রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন -
A
প্রমথ চৌধুরী
B
বিষ্ণু দে
C
অমিয় চক্রবর্তী
D
সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন অমিয় চক্রবর্তী, যিনি রবীন্দ্রনাথের সঙ্গে বহু দেশ ভ্রমণ করেছেন।
-
জন্ম ও শিক্ষাজীবন:
-
জন্ম: ১০ এপ্রিল, ১৯০১, হুগলীর শ্রীরামপুর, পশ্চিমবঙ্গ
-
তিনি তিরিশের পঞ্চকবির মধ্যে একজন
-
পাটনা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ পাস (১৯২১)
-
শান্তিনিকেতনের গবেষণা বিভাগে যোগদান
-
-
পেশাজীবন:
-
১৯২৬-১৯৩৩ সালে রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন
-
-
সম্মাননা ও পুরস্কার:
-
কবিতার জন্য বহু পুরস্কার ও সম্মাননা
-
উল্লেখযোগ্য: ইউনেস্কো পুরস্কার (১৯৬০), ভারতীয় ন্যাশনাল একাডেমি পুরস্কার
-
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়: ‘দেশিকোত্তম’ (১৯৬৩)
-
ভারত সরকার: ‘পদ্মভূষণ’ (১৯৭০)
-
-
মৃত্যু: ১২ জুন ১৯৮৬, শান্তিনিকেতন
-
রচিত কাব্যগ্রন্থ:
-
খসড়া
-
এক মুঠো
-
মাটির দেয়াল
-
অভিজ্ঞান বসন্ত
-
অনিঃশেষ ইত্যাদি
-

0
Updated: 15 hours ago
রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি কে প্রদান করেন?
Created: 1 week ago
A
মহাত্মা গান্ধী
B
চি-সি-লিজন
C
ব্রহ্মবান্ধব উপাধ্যায়
D
ক্ষিতিমোহন সেন
সঠিক উত্তর হলো: গ) ব্রহ্মবান্ধব উপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ উপাধি প্রদান করেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এই উপাধি রবীন্দ্রনাথের কবিতার সর্বজনীনতা এবং বিশ্বজনীন আবেদনকে স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় এবং পরবর্তীতে তাঁর সাহিত্যকর্মের স্বীকৃতির প্রতীক হিসেবে ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে।
-
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।
-
পেশা: কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক।
-
সম্মান: ১৯১৩ সালে নোবেল পুরস্কার প্রাপ্ত; এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে প্রথম এই গৌরব অর্জন।
-
ভ্রমণ: বাংলাদেশের শাহজাদপুর, পতিসর, কালিগ্রাম ও শিলাইদহে বেড়িয়েছেন।
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর বাড়িতে।
-
-
উপাধিসমূহ
-
‘বিশ্বকবি’ – প্রদান করেছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
-
‘গুরুদেব’ – মহাত্মা গান্ধী প্রদান করেছেন।
-
‘কবিগুরু’ – ক্ষিতিমোহন সেন প্রদান করেছেন।
-
‘মহাকবি’ – চীনা কবি চি-সি-লিজন প্রদান করেছেন।
-

0
Updated: 1 week ago
’মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।’ পঙ্ক্তিটি কোন কবিতার অংশবিশেষ?
Created: 4 days ago
A
মরণ
B
বধূ
C
প্রাণ
D
বর্ষা
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘প্রাণ’ কবিতার অংশবিশেষ হলো— “মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।” কবিতাটি তাঁর কড়ি ও কোমল কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতায় কবির প্রাণপ্রবাহ, জীবনপ্রেম এবং মানবজীবনের সঙ্গে গভীর একাত্মতার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মহার্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। ঠাকুর বাড়ির সাহিত্য ও সংস্কৃতিমণ্ডিত পরিবেশে শৈশবেই তাঁর কবি-প্রতিভার বিকাশ ঘটে।
তিনি ১৯০১ সালে প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন বিদ্যালয়। ১৯১৩ সালে তাঁর ইংরেজি অনুবাদগ্রন্থ ‘গীতাঞ্জলি’ (The Song Offerings, ১৯১১)-এর জন্য সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। তাঁর প্রথম প্রকাশিত কবিতা ছিল ‘হিন্দুমেলার উপহার’।
তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো—
-
প্রভাতসঙ্গীত
-
মানসী
-
সোনার তরী
-
চিত্র
-
চৈতালী
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পুনশ্চ

0
Updated: 4 days ago
কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
Created: 4 months ago
A
১৯৫১
B
১৯৬১
C
১৯৭১
D
১৯৮১
রবীন্দ্রনাথ ঠাকুর
জন্ম ও পরিচয়
রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন ১৮৬১ সালের ৭ মে (২৫শে বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ) কলকাতার জোড়াসাঁকোর খ্যাতনামা ঠাকুর পরিবারে। তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তিনি একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক— প্রকৃত অর্থেই এক বহুমাত্রিক প্রতিভা।
প্রথম সাহিত্যপ্রকাশ ও নোবেল প্রাপ্তি
শৈশবেই তাঁর সাহিত্যপ্রতিভার প্রকাশ ঘটে। মাত্র ১৫ বছর বয়সে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘বনফুল’ প্রকাশিত হয়। ১৯১৩ সালে তিনি ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, যা তাঁকে শুধু বাংলা সাহিত্যে নয়, সমগ্র এশিয়ার প্রথম নোবেল বিজয়ী হিসেবে স্বীকৃতি দেয়।
মৃত্যু
১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) জোড়াসাঁকোর নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন।
১৫০তম জন্মবার্ষিকী
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী পালিত হয় ২০১১ সালে—not ১৯৬১ সালে।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
উপন্যাস:
-
চোখের বালি
-
গোরা
-
যোগাযোগ
-
শেষের কবিতা
-
চতুরঙ্গ
-
চার অধ্যায়
-
ঘরে-বাইরে
কাব্যগ্রন্থ:
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
চৈতালী
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পূরবী
-
পুনশ্চ
-
পত্রপুট
-
সেঁজুতি
-
শেষ লেখা
নাটক:
-
বিসর্জন
-
রাজা
-
ডাকঘর
-
অচলায়তন
-
চিরকুমার সভা
-
রক্তকরবী
-
তাসের দেশ
প্রবন্ধগ্রন্থ:
-
পঞ্চভূত
-
বিচিত্রপ্রবন্ধ
-
সাহিত্য
-
মানুষের ধর্ম
-
কালান্তর
-
সভ্যতার সংকট
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া

0
Updated: 4 months ago