দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
A
ড্যাশ
B
কোলন
C
ত্রিবিন্দু
D
হাইফেন
উত্তরের বিবরণ
বাক্যচিহ্নের ব্যবহার整理 করা হলো।
-
ড্যাশ (–)
-
ব্যবহার: দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে-পরে
-
উদাহরণ: বাংলাদেশ দল জয়লাভ করেছে – বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত।
-
-
হাইফেন (-)
-
ব্যবহার: বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে
-
উদাহরণ:
-
মা-বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড় গৌরব।
-
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়েই গড়ে উঠেছে এই ক্লাব।
-
-
-
কোলন (:)
-
ব্যবহার: একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে
-
উদাহরণ: সভায় ঠিক করা হল: এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।
-
-
ত্রিবিন্দু (...)
-
ব্যবহার: কোন অংশ বাদ দিতে চাইলে
-
উদাহরণ:
-
তিনি রেগে গিয়ে বললেন, “তার মানে তুমি একটা ...।”
-
আমাদের ঐক্য বাইরের। ... এ ঐক্য জড় অকর্মক, সজীব সকর্মক নয়।
-
-
0
Updated: 1 month ago
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে?
Created: 3 months ago
A
হাইফেন
B
ড্যাস
C
কোলন ড্যাস
D
কোলন
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন ১৩ টি। যথা: কমা, সেমিকোলন, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, হাইফেন, ড্যাশ, কোলন, উদ্ধরণ চিহ্ন/উদ্ধারচিহ্ন, বন্ধনী, বিন্দু, ত্রিবিন্দু, বিকল্প চিহ্ন। কোলন: একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়। যেমন- ‘সভায় ঠিক করা হল: এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।’
0
Updated: 3 months ago
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
Created: 1 month ago
A
ড্যাস
B
কোলন
C
কমা
D
বিস্ময় চিহ্ন
যতিচিহ্ন হলো সেই সাংকেতিক চিহ্ন যা বাক্যের অর্থ স্পষ্ট করতে বাক্যের মধ্যে বা শেষে ব্যবহৃত হয়। এটিকে ছেদ চিহ্ন বা বিরামচিহ্ন নামেও ডাকা হয়।
বাক্যে অবস্থান অনুযায়ী যতিচিহ্নকে দুটি ভাগে বিভক্ত করা যায়—
প্রান্তিক বিরামচিহ্ন:
-
দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন ইত্যাদি।
বাক্যান্তর্গত বিরামচিহ্ন:
-
কমা, সেমিকোলন, ড্যাস, হাইফেন ইত্যাদি।
0
Updated: 1 month ago
উদ্ধৃতি চিহ্ন কত প্রকার?
Created: 1 month ago
A
তিন প্রকার
B
দুই প্রকার
C
চার প্রকার
D
পাঁচ প্রকার
উদ্ধতি চিহ্ন দুই প্রকার। যথা:( ', , , , , , , ') এবং (", , , , , , , , ")। বক্তার প্রত্যক্ষ উক্তি কে (", , , , , , ") এই চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়।
0
Updated: 1 month ago