'সে ঘুমাচ্ছে' বাক্যে 'ঘুমা' কোন ধাতু?
A
প্রযোজক ধাতু
B
কর্মবাচ্যের ধাতু
C
নাম ধাতু
D
কর্তৃবাচ্যের ধাতু
উত্তরের বিবরণ
ধাতুর প্রকারভেদ整理 করা হলো।
-
নামধাতু
-
সংজ্ঞা: বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পর ‘আ’ প্রত্যয়যোগে যে সব ধাতু গঠিত হয়, তা নামধাতু।
-
উদাহরণ:
-
ঘুম → ঘুমা (বাক্য: সে ঘুমাচ্ছে।)
-
-
-
প্রযোজক ধাতু
-
সংজ্ঞা: মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে (অপরকে নিয়োজিত করা অর্থে) ‘আ’ প্রত্যয় যোগ করে প্রযোজক ধাতু বা ণিজন্ত ধাতু গঠিত হয়।
-
উদাহরণ:
-
কর্ + আ = করা (বাক্য: সে নিজে চুরি করে না, অন্যকে দিয়ে করায়।)
-
-
-
কর্মবাচ্য ধাতু
-
সংজ্ঞা: মৌলিক ধাতুর সাথে ‘আ’ প্রত্যয় যোগে কর্মবাচ্য ধাতু সাধিত হয়। এটি বাক্যমধ্যস্ত কর্মপদের অনুসারী ক্রিয়ার ধাতু।
-
উদাহরণ:
-
হার্ + আ = হারা (বাক্য: যা কিছু হারায় গিন্নী বলেন কেষ্টা বেটায় চোর।)
-
-

0
Updated: 15 hours ago