যদি '+' অর্থ '÷', '÷' অর্থ '-', '-' অর্থ '×', '×' অর্থ '+' হয় তাহলে ১২ + ৬ ÷ ৩ - ২ × ৮ = কত?
A
৪
B
২
C
৫
D
৩
উত্তরের বিবরণ
১২ + ৬ ÷ ৩ - ২ × ৮
পরিবর্তিত রূপ হবে,
১২ ÷ ৬ - ৩ × ২ + ৮
= ২ - ৬ + ৮
= ১০ - ৬
= ৪
0
Updated: 1 month ago
নিচের যন্ত্রটি সাধারণত কোন কাজে ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
Drilling
B
Cutting
C
Measuring
D
Heating
প্রশ্ন: নিচের যন্ত্রটি সাধারণত কোন কাজে ব্যবহৃত হয়?
সমাধান:
চিত্রের যন্ত্রটি হলো ভার্নিয়ার ক্যালিপার্স।
Vernier Calipers হলো এক ধরনের পরিমাপ যন্ত্র, যা খুব ছোট দৈর্ঘ্য, ব্যাস, গভীরতা ইত্যাদি অত্যন্ত নির্ভুলভাবে মাপতে ব্যবহৃত হয়।
অর্থাৎ ভার্নিয়ার ক্যালিপার্সের মাধ্যমে সূক্ষ্ম পরিমাপ বা Measuring করা হয়।
এটি দিয়ে মাপা যায়:
- বাহ্যিক ব্যাস (outer diameter),
- অভ্যন্তরীণ ব্যাস (inner diameter),
- গভীরতা (depth)।
0
Updated: 1 month ago
"SOMBRE" শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
Gloomy
B
Dark
C
Bright
D
Dismal
প্রশ্ন: "SOMBRE" শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
সমাধান:
"SOMBRE" শব্দটির বিপরীতার্থক শব্দ হলো - Bright
"SOMBRE" শব্দটির অর্থ হলো- কৃষ্ণবর্ণ; অন্ধকারময়; বিষণ্ণ; নিরানন্দ; মলিন:
"Bright" শব্দটির অর্থ হলো- উজ্জ্বল; আলোকময়।
অর্থাৎ Sombre এবং Bright শব্দদ্বয় পরস্পর বিপরীতার্থক।
অন্যদিকে,
"Gloomy" শব্দটির অর্থ হলো- অন্ধকার; অনালোকিত।
"Dark" শব্দটির অর্থ হলো- অন্ধকার; আঁধার; তিমির; তমসা।
"Dismal" শব্দটির অর্থ হলো- নীরস; বিষণ্ণ; নিরানন্দ; দুঃখদায়ক।
উৎস:
0
Updated: 1 month ago
চট্টগ্রাম থেকে রাজশাহী রেলপথে মোট ২০টি স্টেশন আছে। প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে। স্টেশনগুলোকে সব মিলিয়ে মোট কত ধরনের টিকেট রাখতে হবে?
Created: 1 month ago
A
৪০০টি
B
৩৬১টি
C
৪৮০টি
D
৩৮০টি
যেহেতু, প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে,
তাই প্রত্যেক যাত্রী টিকেট কিনতে পারবে = (২০ - ১) = ১৯টি [নিজ স্টেশনের টিকেট কিনার প্রয়োজন নেই তাই মোট স্টেশন থেকে ১ বিয়োগ করা হয়েছে]
∴ মোট টিকেট রাখতে হবে = (২০ × ১৯)টি
= ৩৮০টি
0
Updated: 1 month ago