Which number is missing-
A
429
B
389
C
486
D
469
উত্তরের বিবরণ
(4 × 2) - 1 = 7
(7 × 2) + 1 = 15
(15 × 2) - 1 = 29
(29 × 2) + 1 = 59
(59 × 2) - 1 = 117
(117 × 2) + 1 = 235
(235 × 2) - 1 = 469
0
Updated: 1 month ago
এক ব্যক্তি ঘুরতে বের হয়ে ৪ মাইল উত্তরে গিয়ে এরপর ১২ মাইল পূর্বে যান এবং আবার ১২ মাইল উত্তরে যান। শুরুর স্থান থেকে তিনি কত দূরত্বে আছেন?
Created: 1 month ago
A
১৬ মাইল
B
১৭ মাইল
C
২০ মাইল
D
২৪ মাইল
প্রশ্ন: এক ব্যক্তি ঘুরতে বের হয়ে ৪ মাইল উত্তরে গিয়ে এরপর ১২ মাইল পূর্বে যান এবং আবার ১২ মাইল উত্তরে যান। শুরুর স্থান থেকে তিনি কত দূরত্বে আছেন?
সমাধান:
ধরি,
ব্যক্তিটি A স্থান থেকে যাত্রা শুরু করে ৪ মাইল উত্তরে B বিন্দুতে পৌঁছান।
এরপর B স্থান থেকে ১২ মাইল পূর্বে C বিন্দুতে পৌঁছান।
আবার C স্থান থেকে ১২ মাইল উত্তরে D বিন্দুতে পৌঁছান।
∴ শুরুর স্থান থেকে তার বর্তমান অবস্থানের দূরত্ব = AD
AB = CE = 4
BC = AE = 12
DE = DC + CE = 12 + 4 = 16
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AD2 = DE2 + AE2
⇒ AD2 = 162 + 122
⇒ AD2 = 256 + 144
⇒ AD2 = 400
⇒ AD = 20
0
Updated: 1 month ago
মুকুল তার যাত্রা শুরুর স্থান থেকে ১০ মিটার পূর্ব দিকে হাঁটার পর ডানে ঘুরলো এবং ৬ মিটার হাঁটল। এরপর সে পুনরায় ডানে ঘুরে ১২ মিটার হাঁটল। অতঃপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করল। সে এখন কোন দিকে হাঁটছে?
Created: 1 month ago
A
উত্তর দিকে
B
পশ্চিম দিকে
C
দক্ষিণ দিকে
D
পূর্ব দিকে
প্রশ্ন: মুকুল তার যাত্রা শুরুর স্থান থেকে ১০ মিটার পূর্ব দিকে হাঁটার পর ডানে ঘুরলো এবং ৬ মিটার হাঁটল। এরপর সে পুনরায় ডানে ঘুরে ১২ মিটার হাঁটল। অতঃপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করল। সে এখন কোন দিকে হাঁটছে?
সমাধান: 
এক্ষেত্রে, ডান + ডান = ২ ডান = বিপরীত দিক, অর্থাৎ মুকুল এখন পূর্ব দিকের বিপরীত দিক অর্থাৎ পশ্চিম দিকে হাঁটছে।
0
Updated: 1 month ago

উপরের চিত্রানুসারে 
Created: 1 month ago
A
3
B
2
C
1
D
4
১ম লাইনে, 5 + 5 = 10; বৃত্তের মান = 5
দ্বিতীয় লাইনে, 5 × 2 + 2 = 12; চতুর্ভুজের মান = 2
তৃতীয় লাইনে, 5 × 2 - 1 × 5 = 5; ত্রিভুজের মান = 1
0
Updated: 1 month ago