A এবং B দুই বন্ধু, S A - এর বোন, P B - এর ভাই। S এর মেয়ের ভাইয়ের পিতা P হলে P এবং S - এর সম্পর্ক কী?
A
স্বামী - স্ত্রী
B
বাবা - মা
C
ভাই - বোন
D
কোন সম্পর্ক নেই
উত্তরের বিবরণ
- B এর ভাই হচ্ছে P
- A এর বোন হচ্ছে S
- S এর মেয়ের ভাইয়ের পিতা P, অর্থাৎ P হচ্ছে S এর স্বামী।
- P এবং S এর সম্পর্ক স্বামী - স্ত্রী।
0
Updated: 1 month ago
P, Q এবং R তিনটি শহর। P এবং Q এর মধ্যবর্তী দূরত্ব 60 কিমি, আর P এবং R এর মধ্যবর্তী দূরত্ব 80 কিমি। Q , P এর বরাবর পশ্চিম দিকে এবং R, P এর বরাবর দক্ষিণ দিকে অবস্থিত। Q এবং R এর মধ্যবর্তী দূরত্ব কত?
Created: 1 month ago
A
100 কি. মি.
B
60 কি. মি.
C
40 কি. মি.
D
140 কি. মি.
প্রশ্ন: P, Q এবং R তিনটি শহর। P এবং Q এর মধ্যবর্তী দূরত্ব 60 কিমি, আর P এবং R এর মধ্যবর্তী দূরত্ব 80 কিমি। Q , P এর বরাবর পশ্চিম দিকে এবং R, P এর বরাবর দক্ষিণ দিকে অবস্থিত। Q এবং R এর মধ্যবর্তী দূরত্ব কত?
সমাধান:
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
QR = √{(PQ)2 + (PR)2}
= √{602+802}
= √(3600 + 6400)
= √10000
= 100 কি. মি.
0
Updated: 1 month ago
একটি লিভারের যান্ত্রিক সুবিধা ৫। যদি ভার হয় ২২৫ নিউটন, তাহলে কত নিউটন বল প্রয়োগ করতে হবে?
Created: 1 month ago
A
৪৮ নিউটন
B
৪৫ নিউটন
C
৩৮ নিউটন
D
৪২ নিউটন
প্রশ্ন: একটি লিভারের যান্ত্রিক সুবিধা ৫। যদি ভার হয় ২২৫ নিউটন, তাহলে কত নিউটন বল প্রয়োগ করতে হবে?
সমাধান:
এখানে,
যান্ত্রিক সুবিধা = ৫
ভার = ২২৫ নিউটন
প্রযুক্ত বল = ?
আমরা জানি,
যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
⇒ ৫ = ২২৫/প্রযুক্ত বল
⇒ প্রযুক্ত বল = ২২৫/৫
∴ প্রযুক্ত বল = ৪৫
∴ ৪৫ নিউটন বল প্রয়োগ করতে হবে।
0
Updated: 1 month ago
STRANGE-এর বিপরীত?
Created: 1 month ago
A
Similar
B
Familiar
C
Peculiar
D
Obstinate
প্রশ্ন: STRANGE-এর বিপরীত?
সমাধান:
STRANGE অর্থ - অচেনা, অপরিচিত, অস্বাভাবিক, বা অদ্ভুত।
প্রতিটি অপশন যাচাই করি:
ক) Similar → সদৃশ বা মিল রয়েছে।
খ) Familiar → পরিচিত, চেনা → STRANGE-এর সঠিক বিপরীত।
গ) Peculiar → বিরল, অদ্ভুত → STRANGE-এর সমার্থক শব্দের কাছাকাছি।
ঘ) Obstinate → জিদি, অনড় → কোন সম্পর্ক নেই।
সুতরাং STRANGE-এর বিপরীত অর্থ হলো Familiar.
0
Updated: 1 month ago