'অপস্রিয়মাণ' - বলতে কী বোঝায়?
A
তর্ক দ্বারা স্থির করা যায় না এমন
B
পুর্বে ঘটেনি এমন
C
মাপা যায় না এমন
D
ক্রমশ দূরে সরে যাচ্ছে এমন
উত্তরের বিবরণ
নিচে প্রদত্ত শব্দগুলোর অর্থ整理 করা হলো।
-
ক্রমশ দূরে সরে যাচ্ছে এমন – অপস্রিয়মান
-
মাপা যায় না এমন – অপ্রমেয়
-
পূর্বে ঘটেনি এমন – অভূতপূর্ব
-
তর্ক দ্বারা স্থির করা যায় না এমন – অপ্রতর্ক্য

0
Updated: 15 hours ago
‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’- এক কথায় প্রকাশ করলে কী হয়?
Created: 2 weeks ago
A
প্রত্যুদ্গমন
B
অগ্রগামী
C
শুভ পদার্পণ
D
স্বাগতম
একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে । অর্থাৎ একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে । উদাহরণ: সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদ্গমন ।

0
Updated: 2 weeks ago
'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী?
Created: 2 weeks ago
A
লিপ্সা
B
বুভুক্ষা
C
বিবক্ষা
D
দিদৃক্ষা
এক কথায় ইচ্ছার প্রকাশ
-
দেখবার ইচ্ছা: দিদৃক্ষা
-
বলবার ইচ্ছা: বিবক্ষা
-
ভোজন করার ইচ্ছা: বুভুক্ষা
-
লাভ করার ইচ্ছা: লিপ্সা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 weeks ago
'বসে আছে যে' এক কথায় কী বলে?
Created: 3 weeks ago
A
উপবাসক
B
উপবিষ্ট
C
উপবিধি
D
উপবীতী
‘বসে আছে যে’ ও সংশ্লিষ্ট শব্দার্থ
শব্দ / পদ | অর্থ / ব্যাখ্যা |
---|---|
আসীন / উপবিষ্ট | বসে আছে এমন, আসন গ্রহণ করেছে (বিশেষণ) |
উপবাসক | না খেয়ে আছে এমন, অনাহারী, উপবাসকারী |
উপবিধি | প্রধান বা মূল আইনের অন্তর্গত আইন |
উপবীতী | উপবীত বা পইতা ধারণ করেছে, যজ্ঞসূত্রধারী |
সূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াত মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 3 weeks ago