ঘড়িতে যখন ৫ : ৫০ বাজে, তখন ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত ডিগ্রি?
A
১৩৫°
B
১২৫°
C
১১৫°
D
১৪৫°
উত্তরের বিবরণ
মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | {(১১ × ৫০) - (৬০ × ৫)}/২ |
= | (৫৫০ - ৩০০)/২ |
= | ২৫০/২ |
= | ১২৫ |
= ১২৫°
0
Updated: 1 month ago
"COMMODITY" শব্দটির বাংলা পরিভাষা কী?
Created: 1 month ago
A
পদালি
B
পণ্য
C
ধূমকেতু
D
অঙ্গীকারবদ্ধ
COMMODITY শব্দটির বাংলা পরিভাষা হলো পণ্য।
অন্যদিকে:
-
CADRE: পদালি
-
COMET: ধূমকেতু
-
COMMITTED: অঙ্গীকারবদ্ধ
উৎস:
0
Updated: 1 month ago
P, Q এবং R তিনটি শহর। P এবং Q এর মধ্যবর্তী দূরত্ব 60 কিমি, আর P এবং R এর মধ্যবর্তী দূরত্ব 80 কিমি। Q , P এর বরাবর পশ্চিম দিকে এবং R, P এর বরাবর দক্ষিণ দিকে অবস্থিত। Q এবং R এর মধ্যবর্তী দূরত্ব কত?
Created: 1 month ago
A
100 কি. মি.
B
60 কি. মি.
C
40 কি. মি.
D
140 কি. মি.
প্রশ্ন: P, Q এবং R তিনটি শহর। P এবং Q এর মধ্যবর্তী দূরত্ব 60 কিমি, আর P এবং R এর মধ্যবর্তী দূরত্ব 80 কিমি। Q , P এর বরাবর পশ্চিম দিকে এবং R, P এর বরাবর দক্ষিণ দিকে অবস্থিত। Q এবং R এর মধ্যবর্তী দূরত্ব কত?
সমাধান:
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
QR = √{(PQ)2 + (PR)2}
= √{602+802}
= √(3600 + 6400)
= √10000
= 100 কি. মি.
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
15
B
18
C
22
D
30
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 22
প্রথম চিত্রে,
(80 + 15) - (35 + 43)
= 95 - 78 = 17
দ্বিতীয় চিত্রে,
(56 + 34) - (48 + 20)
= 90 - 68 = 22
0
Updated: 1 month ago