 hour's work of A = 1/48 part
B can complete the work in 8 × 12 = 96 hours
1 hour's work of B = 1/96 part
(A + B)'s 1 hour's work = (1/48) + (1/96) part
= (2 + 1)/96 part
= 3/96 part
= 1/32
∴ Time taken by (A + B) working 4 hours daily = 32/(1 × 4)
= 8 days
0
Updated: 2 months ago
একটি বাঁধ তৈরি করতে ৩২০ জন শ্রমিকের ২৫ দিন সময় লাগে। ১৬ দিনে বাঁধের কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?
Created: 2 months ago
A
১২০ জন
B
১৪০ জন
C
১৮০ জন
D
২৪০ জন
প্রশ্ন: একটি বাঁধ তৈরি করতে ৩২০ জন শ্রমিকের ২৫ দিন সময় লাগে। ১৬ দিনে বাঁধের কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?
সমাধান:
বাঁধ তৈরি করতে,
২৫ দিনে শ্রমিক লাগে= ৩২০ জন
∴ ১ দিনে শ্রমিক লাগে = (৩২০ × ২৫) জন
∴ ১৬ দিনে শ্রমিক লাগে = (৩২০ × ২৫)/১৬ জন = ৫০০ জন
অতএব, অতিরিক্ত শ্রমিক প্রয়োজন হবে = (৫০০ - ৩২০) জন = ১৮০ জন
0
Updated: 2 months ago